India vs Sri Lanka: শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের গম্ভীর অধ্যায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২৭ জুলাই। তিনটি ম্যাচই পাল্লেকেলেতে হবে। তার মধ্যে প্রথম দুটি ম্যাচ হবে পরপর দু'দিন। তৃতীয়টি হবে মঙ্গলবার, ৩০ জুলাই।
রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতীয় সিনিয়র পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া গৌতম গম্ভীরের কোচ হিসেবে এটাই প্রথম সফর। আর, কোচ হিসেবে এটাই প্রথম দ্বীপরাষ্ট্র সফরও। রোহিত শর্মা, বিরাট কোহলি টি২০ বিশ্বকাপ জেতার পরই টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তবে, রোহিত-কোহলি ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় এসেছেন। কারণ, তাঁরা একদিনের সিরিজে যথারীতি খেলবেন। আর, একদিনের ভারতীয় দলে আগের মত রোহিতই ক্যাপ্টেন থাকছেন। টি২০-র মত ওয়ানডে সিরিজও হবে তিন ম্যাচের। গত বছর আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারের পর রোহিত এবং বিরাট কোহলি দু'জনেই শ্রীলঙ্কাতেই তাঁদের প্রথম ওয়ানডে খেলবেন।
শ্রীলঙ্কাও টি২০ ফরম্যাটে তাদের স্কোয়াডে বদল এনেছে। ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলে শ্রীলঙ্কা টি২০ দলের অধিনায়ক করা হয়েছে চারিথ আসালাঙ্কাকে। পাশাপাশি, ক্রিস সিলভারউডের পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সনৎ জয়সুরিয়া। ওয়ানডে সিরিজ শুরু হবে ২ আগস্ট কলম্বোয়। তিন ম্যাচের সিরিজের তিনটি ম্যাচই হবে কলম্বোয়।
ভারত বনাম শ্রীলঙ্কা টি২০-এর সময়সূচি:-
১) ২৭ জুলাই: পাল্লেকেলেতে প্রথম টি২০
২) ২৮ জুলাই: পাল্লেকেলেতে দ্বিতীয় টি২০
৩) ৩০ জুলাই: পাল্লেকেলেতে তৃতীয় টি২০
ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই সূচি:-
১) ২ আগস্ট: কলম্বোতে ১ম ওয়ানডে
২) ৪ আগস্ট: কলম্বোতে ২য় ওয়ানডে
৩) ৭ আগস্ট: কলম্বোতে ৩য় ওডিআই
ভারত বনাম শ্রীলঙ্কা, টি২০ সিরিজের স্কোয়াড
ভারতের টি২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিংকু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, কুসল জেনেথ পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, চামিন্ডু বিক্রমসিংহে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, অসিথা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো।
ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম শ্রীলঙ্কা টি২০ সিরিজের সমস্ত ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। একদিনের ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে।
ভারতে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের লাইভ টেলিকাস্ট কোথায় দেখবেন?
সনি স্পোর্টস নেটওয়ার্ক টিভিতে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ সম্প্রচার করবে।
আরও পড়ুন- টোকিওর পুনরাবৃত্তি প্যারিসেও? নীরজকে ঘিরে আশায় বুক বাঁধছে ১৪০ কোটির দেশ
ভারতে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের লাইভ স্ট্রিমিং কোথায় দেখানো হবে?
ভারতে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের লাইভ স্ট্রিমিং, সোনি লাইভ (SonyLiv) অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে।