Sri Lanka ODI squad after Pathirana Madushanka injury: ২৪ ঘন্টা পরেই ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে নামছে শ্রীলঙ্কা। তার আগেই চরমতম দুঃসংবাদ ধাওয়া করল দ্বীপরাষ্ট্র দলটিকে। চার প্রধান ফাস্ট বোলারকে ছাড়াই ভারতের মোকাবিলা করতে নামতে হবে শ্রীলঙ্কাকে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কাঁধের চোটের জন্য মাথিসা পাথিরানা এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় দিলশান মধুশঙ্কা ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। টি২০ সিরিজেও খেলতে পারেননি দুষ্মন্ত চামিরা এবং নুয়ান থুসারা। চামিরার জাতীয় দলের বাইরে শারীরিক অসুস্থতার জন্য। থুসারার বুড়ো আঙুলে চিড় রয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দ্রা হালানগোদা মিডিয়াকে জানিয়েছেন, এখনও জাতীয় দলে অভিষেক না হওয়া মহম্মদ সিরাজকে ডেকে নেওয়া হচ্ছে। ভারতের বিপক্ষেই অভিষেক ঘটবে মহম্মদ সিরাজের। লঙ্কান টিম ম্যানেজার জানিয়েছেন, "মাথিসার (পাথিরানা) কাঁধে চোট রয়েছে। বিশ্বকাপেও এই সমস্যা ভুগিয়েছিল। ওঁকে নিয়ে আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না।"
এশিয়া কাপের ফাইনাল হোক বা গত ওয়ানডে বিশ্বকাপ- মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ধ্বংস হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সিরাজকে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার নেমেসিস ধরা হয়। সেই সিরাজের পাল্টা যে মহম্মদ সিরাজ-ই তা কে ভাবতে পেরেছিল!
পাল্লাকেলেতে টি২০ সিরিজ চলাকালীন চোটের কবলে পড়েন পাথিরানা। তৃতীয় টি২০ ম্যাচে চোটের কারণে এক ওভার-ও হাত না ঘুরিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। অন্যদিকে মধুশঙ্কা অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোটের কবলে পড়েন।
ওয়ানডে সিরিজে পাথিরানা এবং মধুশঙ্কা দুজনকে পাওয়া যাবে, এমনটা ভেবেই এগোচ্ছিল শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের কাছে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আবার-ও জোড়া ধাক্কার মুখে পড়লেন আশালঙ্কারা।
ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্ৰথমবার টিম ইন্ডিয়ার হয়ে একসঙ্গে খেলতে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনকেই। শুক্রবার (২ অগাস্ট) প্ৰথম ম্যাচ। রবিবার (৪ অগাস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ হবে বুধবার (৭ অগাস্ট)। তিনটে ওয়ানডেই হবে কলম্বোর এম প্রেমদাসা ক্রিকেট স্টেডিয়ামে।