scorecardresearch

কোহলির ব্যাটে দুর্ধর্ষ সেঞ্চুরি, শচীনের রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়লেন বিরাট

শচীনের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন কোহলি

কোহলির ব্যাটে দুর্ধর্ষ সেঞ্চুরি, শচীনের রেকর্ড ছুঁয়ে ইতিহাস গড়লেন বিরাট

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্ৰথম ওয়ানডেতেই শতরান হাঁকিয়ে ফেললেন বিরাট কোহলি। টানা দুই ম্যাচে শতরান করে কোহলি এবার ধরে ফেললেন শচীন তেন্ডুলকরকে। বর্ষপাড়ায় কোহলির ব্যাটে এল ৪৫তম ওয়ানডে শতরান। সবমিলিয়ে কেরিয়ারের ৭৩তম শতরান করে ফেললেন ব্যাটিং কিংবদন্তি।

আর এই সেঞ্চুরির সৌজন্যেই কোহলি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ছুঁয়ে ফেললেন শচীনের অনবদ্য নজির। ঘরের মাঠে সবথেকে বেশি ওয়ানডে সেঞ্চুরির (২০টি) নজির ছিল এতদিন শচীনের দখলে। সেই রেকর্ড মঙ্গলবারই স্পর্শ করে ফেললেন কিং কোহলি। শচীন দেশে ২০ টি ওয়ানডে শতরান করেন ১৬৪ ম্যাচে। কোহলি সেই নজির ছুঁলেন মাত্র ১০১ ম্যাচে।

আরও পড়ুন: দ্বিশতরান করেও বাদ ঈশান, দলে রাহুল! টিম ইন্ডিয়ায় কি রাজনীতি হচ্ছে, ভয়ঙ্কর বোমা প্রসাদের

এছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে শচীনের সবথেকে বেশিবার ওয়ানডে সেঞ্চুরির নজিরও ভেঙে ফেললেন বিরাট। শচীনের ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে শতরানের সংখ্যা ছিল ৮টি। মঙ্গলবার ম্যাচে কোহলির পকেটে নয়টি শতরান, একই প্রতিপক্ষের বিপক্ষে।

বাংলাদেশ সফরে কোহলি নিজের ওয়ানডে শতরানের খরা কাটিয়েছিলেন। টানা ১২১৪দিন ওয়ানডেতে শতরানের মুখ দেখেননি কোহলি। সেঞ্চুরি খরা কাটিয়ে কোহলি বাংলাদেশের বিপক্ষে শতরান করে পেরিয়ে যান রিকি পন্টিংকে। ওয়ানডেতে আর মাত্র পাঁচটি শতরান করলেই কোহলি (৪৫টি) শচীনের (৪৯টি) সর্বকালীন ওয়ানডে সেঞ্চুরির নিরিখে পেরিয়ে যাবেন মাস্টার ব্লাস্টারকে।

আরও পড়ুন: কোহলি-রোহিতের কেরিয়ারে ইতি টানল জয় শাহের বোর্ড! সেরা দুই নক্ষত্রকে হারাচ্ছে ভারতীয় ক্রিকেট

চলতি বছরে টানা ওয়ানডে খেলবে ভারত। অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে নামার আগে এশিয়া কাপ বাদ দিলে ভারত ১৫টি ম্যাচে অংশ নেবে। তাই কোহলির ব্যাট ওয়ানডেতে একের পর এক রেকর্ড ভাঙার মুখে তিনি।

আর মাত্র ১৮০ রান করলেই কোহলি ওয়ানডেতে সর্বকালীন রান সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচে ঢুকে পড়বেন। কোহলির সামনে রয়েছেন শচীন তেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, সনৎ জয়সূর্য এবং মাহেলা জয়াবর্ধনে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ind vs sl virat kohli slams ton sachin tendulkar record broken