Advertisment

IND vs SL 3rd ODI Playing 11: মুখ পুড়েছে হারে! শেষ ম্যাচে একের পর তারকা হয়ত বাদ ভারতের ১১-য়, ব্যাপক চমক

India vs Sri Lanka Playing 11 Prediction: দ্বিতীয় ম্যাচে অক্ষর প্যাটেলকে পাঁচে নামানো হয়েছিল। ছয়ে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। সাতে কেএল রাহুল। পন্থ দলে থাকলে তিনিই উইকেটের পিছনে থাকবেন। সেক্ষেত্রে প্রথম একাদশ থেকে শ্রেয়স আইয়ার বা কেএল রাহুলের মধ্যে একজনের বাদ যাওয়ার সম্ভাবনা।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Sri Lanka Playing 11 Prediction

IND vs SL 3rd ODI Playing 11: দ্বিতীয় ওয়ানডেতে ধসে গিয়েছে টিম ইন্ডিয়া (টুইটার)

IND vs SL 3rd ODI, India vs Sri Lanka Playing XI: তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩২ রানে হারার পরই টিম ইন্ডিয়া তৃতীয় ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচ ড্র হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সিরিজ হারতে চায় না। তৃতীয় ম্যাচে রোহিতবাহিনী জিতলে সিরিজ ড্র হবে। সেই জয় নিশ্চিত করতে দল সাজানো শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়তে চলেছেন উইকেটকিপার ব্যাটার কেএল রাহুল। তাঁর জায়গায় দলে ঢুকছেন ঋষভ পন্থ। দলে ঢুকতে চলেছেন রিয়ান পরাগও। সেই হিসেবে এটাই পরাগের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে।

Advertisment

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দলে কমপক্ষে দুটো পরিবর্তন করা হবেই। বুধবার, ৭ অগাস্ট তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচেই সিরিজের ফয়সালা হয়ে যাবে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতেছে ভারত। তিন ম্যাচের প্রতিটিতে দুর্দান্ত খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের দল। তিনটি ম্যাচের প্রতিটিই হয়েছিল পাল্লেকেলেতে। কিন্তু, একদিনের ম্যাচগুলো হচ্ছে কলম্বোয়। সেই পিচে শ্রীলঙ্কার স্পিনের জাদুতে রীতিমতো গোহারান হারতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া। একদিনের ম্যাচে অবশ্য সূর্যকুমার যাদব নন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যাদবের বাহিনীর চেয়ে অভিজ্ঞতায় রোহিতের দল অনেক সমৃদ্ধ। তারপরও হার আটকানো যায়নি। আর, সেই কারণেই দলে সামান্য রদবদল করে মরণ-বাঁচনের তৃতীয় ম্যাচে জিততে মরিয়া টিম ইন্ডিয়া।

রবিবার (৪ অগাস্ট)-এর ম্যাচে ৩২ হারের জেরে ইতিহাস গড়েছে 'মেন-ইন-ব্লু'। তবে, সেটা ব্যর্থতার দিক দিয়ে। কারণ, গত ২৭ বছরের ইতিহাসে এই প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে একদিনের ম্যাচ জিততে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। এর আগে দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কা শেষবার ভারতকে হারিয়েছিল ১৯৯৭ সালের অগাস্টে। এবারের সিরিজ ভারত জিততে পারবে না। তবে, এখনও ড্র করা সম্ভব। আর, সেই জন্য ব্যাটিংয়ে রদবদলে জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কারণ, সিরিজের গত দুটো ম্যাচে ব্যাটিংয়ের কারণেই পিছিয়ে পড়েছে রোহিতের বাহিনী।

ব্যাটিং অর্ডারে চারে কে নামবেন, এটা ভেবেই বামহাতি ঋষভ পন্থকে দলে ফেরানোর কথা ভাবা হয়েছে। কারণ, ওয়াশিংটন সুন্দর আর শিবম দুবে চার নম্বরে প্রথম দুটো ম্যাচে তেমন সাফল্য পাননি। দ্বিতীয় ম্যাচে অক্ষর প্যাটেলকে পাঁচে নামানো হয়েছিল। ছয়ে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। সাতে কেএল রাহুল। পন্থ দলে থাকলে তিনিই উইকেটের পিছনে থাকবেন। সেক্ষেত্রে প্রথম একাদশ থেকে শ্রেয়স আইয়ার বা কেএল রাহুলের মধ্যে একজনের বাদ যাওয়ার সম্ভাবনা। পন্থ শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে। বুধবার প্রথম একাদশের ম্যাচ সেই হিসেবে একদিনের ফরম্যাটে পন্থের প্রত্যাবর্তনের ম্যাচ হতে পারে।

এর পাশাপাশি, শিবম দুবের ব্যাটিং অর্ডার নিয়েও চিন্তায় আছেন গম্ভীর, রোহিত। প্রথম ম্যাচে তাঁকে আট নম্বরে নামানো হয়েছিল। দ্বিতীয় ম্যাচে নামানো হয়েছিল চার নম্বরে। রিয়ান পরাগ দলে ঢুকলে তিনি ছয় নম্বরে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাতে পারেন। পাশাপাশি, স্পিনারের দায়িত্ব পালন করবেন। কলম্বোর স্পিন সহায়ক পিচে যা ভারতীয় বোলিংয়ের শক্তি বাড়াবে। এর সঙ্গে, হর্ষিত রানা এবং খলিল আহমেদকেও ভাবনায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোনও বোলারকে বসতে হতে পারে।

তৃতীয় একদিনের ম্যাচে সম্ভাব্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ।

Team India Indian Team Sri Lanka Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment