/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Team-India-Gautam-Gambhir.jpg)
Team India-Gautam Gambhir: শ্রীলঙ্কা সফর থেকেই শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের গম্ভীর যুগ। (ছবি- টুইটার)
Gautam Gambhir fitness comment: শ্রীলঙ্কায় ভারতীয় দলের একদিনের সিরিজ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের কড়া বার্তা দিলেন ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর। তিনি খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'দক্ষতা এবং ফিটনেসের মাত্রা তুঙ্গে রাখতে হবে।' না-হলে খেলোয়াড়রা স্কোয়াডে সুযোগ পাবেন না। বক্তব্যে সূর্যকুমার যাদবের অধিনায়কত্বের এবং ব্যাটিংয়ের প্রশংসা করেন গম্ভীর। সূর্যকুমার যাদবের নেতৃ়ত্বে ইতিমধ্যে ভারতীয় দল টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছে। শ্রীলঙ্কা সফরই ৪২ বছর বয়সি গৌতম গম্ভীরের হেড কোচের যুগের সূচনা করেছে। তাঁর কোচিংয়ে থাকা ভারতীয় দল শুক্রবার থেকে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে ভারতের জয়ে গম্ভীর সন্তুষ্ট হলেও খেলার পরে ড্রেসিংরুমের বক্তৃতায় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেন। শেষ ম্যাচে, নয় উইকেটে ১৩৭ রান করার পর আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাট করে, শুভমান গিল ও রিয়ান পরাগ দলকে একটি লড়াইয়ের মত জায়গায় পৌঁছে দেন। শ্রীলঙ্কা ব্যাট হাতে প্রথমদিকে সাফল্য পেলেও শেষের দিকে ভেঙে পড়ে। বোলার হিসেবে রিংকু সিং ও স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার পতন ডেকে আনেন। তাঁদের শেষের দুই ওভারে শ্রীলঙ্কার ব্যাটাররা জেতার জন্য প্রয়োজনীয় নয় রান তুলতে ব্যর্থ হন। ভারত সুপার ওভারে আধিপত্য রেখে শ্রীলঙ্কাকে হারায়। জয়সূচক রানটি করেন অধিনায়ক সূর্যকুমার যাদবই।
আরও পড়ুন- সকলের সামনেই প্রকাশ্যে ‘হেনস্থা’, শ্রীলঙ্কায় গিয়েই ‘লঙ্কাকান্ড’ কোহলির, দেখুন ভিডিও
তবে, টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, রিংকু সিং, যশস্বী জয়সওয়াল ও রবি বিষ্ণোই ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন না। ভারতের পরবর্তী টি২০ অ্যাসাইনমেন্ট বলতে, অক্টোবরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। সেই প্রসঙ্গে ড্রেসিংরুমের মিটিংয়ে গম্ভীর বলেন, 'কিছু ছেলে, যাঁরা ৫০ ওভারের ফরম্যাটের অংশ হবে না, তাঁরা বেশ কিছুদিন ছুটিতে থাকবে। তাঁদের নিশ্চিত করতে হবে যে, বাংলাদেশ সিরিজে ফিরে আসবে। নিজেদের দক্ষতা এবং ফিটনেসের স্তরকে উচ্চমাত্রায় রাখবে।'
𝗧𝗵𝗶𝘀 𝗧𝗲𝗮𝗺 💙
Head Coach Gautam Gambhir 🤝 Hardik Pandya address the dressing room as the action now shifts to the ODIs in Colombo #TeamIndia | #SLvIND | @GautamGambhir | @hardikpandya7pic.twitter.com/PFrTEVzdvd— BCCI (@BCCI) July 31, 2024
টি২০ এবং একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য গম্ভীর বলেন, 'দলে ডাক পাব আর সিরিজ খেলে দেব। এটা ভাবলে চলবে না। নিশ্চিত করতে হবে যে ফিটনেস ঠিকঠাক আছে।' এর পাশাপাশি, গম্ভীর আসন্ন একদিনের সিরিজ নিয়ে নিজের বক্তব্য ড্রেসিংরুমে রেখেছেন। ৫০ ওভারের ফরম্যাটে ভারতীয় দলের প্রবীণ খেলোয়াড় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিও খেলবেন। গত নভেম্বরে ২০২৩ একদিনের বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো তাঁরা একদিনের ম্যাচে খেলবেন এই শ্রীলঙ্কা সফরেই।