Rohit Sharma scolds Shivam Dube: আইপিএলের সঙ্গে নিয়ম গুলিয়ে ফেলে ডিআরএসের জন্য আবেদন না করায় জাতীয় দলের সতীর্থ খেলোয়াড়কে তিরস্কার করলেন রোহিত শর্মা। বর্তমানে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারত। তার প্রথম ম্যাচে স্ট্যাম্প মাইকে এই কথোপকথন ধরা পড়েছে। স্টাম্প মাইক এবং ক্যামেরার সঙ্গে রোহিতের বরাবরই একটা অদ্ভুত সম্পর্ক আছে। ফিল্ডিং করার সময় তাঁর অভিব্যক্তি এবং খেলার পরিস্থিতি নিয়ে মন্তব্য হামেশাই বিনোদনের কারণ হয়ে ওঠে। গত বছরের নভেম্বরে আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হৃদয়বিদারক হারের পর প্রথমবারের মতো একদিনের ক্রিকেটে ফিরে আসার পরও এই ব্যাপারে শুক্রবার তিনি ক্রিকেটপ্রেমীদের হতাশ করলেন না।
প্রায় নয় মাস পরে রোহিত একদিনের ক্রিকেটে খেলছেন। মধ্যে টি২০ বিশ্বকাপ জিতেছেন। শুক্রবার রোহিতের প্রত্যাবর্তনের ম্যাচে সামনে থেকে বরাবরের মত দলকে নেতৃত্ব দিতে দেখা গেল রোহিতকে। আর, তখনই ডিআরএস কল নিয়ে এই হাস্যকর কথাবার্তাও ধরা পড়ল। শ্রীলঙ্কার ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলের সময় এই ঘটনাটি ঘটেছে। শিবম দুবে, তাঁর প্রথম একদিনের ফরম্যাটে উইকেট মাত্র কয়েক ডেলিভারি আগেই পেয়েছিলেন। এরপর দুবে লেগ সাইডে বলটি ফেলেন। শ্রীলঙ্কার ব্যাটার পথুম নিশাঙ্কা ফ্লিক শট খেলার চেষ্টা করলে বলটি কিপার কেএল রাহুলের কাছে পৌঁছয়। সেই সময় ভারতীয় খেলোয়াড়রা আউটের আবেদন জানান। আম্পায়ার মাথা নাড়েন আর ওয়াইডের ইঙ্গিত দেন। তখনই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কথাবার্তা হয়। যেখানে ডিআরএসের প্রসঙ্গ উঠে আসে।
আরও পড়ুন- IPL-এ নিষিদ্ধ করা হোক এই বিদেশিদের! চড়া সুরে জয় শাহদের কাছে আর্জি সব ফ্র্যাঞ্চাইজির
এই সময় দেখা যায়, বিরাট কোহলি এবং রোহিত শর্মা কেএল রাহুলের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। সামান্য কথাবার্তার পরে, তিনজন বিষয়টিকে মেনে নেন। তাঁর যখন পিছনে ফিরে হাঁটা শুরু করেছেন, তখনই স্টাম্প মাইকে ধরা পড়ে যে সম্ভবত বোলার দুবেকে রোহিত কিছু বলছেন। রোহিত বলেন, 'তোমার জানা উচিত যে ব্যাট প্যাড থেকে দূরে আছে কি না। ব্যাট দূরে থাকলে, বুঝতে হবে যে নিশ্চিত একটা গোলমাল আছে।' এই সময়ই কেএল রাহুল ভারত অধিনায়ককে মনে করিয়ে দেন, 'আইপিএল রিভিউয়ের ব্যাপক সুযোগ থাকে।' অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেটেও যদি একই আইন থাকত তাহলে ভারত রিভিউ নিতে পারত। আর রিপ্লেতে নিশাঙ্কার প্যাডে বলটা লেগেছে কি না, ক্লিপিং দেখে সেই সিদ্ধান্ত নেওয়া যেত। সেক্ষেত্রে ওয়াইডের সিদ্ধান্ত বদলাতেও পারত।
শুক্রবার ভারতীয় ক্রিকেট দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল। প্রাক্তন খেলোয়াড় তথা কোচ আংশুমান গায়কোয়াডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই কাজ করেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যান্সারে দীর্ঘ লড়াইয়ের পরে মারা গিয়েছেন। বুধবার ৭১ বছরের গায়কোয়াড় মারা যান। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, 'বুধবার মারা যাওয়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ অংশুমান গায়কোয়াডের স্মৃতিতে টিম ইন্ডিয়া কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে।'