Virat Kohli Gautam Gambhir celebration: সাত বছর আগের বেঙ্গালুরুর স্মৃতি যেন ফিরে এল কলম্বোয়। ২০১৬-য় টি২০ বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। বাংলাদেশ জয়ের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। শেষ তিন বলে দরকার ছিল দুই রানের। হাতে পর্যাপ্ত উইকেটও ছিল। ১০ রান জরুরি থাকা অবস্থায় হার্দিক পান্ডিয়াকে টানা দুটো বাউন্ডারি হাঁকিয়ে টার্গেট একদম সহজ করে দিয়েছিলেন মুশফিকুর রহিম।
নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পেরোনোর অপেক্ষা আর তর সয়নি। টাইগার তারকা আগাম সেলিব্রেশনে মেতে উঠেছিলেন। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। শেষ দুই বলে মাহমুদুল্লা রিয়াদ যেমন আউট হয়ে যান। তেমন শেষ বলে রান আউট হয়ে যায় বাংলাদেশি ব্যাটার।
আগাম সেলিব্রেশনের সেই স্মৃতিই এবার ফিরে এল কোহলি-গম্ভীরের হাত ধরে। ফলাফল বাদ দিয়ে সেই ম্যাচের যেন হুবহু ফটো কপি ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও ভারতই শেষদিকে জয়ের জন্য ফেভারিট ছিল। ক্রিজে তখনও টিকে ছিলেন শিভম দুবে। তাঁর ওপরেই ছিল যাবতীয় ভরসা। ৪৮ তম ওভারে টানটান পরিস্থিতিতে শিভম দুবে চরিত আশালঙ্কাকে বাউন্ডারি হাঁকিয়ে শ্রীলঙ্কার স্কোরের সঙ্গে সমতা ফিরিয়ে আনেন। সঙ্গেসঙ্গেই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ডাগ আউটে বসে থাকা কোহলি-গম্ভীরের। দুজনকেই দেখা যায় দুবের বাউন্ডারির পর হাততালিতে ভাসিয়ে দিতে। জয় যে নিশ্চিত সেই সম্পর্কে কারোরই কোনও দ্বিধা ছিল না।
আরও পড়ুন: আম্পায়ারের চরম ভুল! ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পেল না যোগ্য বিজয়ী দল, সামনে এল নয়া মোচড়
তবে এরপরেই এন্টি-ক্লাইম্যাক্স। শিভম দুবে বাউন্ডারি হাঁকানোর পরের বলেই আউট হয়ে যান। ক্রিজে নামা অর্শদীপ সিং যুবরাজের ভঙ্গিতে ওয়াইড স্লগ হাঁকাতে গিয়ে লেগ বিফোর হয়ে যান।
অভাবনীয় নাটকীয়তায় ম্যাচ টাই হয়ে যায়। নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে হতাশ হতে হয়। আর অর্শদীপ আউট হওয়ার পরেই হতাশায় ভেসে যেতে দেখা যায় কোহলি-গম্ভীরকে। বিষাদ নেমে আসে কোচ-তারকার মুখাবয়বে।
কলম্বোর রাতে কোহলি-গম্ভীর যেন বেঙ্গালুরুর মুশফিকুর রহিমের সঙ্গে একই পংক্তিতে বসে পড়লেন। আগাম আনন্দ এবং পরবর্তীতে হতাশায় ভেসে যাওয়ার ভঙ্গিতে।