India vs Sri Lanka 2nd T20I: পাল্লেকেলের দ্বিতীয় টি২০ ম্যাচে আবেদন না করেই শ্রীলঙ্কার ব্যাটারের এলবিডব্লিউ পেয়েছে ভারত। বোলার রবি বিষ্ণোই বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে এলবিডব্লিউয়ের আবেদেন জানাননি। তারপরও আম্পায়ার শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ দিয়েছেন। আর, তার দৌলতে ভারতের নয় বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিতে সুবিধা হয়েছে। পাশাপাশি, টিম ইন্ডিয়া সিরিজও পকেটে পুরেছে। শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা ম্যাচে ২৪ বলে ৩২ রান করেন। সেই সময়ই স্পিনার রবি বিষ্ণোইয়ের বলে নিশাঙ্কাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
ঘটনাটি ঘটেছে ১০ম ওভারের মাথায়। শ্রীলঙ্কা তখন মাত্র এক উইকেট হারিয়ে ৮০ রান তুলে ফেলেছে। বড় রানের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বৃষ্টি ম্যাচে প্রথম থেকেই প্রভাব ফেলেছে। যার জেরে ৪৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়েছে।
১০ম ওভারে বল করার সময় বিষ্ণোই শ্রীলঙ্কান ব্যাটার নিশাঙ্কাকে গুগলি দেন। সেটাকেই ডানহাতি নিশাঙ্কা কাট করার চেষ্টা করেন। খালি চোখে দেখে মনে হয়েছিল, বল নিশাঙ্কার ব্যাটের প্রান্তে লেগেছে। আর, তার জন্যই ভারতীয় দলের কেউ আম্পায়ারের কাছে নিশাঙ্কার এলবিডব্লিউ চাননি। কিন্তু, দেখা যায় কার্যত উইকেটরক্ষক ঋষভ পন্থ ও বোলার রবি বিষ্ণোইকে অবাক করে দিয়ে আম্পায়ার আঙুল তুলে দেন। রিপ্লেতে দেখা যায় যে আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। বল নিশাঙ্কার প্যাড ছুঁয়ে ব্যাট স্পর্শ করেছিল।
আরও পড়ুন- ভেঙে যাচ্ছে বোর্ডের অবিদেশি-কোচিং নীতি! পাকিস্তানের প্রাক্তন কোচ-ই হয়ত গম্ভীরের সাপোর্ট স্টাফ
ম্যাচে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬১ রান করে। তার মধ্যে কুশল পেরেরা করেন সবচেয়ে বেশি ৩৪ বলে ৫৩ রান। কিন্তু, শুরুর দিকটা ভালো করলে হবে কী, শেষ পাঁচ ওভারে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে যেন ধস নামে। ওই পাঁচ ওভারে শ্রীলঙ্কা সাত উইকেট হারায়। করে ৩১ রান। ভারত ব্যাট করতে নামার পর দুটো বল খেলতেই বৃষ্টি নামে। যার জেরে ম্যাচ ৮ ওভারের হয়ে যায়। যশস্বী জয়সওয়াল ১৫ বলে ৩০ রান করেন। সূর্যকুমার যাদব করেন ১২ বলে ২৬ রান। হার্দিক পান্ডিয়া ৯ বলে ২২ রান করে অপরাজিত থেকে যান। ৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ৮১ রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় মেন-ইন-ব্লু। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন রবি বিষ্ণোই।