Advertisment

Rohit Sharma: অনুশীলন করতে চেয়েও পারলেন না রোহিত! শ্রীলঙ্কায় গিয়েই বড় বিপত্তির মুখে বিশ্বজয়ী অধিনায়ক, জানুন কারণ

Rohit Sharma Team India skipper: টি২০ সিরিজ শেষের পরেই দেশে ফিরে আসবেন ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিংকু সিং, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়ারা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Sri Lanka, রোহিত শর্মা, শ্রীলঙ্কা

Rohit Sharma-Sri Lanka: একদিনের সিরিজে রোহিতই ভারতীয় দলের অধিনায়ক। (ছবি- টুইটার)

Rohit Sharma, India vs Sri Lanka: শ্রীলঙ্কায় রোহিত শর্মা ও ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের অনুশীলন করতে দেওয়া হয়নি। টি২০-র পাশাপাশি শ্রীলঙ্কায় ভারতীয় দল একদিনের সিরিজও খেলবে। ২ আগস্ট থেকে শুরু হবে একদিনের সিরিজ। ওই দিন রোহিত শর্মা ও বিরাট কোহলি তাঁদের চলতি বছরের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। এই সিরিজ খেলতে টি২০ দলের সঙ্গেই শ্রীলঙ্কা সফরে গিয়েছেন রোহিতরা। কিন্তু, সেখানে তাঁদের অনুশীলন করতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। সূচি অনুযায়ী, ২৯ জুলাই, সোমবার শ্রীলঙ্কায় রোহিতদের অনুশালীন করার কথা ছিল। কিন্তু, সেখানে তাঁদের অনুশীলন করতে দেওয়া হয়নি।

Advertisment

তবে, এর পিছনে অন্য কিছু নয়। কারণটা হল শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিপাত। আর, সেই কারণেই রোহিত ও ভারতীয় দলের বাকিদের অনুশীলন করতে দেওয়া হয়নি। মজার ব্যাপার হল, ক্রিকেটাররা স্টেডিয়ামে পৌঁছনোর পর বৃষ্টি শুরু হয়। আর, তাতেই ভেস্তে যায় অনুশীলন। তবে, এতে ভারতীয় ক্রিকেটারদের হতাশার কিছু নেই। মঙ্গলবার ফের ভারতীয় একদিনের দলের ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবেন।

শ্রীলঙ্কায় ভারতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ার টিম ইন্ডিয়ার সঙ্গে কলম্বোয় যোগ দিয়েছেন। পাল্লেকেলেতে টি২০ সিরিজের তৃতীয় ম্যাচটায় অভিষেক নায়ার সম্ভবত ভারতীয় দলের সঙ্গে থাকছেন না। সেটা ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও দলের বাকি কোচরাই সামলে নেবেন। আর, একদিনের সিরিজ খেলতে ভারতীয় দলের স্কোয়াড শীঘ্রই কলম্বো পৌঁছবে। তবে, টি২০ সিরিজ শেষের পরেই দেশে ফিরে আসবেন ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিংকু সিং, রবি বিষ্ণোই, হার্দিক পান্ডিয়ারা। হার্দিক অবশ্য ভারতের একদিনের দলেও থাকতে পারতেন। কিন্তু, তিনি নিজেই বিশ্রাম চেয়েছেন।

একদিনের সিরিজেই ভারতীয় দলে ফিরবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই দুই সিনিয়রকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিসিসিআই ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। শুধু তাই নয়, ২০২৭ একদিনের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত রোহিত ভারতীয় দলের অধিনায়ক থাকতে পারেন।

আরও পড়ুন- আবেদনই করেননি বিষ্ণোই, আঙুল তুলে আউট দিলেন আম্পায়ার! বড় বিতর্ক ভারত-শ্রীলঙ্কা ম্যাচে, দেখুন ভিডিও

ইতিমধ্যে টি২০ ফরম্যাট থেকে বিরাট ও রোহিত শর্মা অবসর নিয়েছেন। মেন-ইন-ব্লু টি২০ বিশ্বকাপ জেতার পরই রোহিত-বিরাটরা সেকথা ঘোষণা করে দিয়েছেন। তাঁদের সঙ্গে রবীন্দ্র জাদেজাও একই কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইতিমধ্যে সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার স্থায়ী টি২০ অধিনায়ক হিসেবে অভিযান সাফল্যের সঙ্গেই শুরু করেছেন। তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যে ভারত জিতে গিয়েছে। তার মধ্যে প্রথম ম্যাচে ভারত ৪৩ রানে জিতেছে। সূর্যকুমার ২৬ বলে ৫৮ রান করেছেন। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচের ৭৮ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতেও ভারতের কোনও অসুবিধা হয়নি। মঙ্গলবার, ৩০ জুলাই, সিরিজের তৃতীয় তথা ফাইনাল ম্যাচ।

Team India T20 Rohit Sharma Sri Lanka Cricket Team Indian Cricket Team
Advertisment