Advertisment

IND vs SL 2nd ODI Playing 11: ব্যাটে-বলে ভারতকে ডুবিয়ে দিয়েছেন এই তারকা! দ্বিতীয় ODI-তেই বড় বদলের পথে টিম ইন্ডিয়া

India vs Sri Lanka Playing 11 Prediction: গত ওয়ানডে বিশ্বকাপের দল থেকে একাধিক বদল হয়েছে টিম ইন্ডিয়ায়। শামি চোটের কবলে পড়ার পর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেননি। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব দুজনকেই ওয়ানডে সেট আপ থেকে বাতিল করা হয়েছে। ঋষভ পন্থের প্রত্যাবর্তন ঘটেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Sri Lanka Playing 11 Prediction:

IND vs SL 2nd ODI Playing 11: প্রথম ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে ভারতের (টুইটার)

IND vs SL 2nd ODI, India vs Sri Lanka Playing XI: ওয়ানডে সিরিজের সূচনা একদমই মনের মত হয়নি ভারতের। টি২০ সিরিজ হোয়াইটওয়াশ করে গম্ভীর জমানার সূচনা হয়েছিল। ভাবা হয়েছিল চার পেসারকে হারিয়ে ন্যুব্জ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে জয় পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। তবে ভারতকে কার্যত বোকা বানিয়ে দিয়েছে। জয়ের মুখে দাঁড়িয়ে থাকা ভারতকে শেষ লগ্নে থামিয়ে দিয়েছেন লঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা।

Advertisment

এমনিতে গত ওয়ানডে বিশ্বকাপের দল থেকে একাধিক বদল হয়েছে টিম ইন্ডিয়ায়। শামি চোটের কবলে পড়ার পর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেননি। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব দুজনকেই ওয়ানডে সেট আপ থেকে বাতিল করা হয়েছে। ঋষভ পন্থের প্রত্যাবর্তন ঘটেছে।

শিভম দুবেকে ফিরিয়ে আনা হয়েছে। অর্শদীপ সিংকে ওয়ানডেতে সুযোগ দেওয়ার পথে হাঁটছে টিম ইন্ডিয়া।

এমন পালা বদলের লগ্নে প্ৰথম ওয়ানডেতে বেশ কয়েকজন তারকা হতাশ করেছেন। হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব গ্রুপ থেকে ছেঁটে ফেলার পর শুভমান গিলকে পরবর্তী ক্যাপ্টেন হিসাবে ভাবা হচ্ছে। দুই ফরম্যাটেই গিলকে সহ অধিনায়ক করা থেকেই টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট।

আরও পড়ুন: আম্পায়ারের চরম ভুল! ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পেল না যোগ্য বিজয়ী দল, সামনে এল নয়া মোচড়

তবে ভাইস ক্যাপ্টেন হয়েও শুভমান গিল ধারাবাহিকতা দেখাতে পারছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্ৰথম ম্যাচে ব্যাটে তো বটেই বলেও ডুবিয়ে দিয়েছেন দলকে। তাঁর হাতে বল তুলে দিয়ে জুয়া খেলেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে স্লো টার্নিং ট্র্যাকে ১৪ রান বিলিয়ে দিয়েছেন একমাত্র ওভারে। ব্যাট করতে নেমে ৩৮ বলে অবদান মাত্র ১৬। মন্থরতম ইনিংসে সুবিধা করতে পারেননি তিনি। অন্যপ্রান্তে যখন রোহিত শর্মা ঝড় তুলেছেন, সেই সময়েই টাইমিং করতে নাভিশ্বাস উঠে যাচ্ছিল গিলের।

শুভমান গিলকে বসিয়ে এখনই ঋষভ পন্থকে খেলানোর দাবি উঠে গিয়েছে। উইকেটকিপার ব্যাটার হিসাবে প্ৰথম ওয়ানডেতে কেএল রাহুলের ওপরেই আস্থা দেখিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে দ্বিতীয় ওয়ানডেতে গিলকে বসিয়ে পন্থকে স্রেফ ব্যাটার হিসাবে খেলানোর দাবি উঠে গিয়েছে।

তবে ঘটনা হল, দলের ভাইস ক্যাপ্টেন হওয়ায় গিলকে এখনই বাইরে বসানোর পথে হাঁটবে না টিম ইন্ডিয়া। বরং তরুণ তারকাকে আরও সুযোগ দেওয়ার পক্ষপাতী ম্যানেজমেন্ট।

গিল না বসলেও পন্থের দ্বিতীয় ওয়ানডেতে খেলার সম্ভবনা জোরদার। পন্থ খেললে বাইরে বসানো হবে শিভম দুবেকে। শিভম দুবে যে খারাপ খেলেছেন, এমন নয়। বলে হাতে আঁটোসাঁটো বোলিং করেছেন। এক উইকেট দখল করেছেন। শেষদিকে তিনিই দলকে জয়ের প্রান্তে টেনে নিয়ে গিয়েছিলেন।

যদিও ফিনিশিং টাচ দিতে পারেননি। ৪৮ তম ওভারে তিনি আউট হতেই অর্শদীপ-সিরাজ মিলে বাকি এক রান তুলতে পারেননি। অর্থাৎ লোয়ার অর্ডারে শিভম দুবে ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। দুবে খারাপ না খেললেও পন্থকে সম্ভবত খেলানোর পথে হাঁটবে টিম ম্যানেজমেন্ট।

এই এক বদল বাদে, বাকি একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রবল।

যেভাবে দ্বিতীয় ওয়ানডেতে দল সাজাবে ভারত:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, শিভম দুবে/ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ

Sri Lanka Indian Cricket Team Indian Team Sri Lanka Cricket Team Team India
Advertisment