শ্রীলঙ্কা: ১৬১/৯
ভারত: ৮১/৩ (৬.৩ ওভার, ডিএলএস নিয়মে জয়ী ভারত)
IND vs SL 2024 2nd T20I Match Report: শ্রীলঙ্কাকে কোনও সুযোগই দিল না টিম ইন্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি২০-তে ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে সিরিজের দখল নিল ভারত। মঙ্গলবারের তৃতীয় টি২০ ম্যাচ হয়ে দাঁড়াল নিয়ম রক্ষার।
স্কোরবোর্ডে শ্রীলঙ্কা কোনওরকমে ১৬১/৯ তুলেছিল। বিলো পার স্কোর হঠাৎ করেই নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছিল ভারতীয় ইনিংসের শুরুতেই বৃষ্টি থাবা বসানোয়। এক ঘন্টার বেশি সময় খেলা বন্ধ থাকার পর পাল্লাকেলেতে ওভার কমে যায়। ২০ ওভারের ইনিংস কমে দাঁড়ায় ৮ ওভারে। ভারতের সামনে পরিমার্জিত টার্গেট দাঁড়ায় ৭৮-এর।
ওভার পিছু প্রায় ১০-এর কাছাকাছি টার্গেট নতুন করে উত্তেজনার সঞ্চার করেছিল। দ্বিতীয় ওভারে মহেশ থিকসানা মাত্র ২ রান খরচ করে সঞ্জু স্যামসনকে বোল্ড করে দেওয়ার পর অঘটনের গন্ধও ছড়িয়ে পড়েছিল আচমকা।
আরও পড়ুন: ভাইস ক্যাপ্টেন হয়েও দ্বিতীয় টি২০-তে কেন বাদ শুভমান! আসল রহস্য ফাঁস ম্যাচ শুরু হতেই
তবে তা হয়নি। যশস্বী জসওয়াল এবং সূর্যকুমার যাদবের নির্দয় ব্যাটিং শ্রীলঙ্কার জন্য নূন্যতম আশা-ও উড়িয়ে দেয়।
যশস্বী-সূর্যকুমার দ্বিতীয় উইকেটে ১৯ বলে ৩৯ রানের পার্টনারশিপ ম্যাচ একপেশে করে দেয়। যশস্বী (১৫ বলে ৩০) এবং সূর্যকুমার (১২ বলে ২৬) ছক্কা হাঁকাতে গিয়ে পরপর দু-ওভারে ফিরে গেলেও হার্দিক পান্ডিয়ার (৯ বলে ২২) পাওয়ার হিটিং ভারতকে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেয়।
তার আগে ভারতের বোলিংয়ের শুরুটা মোটেও মনের মত হয়নি এদিন-ও। অর্শদীপ-সিরাজরা রবিবারেও পাল্লাকেলেতে দাগ কাটতে পারেননি পাওয়ার প্লেতে। প্ৰথম ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণকে কাঁপুনি ধরিয়ে দেওয়া পাথুম নিশঙ্কা রবিবারও সংহার মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। কুশল মেন্ডিস চতুর্থ ওভারে আউট হয়ে গেলেও লঙ্কানদের হয়ে লঙ্কাকান্ড চালু করেছিলেন নিশঙ্কা এবং কুশল পেরেরা। দুজনে ৫৪ রান যোগ করে দেন দ্বিতীয় উইকেটে। তৃতীয় উইকেটে কুশল পেরেরা এবং কামিন্দু মেন্ডিস আরও ৫০ রান যোগ করে লঙ্কানদের চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন।
১৫ ওভারে শ্রীলঙ্কা ১৩০ তুলে ফেলেছিল। মাত্র ২ উইকেট হারিয়ে। ভাবা হয়েছিল শ্রীলঙ্কা দুশোর আশেপাশে স্কোর করে দেবে। তবে ১৬তম ওভার থেকেই বিপর্যয় শুরু। শেষ ৩০ বলে শ্রীলঙ্কা যোগ করে মাত্র ৩১ রান। ৭ উইকেট হারিয়ে। ঠিক যেভাবে প্ৰথম ম্যাচে ভারতের বোলিংয়ের সামনে ডেথ ওভারের শুরুতে ধসে গিয়েছিল শ্রীলঙ্কা, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ২৪ ঘন্টা পরেই।
হার্দিক পান্ডিয়া ১৬ তম ওভারে ফেরান কামিন্দু মেন্ডিস এবং কুশল পেরেরাকে। ঠিক তার পরের ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে রবি বিশ্নোই পরপর ফিরিয়ে দেন দাশুন শানাকা এবং হাসারাঙ্গাকে। এরপরে আর ফিরে তাকাতে হয়নি ভারতকে। অক্ষর-অর্শদীপ ডেথ ওভারে টুঁটি চিপে ধরে লঙ্কান লোয়ার অর্ডারকে। কোনওরকমে ১৬১ রান তোলে শ্রীলঙ্কা। রবি বিশ্নোই নেন ৩ উইকেট। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং ২টি করে উইকেট শিকার করেন।
মাত্র কয়েক ঘন্টা আগেই ডাম্বুলায় ভারতীয় মহিলা দলকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানদের প্রমীলা বাহিনী। কয়েক ঘন্টার মধ্যেই মহিলাদের প্রতিশোধ নিল সূর্যকুমার ব্রিগেড। ডাম্বুলার বদলা এল পাল্লাকেলেতে। সেই শ্রীলঙ্কাকে চূর্ণ করেই।