Advertisment

Gautam Gambhir-Team India: গম্ভীরকে এটাই উপহার টিম ইন্ডিয়ার! ভারতের হারে কুৎসিত উল্লাস পাক ক্রিকেটারের, কদর্য মন্তব্য সরাসরি

India vs Sri Lanka ODI series: কোনও রাখঢাক নয়, ভারত হারতেই উল্লাস শুরু পাকিস্তানে

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan, Gambhir, পাকিস্তান, গম্ভীর

Pakistan-Gambhir: গম্ভীর ভারতের কোচ হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। (ছবি- টুইটার)

Rishabh Pant stumping error: শ্রীলঙ্কার কাছে ভারত ২৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে হেরে যাওয়ার পরই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার তনভির আহমেদ। বুধবার, ৭ আগস্ট অধিনায়ক চরিথ আসালাঙ্কার শ্রীলঙ্কার কাছে ১১০ রানে পরাজিত হয়েছে রোহিত শর্মার ভারত। এই ম্যাচ হারের জেরে সিরিজ ২-০ ব্যবধানে জিতে গেল শ্রীলঙ্কা। ৫০ ওভারের ফরম্যাটে ভারত শ্রীলঙ্কার কাছে শেষবার সিরিজ হেরেছিল ২৭ বছর আগে। বুধবার কলম্বোর রণসিংহে প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের এই হারের পরই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়াকে নিয়ে তির্যক মন্তব্য করতে শোনা যায় প্রাক্তন পাক পেসার তনভির আহমেদকে।

Advertisment

সাম্প্রতিক সময় তনভির বারবার হরভজন সিং এবং ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ভারত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে আগ্রহ না দেখানোয় তনভিরের সমালোচনার দাপট আরও বেড়েছে। তাঁর সেই সব সমালোচনা ইতিমধ্যেই পাকিস্তানের বহু নেটিজেনের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই ধারা মেনেই শ্রীলঙ্কা সিরিজ হারের পর এবার তনভির দেখা গেল, ভারত অধিনায়ক রোহিত শর্মাদের বিরুদ্ধে সুর চড়ালেন। সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে পাকিস্তানের প্রাক্তন তারকা লিখেছেন, 'পরেরবার থেকে ভারতীয়দের বোল যেন আরও ভালো টিম আনে।' এই কথা লেখার পাশাপাশি, সেই পোস্টে শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্যর ছবিও দিয়েছেন তনভির।

আরও পড়ুন-  ম্যাচ গড়াপেটায় বিদ্ধ লঙ্কান তারকা! ভারত সিরিজ শেষ হতেই বোমা ফাটাল আইসিসি

এর ঠিক আগেই আরেকটা পোস্টে বছর ৪৫-এর তনভির লিখেছেন, এই সিরিজ হার 'গৌতম গম্ভীরকে ভারতীয় দলের উপহার।' একদিনের সিরিজ হারের আগে ভারতীয় দল শ্রীলঙ্কায় টি২০ সিরিজ জিতেছে। টি২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব। সেই দলের অনেকেই সিরিজে শেষের পর ভারতে ফিরে এসেছেন।

তিন ম্যাচের টি২০ সিরিজ খেলার পর ভারতীয় দল তিন ম্যাচের একদিনের সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলল। তার মধ্যে টি২০ সিরিজের ম্যাচগুলো হয়েছে পাল্লেকেলে। আর, একদিনের সিরিজের ম্যাচগুলো হয়েছে কলম্বোয়। একদিনের সিরিজের ম্যাচগুলোয় প্রথমটিতে ভারত ড্র করেছে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে হেরেছে। তারমধ্যে দ্বিতীয় ম্যাচে ৩২ রানে। আর, তৃতীয় ম্যাচে ১১০ রানে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে। ম্যাচ তথা সিরিজ হারার পর বুধবার ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁরা এই পরাজয়ের কারণ বিশ্লেষণ করবেন। আর, ভালো ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করবেন।

Gautam Gambhir Indian Cricket Team Pakistan Cricket Team Team India
Advertisment