Advertisment

IND lost ODI series against SL: ছোট মাঠে পাটা পিচে খেলে কোহলিদের এই দহরম মহরম! ভারতকে অপমানে ছিন্নবিচ্ছিন্ন করলেন থিকসানা

IND vs SL 3rd ODI: ২৭ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ভারতকে হারিয়েছে শ্রীলঙ্কা। ইতিহাস গড়ে এসেছে লঙ্কানদের জয়

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Sri Lanka Playing 11 Prediction

IND vs SL 3rd ODI Playing 11: দ্বিতীয় ওয়ানডেতে ধসে গিয়েছে টিম ইন্ডিয়া (টুইটার)

Maheesh Theekshana on Indian batters: শ্রীলঙ্কার বিরুদ্ধে শোচনীয়ভাবে সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। মাঝারি মানের টার্গেট চেজ করতে নেমে গোটা সিরিজ জুড়েই স্পিন সহায়ক পিচে ভারতীয় ব্যাটারদের নাভিশ্বাস উঠে গিয়েছে লঙ্কান স্পিনারদের সামনে।

Advertisment

সিরিজ জেতার পর ভারতীয় দলকে খোঁচা দিতে ছাড়েননি লঙ্কান স্পিনার মহেশ থিকসানা। "ওঁরা ভারতে ব্যাটিং উইকেটে ছোট বাউন্ডারির মাঠে খেলে অভ্যস্ত। আমরা জানতাম প্রেমদাসায় অল্পবিস্তর টার্ন পাওয়া গেলেও তার ফায়দা নিতে পারব আমরা। কারণ আমাদের হাতে ভালো স্পিনার রয়েছে।" বলেছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ভারতকে হাফডজন উইকেট নিয়ে ধ্বংস করে দিয়েছিলেন জেফ্রি ভ্যান্ডারসে। তৃতীয় ম্যাচে ভারতের টপ অর্ডার কার্যত গিলে নেন দুনিথ ওয়েলালাগে।

থিকসানা আরও বলেছেন, "রোহিত ব্যাট করতে এসেই আমাকে আক্রমণ শুরু করেছিল। অসিথার শুরুটা ভাল হয়েছিল। এসেই শুভমানকে তুলে নেয়। তারপর ওয়েলালাগে তো দারুণ বোলিং করল। ভ্যান্ডারসেও দুর্ধর্ষ খেলে গেল। হাসারাঙ্গা যেমন প্ৰথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে আকিলা দুই ম্যাচেই কৃপণ বোলিং করেছে। আমি বেশি ডট বল খেলার দিকে ঝুঁকছিলাম। পুরোটাই দলগত সাফল্য। সমস্ত ক্রিকেটাররা অবদান রেখেছে। এই কারণেই আমরা সিরিজ ২-০ ব্যবধানে জিতেছি।"

প্ৰথম ওয়ানডে টাই হয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ভারত ৩৭ রানে পরাজয় বরণ করে। দুই ম্যাচেই বিষাক্ত টার্ন ছিল। সেই তুলনায় তৃতীয় ওয়ানডের পিচ অনেক সহজ ছিল। তবে তাতেও ভারতের ব্যাটিং বিপর্যয় আটকানো যায়নি। ১১০ রানের বিশাল ব্যবধানে হার হজম করেছে টিম ইন্ডিয়া। ধারে ভারে শ্রীলঙ্কার থেকে বহু এগিয়েও ঐতিহাসিকভাবে ব্যাটিং বিপর্যয় হল ভারতের। একই সপ্তাহে তিন-তিনবার। প্ৰথম দুই ম্যাচে রোহিতের ব্যাটিং পাওয়ার প্লেতে ভারতকে এগিয়ে রেখেছিল। তবে তৃতীয় ওয়ানডেতে সেই লড়াই-ও ছিল অনুপস্থিত।

Team India Indian Team Sri Lanka Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment