Advertisment

IND vs SL 2024 1st ODI Live Streaming: লাগবে না SONY-র সাবস্ক্রিপশন, বিশ্বকাপজয়ী কোহলি-রোহিতদের প্রত্যাবর্তন দেখা যাবে ফ্রিতেই! জানুন ট্রিকস

India vs Sri Lanka 2024, IND vs SL 1st ODI Live Streaming: জুনের ২৯ তারিখে বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনাল জেতার পর এই প্ৰথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামবেন দুই মহারথী- বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এছাড়াও গত একদিনের বিশ্বকাপে ভারতের স্কোয়াডে থাকা একাধিক তারকা- কেএল রাহুল, শ্রেয়স আইয়ারেরও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে।

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
IND vs SL 2024, India vs Sri Lanka 1st ODI Match Today Live Telecast: India face Sri Lanka in the first match on Friday. (REUTERS)

IND vs SL 2024 1st ODI লাইভ স্ট্রিমিং বিশদ: শুক্রবার প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কা৷ (রয়টার্স)

India vs Sri Lanka 1st ODI 2024 Live Streaming: তিন ম্যাচের টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর ভারত এবার একদিনের সিরিজের দখলে নামছে শুক্রবার। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যেই কলম্বোর নামবে কিছুটা বদলে যাওয়া ভারতীয় দল। জুনের ২৯ তারিখে বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনাল জেতার পর এই প্ৰথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামবেন দুই মহারথী- বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এছাড়াও গত একদিনের বিশ্বকাপে ভারতের স্কোয়াডে থাকা একাধিক তারকা- কেএল রাহুল, শ্রেয়স আইয়ারেরও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে। শ্রীলঙ্কা আবার টি২০ সিরিজ হারের ক্ষত সারিয়ে তুলতে চাইবে ওয়ানডে সিরিজে।

Advertisment

India vs Sri Lanka live streaming details

ভারত বনাম শ্রীলঙ্কা প্ৰথম ওয়ানডে কবে, কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কা প্ৰথম ওয়ানডে ২ অগাস্ট, শুক্রবার হবে কলম্বোর আর প্রেমদাসা ক্রিকেট স্টেডিয়ামে।

ভারত বনাম শ্রীলঙ্কা প্ৰথম ওয়ানডে কখন শুরু হবে?

ভারত বনাম শ্রীলঙ্কা প্ৰথম ওয়ানডে শুরু হবে দুপুর ২.৩০-এ। টস হবে দুপুর ২-টায়।

ভারত বনাম শ্রীলঙ্কা প্ৰথম ওয়ানডে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

সোনি লাইভ-এ এপ এবং ওয়েবসাইটে সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে। নিখরচায় এই ম্যাচ উপভোগ করা যাবে Jio TV-তে।

ভারত বনাম শ্রীলঙ্কা প্ৰথম ওয়ানডে লাইভ টেলিকাস্ট কোন চ্যানেলে দেখা যাবে?

ভারত বনাম শ্রীলঙ্কা প্ৰথম ওয়ানডে সোনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে দেখা যাবে। Sony Sports Ten 3 (হিন্দি) SD and HD, Sony Sports Ten 4 (তামিল অথবা তেলুগু), and Sony Sports Ten 5 SD and HD-তে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচ।

ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই স্কোয়াড

ভারত: রোহিত শর্মা (ক্যাপ্টেন), হুবমান গিল (ভাইস-ক্যাপ্টেন), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।

শ্রীলঙ্কা: চরিথ আসালাঙ্কা (ক্যাপ্টেন), পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েললাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দিলশান মধুশঙ্কা, মাথিসা পাথিরানা, আকিলা ধনঞ্জয়, অসিথা ফার্নান্দো।

Team India Indian Team Sri Lanka Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment