IND vs SL 2024 2nd ODI Match Report: ভারতীয় ব্যাটিং একাই গিলে খেলেন ভ্যান্ডারসে! কলম্বোয় লাঞ্ছিত গম্ভীরের গর্বের ইন্ডিয়া

India vs Sri Lanka 2024 2nd ODI Match Highlights: রোহিত ফেরার পরেই আচমকা ধস নামে ব্যাটিং লাইনআপে। ১৪তম ওভারে রোহিত ফেরার পর ভারত স্কোরবোর্ডে মাত্র ৫০ রান যোগ করার ফাঁকে হারায় আরও পাঁচ উইকেট। ১৪৭/৫ হয়ে যাওয়ার পর ভারতকে শেষ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন অক্ষর প্যাটেল।

India vs Sri Lanka 2024 2nd ODI Match Highlights: রোহিত ফেরার পরেই আচমকা ধস নামে ব্যাটিং লাইনআপে। ১৪তম ওভারে রোহিত ফেরার পর ভারত স্কোরবোর্ডে মাত্র ৫০ রান যোগ করার ফাঁকে হারায় আরও পাঁচ উইকেট। ১৪৭/৫ হয়ে যাওয়ার পর ভারতকে শেষ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন অক্ষর প্যাটেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Sri Lanka 2nd ODI Match Highlights: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে

IND vs SL 2nd ODI Match Report: জেফ্রি ভ্যান্ডারসের স্পিনে ধসে গেল টিম ইন্ডিয়া (টুইটার)

শ্রীলঙ্কা: ২৪০/৯
ভারত: ২০৮/১০

IND vs SL 2024 2nd ODI Match Report: বয়স ৩৪ বছর। ২০১৫ সালের অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মাত্র ২২টি। কখনও লাসিথ মালিঙ্গা, কখনও আবার রঙ্গনা হেরাথ চোট পেলে জাতীয় দলের স্কোয়াডের অংশ হয়েছেন। রবিবারের ম্যাচে তো খেলার কথাই ছিল না। হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ে চোট না পেলে ডাগ আউটে বসে কাটাতে হত।

Advertisment

এমন অনামি জেফ্রি ভ্যান্ডারসের স্পিনেই চলকে গেল টিম ইন্ডিয়া। রবিবার ভারত ২৪১ রানের টার্গেট চেজ করতে নেমে ধসে গেল ৩২ রান দূরে। অলআউট মাত্র ২০৮ রানে। আর জেফ্রি ভ্যান্ডারসে একাই ভারতের গোটা ব্যাটিং লাইনআপ কার্যত গিলে খেলেন। ১০ ওভারে ৩৩ রানের বিনিময়ে তিনি একাই তুলে নিলেন হাফডজন উইকেট। ভারতীয় ব্যাটিং অর্ডারের প্ৰথম ছয়জন-ই ভ্যান্ডারসের শিকার।

একসময় মনে হচ্ছিল ইতিহাস গড়ে তিনি না ওয়ানডের এক ইনিংসে ১০ উইকেট শিকারের বিরল কীর্তি গড়েন।।তা হয়নি। তবে তাতে ভারতের লজ্জা এড়ানো সম্ভব হয়নি।

Advertisment

গম্ভীর কোচ হিসেবে অভিষেকের শুরুতেই পেয়েছিলেন দুর্বল শ্রীলঙ্কাকে। জোড়া সিরিজ জিতে কোচ হিসেবে অভিষেক সফর স্বপ্নের করে রাখতে চেয়েছিলেন তিনি। তবে গম্ভীরের লঙ্কার মাটি থেকে জোড়া সিরিজ জয়ের স্বপ্ন আপাতত এখনই পূরণ হচ্ছে না। টি২০ সিরিজ হোয়াইটওয়াশ করার পর ওয়ানডের প্ৰথম ম্যাচেই জেতা ম্যাচ ড্র করে বসেছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের থেকে অনেক ভালো পারফরম্যান্স উপহার দিয়েই জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে ভারত জিতলে সর্বোচ্চ সিরিজ অমীমাংসিত থাকতে পারে। তবে কোনওভাবেই সিরিজ জিতছে না ভারত। বরং মঙ্গলবার ভারতকে হারালেই সিরিজ জয়ের ঐতিহাসিক সুযোগ এসে হাজির শ্রীলঙ্কা ক্যাম্পে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ভারতের বিপর্যয়, ত্রাতা হতে পারেন জয় শাহদের বাতিল করা তারকাই, শীঘ্রই নীল জার্সিতে

প্ৰথম ওয়ানডের কপি-পেস্ট-ই বলা যেতে পারে রবিবারের টিম ইন্ডিয়া পারফরম্যান্স। ওপেনার অবিষ্কা ফার্নান্দো (৪০), কুশল মেন্ডিস (৩০), ওয়ালেলেগে (৩৯), আশালঙ্কা (২৫) সম্মিলিত প্রচেষ্টায় কোনওরকমে স্কোরবোর্ডে ২৪০ তুলেছিল শ্রীলঙ্কা। লঙ্কানরা কোনওরকমে মাঝারি মানের স্কোর খাড়া করার পর ব্যাট হাতে নেমে রোহিত শর্মার তান্ডব। এবং যতক্ষণ হিটম্যানের বল্লা চলল ততক্ষণই আলোচনা চলল কত তাড়াতাড়ি ম্যাচ ফিনিশ করবে ভারত।

এবং রোহিত শর্মার হাফসেঞ্চুরির পর প্রস্থান হতেই টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপে আচমকা কালো মেঘ। একসময় বিনা উইকেটে ৯৭ তুলে ফেলেছিল ভারত। তবে জেফ্রি ভ্যান্ডারসে আক্রমণ-এ আসার পর থেকেই খেলা ঘুরে যায়।

রোহিত ফেরার পরেই আচমকা ধস নামে ব্যাটিং লাইনআপে। ১৪তম ওভারে রোহিত ফেরার পর ভারত স্কোরবোর্ডে মাত্র ৫০ রান যোগ করার ফাঁকে হারায় আরও পাঁচ উইকেট। ১৪৭/৫ হয়ে যাওয়ার পর ভারতকে শেষ অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে অক্ষর ৩৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে বৈতরণী পার করার স্বপ্ন দেখিয়েছিলেন।

তবে ভারতের টপ অর্ডার জেফ্রি ভ্যান্ডারসে গুঁড়িয়ে দেওয়ার পর লোয়ার অর্ডার দুমড়ে মুচড়ে দেন ক্যাপ্টেন আশলঙ্কা। তিনিই ফেরান ক্রিজে জমে গিয়ে ফিফটির সামনে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেলকে। এর পর লঙ্কান ক্যাপ্টেন ওয়াশিংটন সুন্দর এবং মহম্মদ সিরাজকেও ফেরান।

অনামি নবাগতদের পাল্লায় ভারতের ব্যাটিং বিপর্যয় ঐতিহাসিকভাবেই সত্য। অজন্তা মেন্ডিস, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, ওয়ালেলেগেদের বন্ধনীতে রবিবার যোগ হল আরও একটা নাম- জেফ্রি ভ্যান্ডারসে। ভারতের বিরুদ্ধে ওয়ানডের ইতিহাসে ডান হাতি লেগ স্পিনারদের মধ্যে সবথেকে সফলতম বোলিং ফিগার আপাতত যাঁর দখলে।

Team India Indian Team Sri Lanka Sri Lanka Cricket Team Indian Cricket Team