/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Rohit-Sharma-Risabh-Pant.jpg)
Rohit Sharma-Risabh Pant: তৃতীয় আম্পায়ার ভুল বোতাম টিপেছেন। (ছবি- স্ক্রিনগ্যাব)
Rishabh Pant stumping error: স্ট্যাম্পিং করতে গিয়ে বিরাট ভুল করায় ঋষভ পন্থের ওপর চোটপাট করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার, ভারত-শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচে ঘটনাটি ঘটেছে। কলম্বোর রণসিংহে প্রেমদাসা স্টেডিয়ামে বুধবারের ম্যাচে বিভ্রান্তি আরও বাড়ে তৃতীয় আম্পায়ারের সৌজন্য। তিনি ভুল বোতাম টেপায় হতভম্ব হয়ে যান খেলোয়াড়রা। যার জেরে ২৭ বছর পরে শ্রীলঙ্কার কাছে ভারতের একদিনের সিরিজ হারার সম্ভাবনা বেড়ে যায়।
বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ ধারাবাহিক ভ্রান্তির সাক্ষী হল। আর, সেই সব ভ্রান্তিগুলোও ঘটল পরপর। তার মধ্যে যেমন ছিল ঋষভ পন্থের ভুল। তেমনই ছিল তৃতীয় আম্পায়ারের ভুলও। আর, এই সব ভুল কখনও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কখনও বা শ্রীলঙ্কার কোচিং স্টাফেদের চটিয়ে দিল। তার মধ্যে একটি ভ্রান্তি ঘটল শ্রীলঙ্কার ইনিংসের ৪৯তম ওভারের মাথায়। সেই সময় ভারতীয় স্পিনার কুলদীপ যাদব বল করছিলেন।
— Kirkit Expert (@expert42983) August 7, 2024
বামহাতি বোলার কুলদীপের বলে শ্রীলঙ্কান ব্যাটার মহেশ থিকসানা লাফিয়ে উঠেছিলেন। বলটা কুলদীপের ব্যাটে ঠেকেনি। উইকেটরক্ষক ঋষভ পন্থ বলটা ধরে উইকেটে ছোঁয়ান। যা দেখে কুলদীপ ভেবেছিলেন যে থিকসানা আউট। কিন্তু, রিপ্লেতে দেখা যায়, পন্থের জন্য ভারত উইকেটটা পায়নি। সেই ভ্রান্তিটা হল ভারতের তারকা উইকেটকিপার কয়েক মিনিট বাদে বল স্ট্যাম্পে ঠেকিয়েছিলেন। যার ফলে, থিকসানা বেঁচে যান। এভাবে আউট করাটা মিস করায় পন্থের ওপর খেপে যান রোহিত। ক্যামেরায় তা ধরা পড়ে। পন্থের অবশ্য বিশেষ দোষ নেই। কারণ, ২০২২ সালের নভেম্বরের পর তিনি এই প্রথম একদিনের ম্যাচ খেলছেন।
— Kirkit Expert (@expert42983) August 7, 2024
তবে, এতেও চিৎকার চেঁচামেচির শেষ হয়নি। আর, সেটা বাড়িয়ে দেন তৃতীয় আম্পায়ার। তিনি দেখাতে গিয়েছিলেন 'নট আউট'। কিন্তু স্ক্রিনে দেখা যায় 'আউট' লেখা আছে। তবে, ভুলটা শীঘ্রই ধরা পড়ে। আর, এরপরই তা দ্রুত সংশোধন করে নেওয়া হয়। এই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৪৮ রান করে। তার মধ্যে ১০২ বলে অভিষ্কা ফার্নান্দো করেন ৯৬ রান। কুশল মেন্ডিস হাফ সেঞ্চুরি করেন। পাথুম নিশাঙ্কা করেন ৪৫ রান। এই ম্যাচেই একদিনের সিরিজে অভিষেক হল রিয়ান পরাগের। তিনি ভারতের হয়ে তিন উইকেট নেন।
আরও পড়ুন- চুল কেটে, জামা ছোট করেও ১০০ গ্রাম কমানো গেল না! অলিম্পিকে সোনা হারিয়ে ভেঙে পড়লেন ভিনেশ
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা কার্যত শ্রীলঙ্কার স্পিনারদের কাছে আত্মসমর্পণ করেন। যার জেরে সিরিজ ২-০ তে জিতল শ্রীলঙ্কা। এর আগে ১৯৯৭ সালে শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারিয়েছিল।