Advertisment

IND vs SL 3rd T20 Playing 11: ৩য় ম্যাচেই একসঙ্গে ৪ বদলের পথে টিম ইন্ডিয়া! শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে বড় স্ট্র্যাটেজি গম্ভীর-সূর্যকুমারদের

India vs Sri Lanka Playing 11 Predictions: দ্বিতীয় টি২০-তে ভারত একটি বদল করতে বাধ্য হয়েছিল। হঠাৎ করেই গলায় চোটের কারণে বসতে হয়েছিল শুভমান গিলকে। গিলের জায়গাই প্ৰথম একাদশে খেলার সুযোগ জুটেছিল সঞ্জু স্যামসনের।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Sri Lanka Playing 11 Predictions

IND vs SL 3rd T20 Playing 11: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় আগেই সম্পন্ন করে ফেলেছে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

IND vs SL 3rd T20, India vs Sri Lanka Playing XI: প্রথম দুই ম্যাচে টানা জিতে টি২০ সিরিজ আগেই ফয়সালা করে দিয়েছেন সূর্যকুমার যাদবরা। তৃতীয় টি২০-তে নিয়মরক্ষার ম্যাচে নামছে দুই দল। কোচ হিসেবে গম্ভীরের এবং পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে এটাই প্ৰথম পরীক্ষা ছিল সূর্যকুমার যাদবের। গম্ভীর-সূর্যকুমার জুটি সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ। ব্যাটে-বলে প্ৰথম দুই ম্যাচেই অনবদ্য পারফরম্যান্স মেলে ধরেছেন ভারতীয় দলের তারকারা। তৃতীয় ম্যাচেও সেই মোমেন্টাম ধরে রাখতে বদ্ধপরিকর।

Advertisment

দ্বিতীয় টি২০-তে ভারত একটি বদল করতে বাধ্য হয়েছিল। হঠাৎ করেই গলায় চোটের কারণে বসতে হয়েছিল শুভমান গিলকে। গিলের জায়গাই প্ৰথম একাদশে খেলার সুযোগ জুটেছিল সঞ্জু স্যামসনের। তবে থিকসানার ওভারে প্ৰথম বলেই আউট হয়ে যান গোল্ডেন ডাক করে। তৃতীয় ম্যাচেও সঞ্জুকে সুযোগ দেওয়ার পথে গম্ভীররা হাঁটেন কিনা, সেটা দেখার।

এমনিতে সিরিজ দখল করে ফেলায় ভারত শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চের একাধিক তারকাকে পরখ করে নিতে পারে। খলিল আহমেদ, মুকেশ কুমার, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দররা চলতি সিরিজে এখনও সুযোগ পাননি।

শিভম দুবে যেমন পেসার অলরাউন্ডার হিসাবে হার্দিকের জায়গায় খেলতে পারেন তেমন ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেলের জায়গায় স্পিনার-অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন। খলিল আহমেদ আবার অর্শদীপ সিংয়ের জায়গায় সুযোগ পেতে পারেন মঙ্গলবারের প্ৰথম একাদশে।

ঋষভ পন্থ প্ৰথম দুই ম্যাচেই কিপার-ব্যাটার হিসাবে খেলার সুযোগ পেয়েছেন। ওয়ানডে সিরিজেও তিনি রয়েছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে পন্থকে বিশ্রাম দিয়ে সঞ্জুকে কিপার-ব্যাটারের ভূমিকায় দেখা যেতে পারে। শুভমান গিল সম্ভবত তৃতীয় ম্যাচেই ফিরছেন। যশস্বীর সঙ্গে ওপেন করতে দেখা যাবে তাঁকেই।

সঞ্জুকে সেক্ষেত্রে মিডল অর্ডারে খেলতে হবে। এমনিতে টি২০ সিরিজে আবার-ও নিজের জাত চিনিয়েছেন যশস্বী জয়সওয়াল। চলতি বছরে আন্তর্জাতিক টি২০-তে ১০০০ রান পূর্ণ করে ফেলা যশস্বী প্ৰথম দুই ম্যাচেই জ্বলে উঠেছেন। দুর্ধর্ষ সূচনা এনে দিয়েছেন টিম ইন্ডিয়াকে।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিভম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ

Sri Lanka Cricket Team Indian Cricket Team Indian Team Team India
Advertisment