Advertisment

Virat Kohli in Sri Lanka: সকলের সামনেই প্রকাশ্যে 'হেনস্থা', শ্রীলঙ্কায় গিয়েই 'লঙ্কাকান্ড' কোহলির, দেখুন ভিডিও

India vs Sri Lanka 3rd T20I: শ্রীলঙ্কায় গিয়ে এভাবে অপদস্থ হতে হবে, স্বপ্নেও ভাবেননি কোহলি, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Sri Lanka, বিরাট কোহলি, শ্রীলঙ্কা,

Virat Kohli-Sri Lanka: দলীয় সতীর্থদের সামনেই এই হেনস্থার শিকার হন বিরাট। (ছবি- টুইটার)

Virat Kohli chokli: ক্রিকেট দুনিয়ার অন্যতম কিংবদন্তি বিরাট কোহলিকে তাঁর সতীর্থদের সামনেই 'চোকলি' বলে ডাকা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এনিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যদিও ওই দাবিকে মিথ্যা বলে দাবি করেছেন বিরাট সমর্থকদের একাংশ। তাঁরাও পালটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দাবি করেছেন, অভিযোগকারী ভিডিওটি বানানো। আর, তাঁদের প্রকাশিত ভিডিওই আসল। যাতে দেখা গিয়েছে, এমন কোনও ঘটনাই ঘটেনি।

Advertisment

এর মধ্যে প্রথম ভিডিওটি মঙ্গলবার ভোরে ভাইরাল হয়। যেখানে তারকা ভারতীয় ব্যাটারকে দেখা গিয়েছে রীতিমতো বিরক্ত। কারণ, তাঁর এক অনুরাগী তাঁকে বিরাট 'চোকলি' বলে ডাকছেন। সেই সময় বিরাট তাঁর সতীর্থদের সঙ্গে ভরা একটি ঘরে শ্যাডো প্র্যাকটিস করছিলেন। কোহলি যখন প্র্যাকটিসে মগ্ন, সেই সময় তাঁর এক অনুরাগী তাঁকে 'চোকলি-চোকলি' বলে ডাকছেন। এমনটাই দেখা গিয়েছে ভিডিওতে। তাতে দেখা যায়, ঘটনাটি বিরাটের দৃষ্টি আকর্ষণ করে। কোহলির ওই ব্যক্তির দিকে ঘুরে তাকান। তাঁর চোখে খুশির ছাপ ছিল না।

এর পালটা বিরাট সমর্থকরা অন্য একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা গিয়েছে, এক ব্যক্তি কেবল বিরাটের কাছে একটা অটোগ্রাফ চাইছেন। বিরাট সেই অনুরোধ ভালোভাবে গ্রহণ না করে শুধু বলেছেন, 'এখানে নয়'। এর মধ্যে কোনটা যে আসল ক্লিপ, তা নিয়ে ধন্দে নেটিজেনরা।

কোহলি সোমবার সকালে শ্রীলঙ্কায় অবতরণ করেন। সোমবারের অনুশীলন সেশন কলম্বোতে বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। প্রাক্তন ভারত অধিনায়ক মঙ্গলবার টি২০ বিশ্বকাপ ফাইনালের পর তাঁর প্রথম নেট প্র্যাকটিস করেছেন। তবে, সেই অনুশীলনের অফিসিয়াল ভিডিও ক্লিপগুলো এখনও বিসিসিআই প্রকাশ করেনি। তবে, কিছু অনুরাগী সেসব নিজেরা রেকর্ড করেছেন। তা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করা হয়েছে। তাতে কোহলিকে বেশ জোরে শট নিতে দেখা গিয়েছে।

বিরাট কোহলি গত একমাসে কী করেছেন?

কোহলি গত একমাস লন্ডনে স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকা ও ছেলে আকায়ের সঙ্গে কাটিয়েছেন। তাঁকে সেখানে ইস্কনের একটি কীর্তনেও অংশ নিতে দেখা গিয়েছে। দ্বিতীয় সন্তান আকায়েকে কোলে নিয়ে তাঁরা চার জন ইংল্যান্ডের রাজধানীতে একটি ফুলের দোকানে গিয়েছিলেন। একদিনের (ওডিআই) দলে ডাক পাওয়ার পর, শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে কোহলি খেলবেন। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১৯ নভেম্বর, একদিনের বিশ্বকাপের ফাইনালের পর এটাই হবে ভারতের হয়ে কোহলির প্রথম একদিনের ম্যাচে খেলা। এর আগে টি২০ বিশ্বকাপের ফাইনালে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হওয়ার পর কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের টি২০ ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলির রেকর্ড

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও সাত মাস বাকি। কোহলি সেই আইসিসি ট্রফিতে নিজের অনবদ্য পারফরম্যান্স তুলে ধরবেন বলে ভক্তদের আশা। চলতি শ্রীলঙ্কা সফরেও কোহলি ভালো পারফরম্যান্স উপহার দেবেন বলেই ভক্তদের আশা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি বরাবরই ভালো খেলেন। দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধেই ভারতের হয়ে ২০০৮ সালে কোহলির অভিষেক হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫টি একদিনের ম্যাচে তাঁর গড় ৬৩.২৬। তার মধ্যে ১০টিতে তিনি সেঞ্চুরি করেছেন। মোট রান ২৫৯৫।

আরও পড়ুন- সূর্যকুমার যাদবের মারাত্মক ভুলে হেরে যাচ্ছিল ভারত! নজর এড়িয়ে গিয়েছে অনেকেরই, দেখুন ভিডিও

কলম্বোর রণসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে কোহলি ১১টি একদিনের ম্যাচে ৪টিতে সেঞ্চুরি-সহ ৬৪৪ রান করেছেন। গড় ১০৭.৩। একদিনের ম্যাচে তাঁর সাম্প্রতিক ভালো পারফরম্যান্সগুলোর মধ্যে একটি হল, ২০২৩ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেখানে কোহলি অপরাজিত ১২২ রান করেছিলেন।

Cricket News Virat Kohli T20 Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment