Advertisment

Rohit Sharma-Washington Sundar: সুন্দরে বিরক্ত ক্যাপ্টেন রোহিত! বারবার থামায় প্রকাশ্যেই অসন্তোষ, দেখুন ভিডিও

IND vs SL 2nd ODI: ৩৩তম ওভারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে পরপর দু'বার রান আপ করার পরে দেখা গেল যে তিনি বল না ছুড়ে নীচের দিকে ঝুঁকে কিছু একটা করছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND, SL, ইন্ডিয়া, শ্রীলঙ্কা,

IND-SL: এই সেই দৃশ্য। (স্ক্রিনগ্যাব)

Rohit Sharma irked with Washington Sundar: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বল করতে গিয়ে ডেলিভারি করার সময় বারবার থেমে গেলেন ভারতীয় বোলার ওয়াশিংটন সুন্দর। আর, তাতে শেষ পর্যন্ত বিরক্ত হতে দেখা গেল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকেও। তিনি মজার ছলে সুন্দরের দিকে তেড়ে গিয়ে তাঁকে কার্যত ঢিল ছোড়ার মত করে হাত তাক করলেন। পাশাপাশি, ধৈর্যচ্যুত রোহিতকে এই হতভম্বকর ঘটনায় রীতিমতো হাসতেও দেখা গেল।

Advertisment

ঘটনাটি ঘটে ওয়াশিংটন সুন্দর পরপর দু'বার রানআপ করার পর, শেষ মুহূর্তে বল না ছোড়ায়। আর, তাতেই রোহিতের অমন প্রতিক্রিয়া দেখা যায়। এমনিতে মাঠে রোহিত শর্মার উপস্থিতি সবসময়ই দর্শকদের বিনোদন দেয়। ব্যাট হাতে রোহিতের বিগ হিট যেমন দর্শকদের কাছে আনন্দের হয়ে ওঠে। তেমনই ভারত অধিনায়ক হিসেবে মাঠে তাঁর আচরণও রীতিমতো মজা উৎস হয়ে ওঠে। রবিবার, রোহিতের কাছ থেকে তেমনই এক কৌতুকপূর্ণ দৃশ্য উপহার পেলেন দর্শকরা। ৩৩তম ওভারে ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে পরপর দু'বার রান আপ করার পরে দেখা গেল যে তিনি বল না ছুড়ে নীচের দিকে ঝুঁকে কিছু একটা করছেন।

সুন্দর যখন বোলিং করছিলেন। তখন রোহিত ছিলেন স্লিপে। এই সময় সুন্দরকে দেখা যায়, হাত থেকে বল ছেড়ে দিতে গিয়েও থেমে যেতে। নীচের দিকে গিয়ে কিছু একটা করে আবার বল করার জন্য ফিরে যেতে। ঘটনায় কী হয়েছে বুঝতে না পেরে রোহিত এবং ভারতীয় দলের সদস্যরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করেন। এরপর ফের সুন্দরকে একই কাজ করতে দেখা যায়। আর, তখনই স্লিপ থেকে ছুটে আসেন রোহিত শর্মা। তিনি সুন্দরের দিকে লক্ষ্য করে তাঁকে কার্যত ঢিল ছোড়ার মত ভঙ্গি করেন। মুখ ফিরিয়ে সেটা দেখার পর সুন্দরকে হাসতে দেখা যায়। রোহিতকেও দেখা যায় হাসতে।

আরও পড়ুন- ভারতের হেড কোচের চেয়ারে বেশিদিন নেই গম্ভীর! মারাত্মক ভবিষ্যৎবাণী এবার ধোনিকে বিশ্বকাপ জেতানো তারকার

কী হয়েছে বুঝতে না পেরে ভারতীয় উইকেটকিপার কেএল রাহুলকেও দেখা যায় কাঁধ ঝাঁকাতে। ধারাভাষ্যকারদেরও বিষয়টি নিয়ে মজা করতে শোনা যায়। শোনা যায়, ধারাভাষ্যকাররা বলছেন যে বল করার জন্য সুন্দরের ব্যাটারিকে ঠিকমতো চার্জ দেওয়া হয়নি। এই সুন্দরের সঙ্গেই রোহিতকে প্রথম একদিনের ম্যাচ থেকে দেখা যাচ্ছে হাস্যকর মুহূর্ত উপহার দিতে। প্রথম একদিনের ম্যাচে ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নিতে দ্বিধা করার জন্য আইপিএলের নিয়মের সঙ্গে গুলিয়ে ফেলে রোহিত বকাঝকা করেছিলেন সুন্দরকে। রবিবার প্রথমবার সুন্দর ওরকম বল করতে গিয়েও ফিরে যাওয়ায় রোহিত উইকেটরক্ষক কেএল রাহুল এবং ফিল্ডার শ্রেয়স আইয়ারের কাছে জানতে চান, সুন্দরের কী সমস্যা হয়েছে? দু'জনের কেউই তা জানাতে না পেরে, অধিনায়কের দিকে তাকিয়ে বিভ্রান্তিতে কাঁধ ঝাঁকিয়েছেন এবং মাথা নেড়েছেন।

এর পাশাপাশি, সুন্দরের সঙ্গে রোহিতকে আরও একটি হাসির মুহূর্ত ভাগাভাগি করে নিতে দেখা গিয়েছে। যা দর্শকদের নজর কেড়েছে। সেই মুহূর্তটি হল- ডুনিথ ওয়েললাজ আউট হয়েছেন কি না, তা নিশ্চিত করার জন্য বোলার সুন্দর একবার রোহিতের দিকে আশার দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেই সময় রোহিতকে বলতে শোনা যায়, 'আমার দিকে তাকাচ্ছ কেন? আমিই কি তোমার সবকিছু করে দেবে নাকি?' এরপর রোহিত আর সুন্দর, দু'জনকেই হাসতে দেখা যায়।

কলম্বোয় একদিনের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৮ উইকেটে তুলেছিল ২৩০ রান। পালটা, ব্যাট করতে নেমে ভারত ২৩০ রানেই আউট হয়ে যায়। যার ফলে, ম্যাচ টাই হয়। দ্বিতীয় ম্যাচে কলম্বোতেই শ্রীলঙ্কা ৯ উইকেটে তুলেছে ২৪০ রান। সেই রান তাড়া করেছে রোহিতের বাহিনী।

Cricket News Washington Rohit Sharma Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment