Sri Lankan batter walks off against India: আম্পায়ার নট আউটের পক্ষে সওয়াল করলেন। তবে সেই সিদ্ধান্তের অসম্মত হয়ে ক্রিজ ছাড়লেন ব্যাটার। এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ভারত বনাম শ্রীলঙ্কার কলম্বোর প্ৰথম ওয়ানডেতে।
ব্যাট করতে নেমেছিল শুরুতে শ্রীলঙ্কা। যথারীতি ব্যাটিং বিপর্যয় সঙ্গী হয়েছিল লঙ্কানদের। ওপেনার পাথুম নিশঙ্কা দৃঢ়তার পরিচয় দিয়ে হাফসেঞ্চুরি করে যান। মিডল অর্ডার ধসে পড়ার পর লোয়ার মিডল অর্ডারে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরামতির কাজ চালাচ্ছিলেন জেনিথ লিয়ানাগে এবং দুনিথ ওয়েলালাগে। দুজনে মিলে ৪১ রানের পার্টনারশিপও গড়ে ফেলেছিলেন।
আরও পড়ুন: আম্পায়ারের চরম ভুল! ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পেল না যোগ্য বিজয়ী দল, সামনে এল নয়া মোচড়
তবে এরপরেই নাটকীয় ঘটনার সূত্রপাত ঘটে। ৩৫তম ওভারে বল করছিলেন অক্ষর প্যাটেল। ওভারের দ্বিতীয় বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সোজাসুজি ছক্কা হাঁকানোর প্ল্যানিং ছিল লিয়ানাগের। তবে ব্যাটে-বলের সংযোগ ঘটাতে পারেননি। ব্যাটের একদম পাশ দিয়ে বল উইকেটকিপারের কাছে পৌঁছে যায়। তবে কেএল রাহুলের প্যাডে লেগে বল চলে যায় ফার্স্ট স্লিপে। সেই সময় স্লিপে দাঁড়ানো রোহিত ক্যাচ তালুবন্দি করার পর ভারতীয় শিবির আউটের আবেদন করে। তবে ভারতীয়দের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। নট আউটের পক্ষেই রায় দেন তিনি। তবে সকলকে অবাক করে লিয়ানাগে ক্রিজ ছেড়ে সোজা হাঁটা লাগান ড্রেসিংরুমের দিকে।
পরে রিপ্লেতে দেখা যায়, আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক ছিল। বল ব্যাটের কানা স্পর্শ করেনি। ক্রিজে আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলে লিয়ানাগে নিজের উইকেট বাঁচাতে পারতেন। শ্রীলঙ্কান ব্যাটারের অদ্ভুত কাণ্ড কারখানা দেখে শেষমেষ কোহলি-রোহিতকে দেখা যায় হাসিতে গড়াগড়ি খেতে।
দুজনেই টি২০ ওয়ার্ল্ড কাপ জেতার পর আন্তর্জাতিক ময়দানে ফিরেছিলেন। তবে কোচ গম্ভীরের সঙ্গে দুই মহারথীর পুনর্মিলন মোটেও সুখের হল না। ভারত সহজ ম্যাচ কঠিন করে টাই করতে বাধ্য হল। ওয়েলালাগে এবং নিশঙ্কার জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কা কোনও রকমে ২৩০ তুলে দিয়েছিল।
সেই রান চেজ করতে নেমে শুভমান গিল এবং রোহিত শর্মা একসময় ওভার পিছু ৭ করে রান তুলছিলেন স্কোরবোর্ডে। তবে হঠাৎ করেই ওয়েলালাগে দুই ওপেনারকে ফেরত পাঠানোর পর ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। এরপরে বিরাট কোহলি-শ্রেয়স আইয়ার এবং পরবর্তীতে অক্ষর প্যাটেল-কেএল রাহুল জুটিতে ভারত প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। শেষদিকে ২ উইকেট হাতে থাকা অবস্থায় ভারতের দরকার ছিল মাত্র ১ রান। তবে চরিত আশালঙ্কা পরপর দু বলে শিভম দুবে এবং অর্শদীপ সিংকে ফিরিয়ে ভারতকে অলআউট করে দেন। ম্যাচ শেষ হয় টাইয়ে।