Advertisment

Rohit Sharma-Washington Sundar: 'আমার দিকে তাকিয়ে আছিস কেন!' সতীর্থের বোকামিতে মাঠেই ক্ষেপে লাল রোহিত, দেখুন গনগনে ভিডিও

IND vs SL 1st ODI: মাঠে এভাবে হালকা পরিবেশের আমদানি করা রোহিতের ট্রেডমার্ক ভঙ্গি। এতে চাপের মুহূর্তে ফুরফুরে মেজাজ হাজির হয় ভারতীয় শিবিরে। এর আগেও রোহিতের 'গার্ডেন মে ঘুমেগা…' বাক্য বন্ধনী ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma angry

Rohit Sharma vs Sri Lanka: ভিন্ন মুডে ক্যাপ্টেন রোহিত শর্মা (টুইটার)

Rohit Sharma conversation with Washington Sundar: মাঠে অনুজ সতীর্থদের সঙ্গে বন্ধুর মত মেশেন বরাবর। শাসন করলেও তা থাকে মজার ছলে। ক্যাপ্টেন রোহিতের মাঠের মধ্যে সতীর্থদের সঙ্গে আলোচনা প্রায়ই স্ট্যাম্প মাইকের সৌজন্যে বেআব্রু হয়ে পড়ে দর্শক মহলে। যা রীতিমত হিল্লোল তুলে দেয় ক্রিকেট সমর্থকদের মধ্যে।

Advertisment

শুক্রবার একই ভঙ্গিতে এবার রোহিত হাজির হলেন ওয়াশিংটন সুন্দরের সঙ্গে কথাবার্তা চালানোর সময়। শ্রীলঙ্কান ইনিংসের ২৯তম ওভারের ঘটনা। সেই সময় লঙ্কান ব্যাটিংকে টানছিলেন দুনিথ ওয়েলালাগে। বল করছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই সময়ই রোহিত হালকাছলে সুন্দরকে বকা দেন। যে ঘটনা সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আপাতত ভাইরাল।

আরও পড়ুন: আম্পায়ারের চরম ভুল! ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পেল না যোগ্য বিজয়ী দল, সামনে এল নয়া মোচড়

সেই ওভারে ওয়াশিংটন সুন্দরের এক ডেলিভারি ওয়েলালাগের প্যাডে আছড়ে পড়ে। আম্পায়ারের কাছে লেগ বিফোরের জন্য আবেদন করেন সুন্দর। যা আম্পায়ার নাকচ করে দেন। এরপরে রিভিউয়ের জন্য সুন্দর দ্বারস্থ হন দলনেতা রোহিতের ওপর। রোহিত কিপার কেএল রাহুলকে জিজ্ঞাসা করেন, ব্যাটে-বলে সংস্পর্শের কোনও আওয়াজ তিনি শুনতে পেয়েছেন কিনা। রাহুল পত্রপাঠ জানিয়ে দেন কোনও আওয়াজ তাঁর কানে আসেনি। এরপরই রোহিত মজার ছলে সুন্দরকে বলেন, "কী? এবার তুই বল! আমার দিকে কী তাকিয়ে আছিস? সবকিছুই কি তোর হয়ে আমি করব?"

মাঠে এভাবে হালকা পরিবেশের আমদানি করা রোহিতের ট্রেডমার্ক ভঙ্গি। এতে চাপের মুহূর্তে ফুরফুরে মেজাজ হাজির হয় ভারতীয় শিবিরে। এর আগেও রোহিতের 'গার্ডেন মে ঘুমেগা…' বাক্য বন্ধনী ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।

যাইহোক, ম্যাচে প্ৰথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান ব্যাটাররা ভারতের স্পিনারদের সামনে খাপ খুলতে পারেননি। কোনও ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। পাথুম নিশঙ্কা ওপেন করতে নেমে হাফসেঞ্চুরি করে যান। পরে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে হাফসেঞ্চুরি করেন ওয়েলালাগে। শ্রীলঙ্কার ২৩০ টার্গেট চেজ করতে নেমে ভারত বারবার নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছিল। শেষদিকে ১৪ বলে মাত্র ১ রান দরকার ছিল জয়ের জন্য। তবে শিভম দুবে, অর্শদীপ সিং পরপর দুই বলে আউট হওয়ার সঙ্গেসঙ্গেই ম্যাচ টাই হয়ে যায়।

Team India Indian Team Rohit Sharma Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment