Advertisment

Virat Kohli-DRS: কোহলিকে বাঁচিয়ে দিল ভুল DRS সিদ্ধান্ত! মাঠেই আম্পায়ারের ওপর চড়াও শ্রীলঙ্কা, বেনজির বিতর্ক, দেখুন ভিডিও

IND vs SL 2nd ODI: কোহলির আউট ঘিরে চরম বিতর্ক কলম্বোয়, ক্ষেপে গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, DRS, বিরাট কোহলি, ডিআরএস,

Virat Kohli-DRS: রবিবারের ম্যাচে এমনটা ঘটেছে। (ছবি- টুইটার)

Virat Kohli DRS call: বিতর্কিত এলবিডব্লিউ থেকে কোহলিকে বাঁচাল ডিআরএস। এনিয়ে ক্ষিপ্ত আসালঙ্কা আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিলেন। রবিবার এমনই ছবি দেখা গেল কলম্বোয়। তবে আসালঙ্কা রাগলেও ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ডিআরএসের দৌলতেই বেঁচে গেলেন। কারণ, ডিসিশন রিভিউ সিস্টেম তাঁকে একটি লাইফলাইন দিল। তাঁকে একটি বিতর্কিত এলবিডব্লিউ আউট থেকে বাঁচিয়ে দিল।

Advertisment

শ্রীলঙ্কাকে সম্মানজনক ২৪০ রানের মধ্যে আটকে দেওয়ার পর, রবিবারের ম্যাচে ভারত ইনিংসে একটি দুরন্ত সূচনা করেছিল। অধিনায়ক রোহিত শর্মা দ্রুত অর্ধশতক করেন। জেফরি ভ্যান্ডারসে রোহিতকে আউট করার পরে, শুভমান গিলের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি। কোহলিও তাঁর স্বপ্নের ইনিংসের মতই শুরু করেছিলেন। বেশ কয়েকটি বাউন্ডারি মারেন।

আরও পড়ুন- শ্রীলঙ্কায় ভারতের বিপর্যয়, ত্রাতা হতে পারেন জয় শাহদের বাতিল করা তারকাই, শীঘ্রই নীল জার্সিতে

শেষ পর্যন্ত অভিজ্ঞ লঙ্কান স্পিনার আকিলা দানঞ্জয়ার গুগলি স্টাম্পের সামনে কোহলির পা খুঁজে পায়। শ্রীলঙ্কার খেলোয়াড়রা লেগ বিফোরের জন্য আবেদন করলে, আম্পায়ার কোনও দ্বিধা ছাড়াই কোহলিকে আউট ঘোষণা করেন। কিন্তু, কোহলি নিশ্চিত ছিলেন তিনি এলবিডব্লিউ হননি। তিনি আবার ডিআরএস চান। টিভি আম্পায়ার খুঁটিয়ে দেখে জানান, কোহলি নট আউট। এতে কোহলি এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেলেও, সিদ্ধান্ত বদলে যাওয়ায় শ্রীলঙ্কার খেলোয়াড়রা হতাশা প্রকাশ করেন।

বিশেষ করে, কুশল মেন্ডিস ও চরিথ আসালাঙ্কা এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা মাঠের আম্পায়ারের সঙ্গে গোটা ঘটনায় তর্ক জুড়ে দেন।

তবে, এই এলবিডব্লিউ থেকে বাঁচলেও কোহলির শেষরক্ষা হয়নি। শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে ভারত ধরাশায়ী হয়। স্পিনারদের দাপটে ১৭.৫ ওভারে তিন উইকেটে ভারতের রান দাঁড়ায় ১১৬। এরপর রীতিমতো স্পিন ম্যাজিক দেখান লঙ্কান বোলার জেফ্রি ভ্যান্ডারসে। ১০ ওভারে ৩৩ রানের বিনিময়ে তিনি একাই তুলে নেন হাফডজন উইকেট। ভারতের ব্যাটিং অর্ডারের প্ৰথম ছয়জনই ভ্যান্ডারসের শিকার। যার জেরে মাত্র ২০৮ রানে রবিবার থেমে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। ৩২ রানে হেরে যায় টিম ইন্ডিয়া।

Indian Cricket Team Sri Lanka Cricket Team Virat Kohli
Advertisment