India ODI jersey 3 stars: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ জিততে না পারলেও তিন তারা খচিত জার্সি গায়ে রীতিমতো নজর টানলেন ভারতীয় দলের খেলোয়াড়রা। এখনও পর্যন্ত দু'বার একদিনের ক্রিকেট বিশ্বকাপ ভারত জিতেছে। ২০২৩ সালে অপরাজিত থেকে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে রোহিতবাহিনী।
একদিনের ক্রিকেটের পাশাপাশি টি২০ ক্রিকেট বিশ্বকাপও এখনও অবধি ভারত দু'বার জিতেছে। সেই অনুযায়ী, ভারতের টি২০ জার্সির গায়ে দুটো তারার ছাপ রয়েছে। অথচ, শুক্রবার রোহিতরা যে জার্সি গায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেললেন, তাতে তিনটি তারা ছিল। বিষয়টি নজরে পড়ায় রীতিমতো বিস্মিত সমর্থকরা। তাঁরা শুধু এটুকু বুঝেছেন, এটাই একদিনের ফরম্যাটে ভারতীয় দলের নতুন জার্সি।
আরও পড়ুন: আম্পায়ারের চরম ভুল! ভারত-শ্রীলঙ্কা ম্যাচ পেল না যোগ্য বিজয়ী দল, সামনে এল নয়া মোচড়
শুক্রবারই ২০২৪ সালে প্রথম একদিনের ম্যাচ খেলল টিম ইন্ডিয়া। রোহিত-কোহলি তো গত বছরের একদিনের বিশ্বকাপের পর তাঁদের প্রথম একদিনের ম্যাচ খেললেন প্রায় নয় মাস বাদে। আর, ভারত শেষবার একদিনের ম্যাচ খেলেছিল গতবছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপরই ভারতীয় ক্রিকেটের শীর্ষ মাথারা টি২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু, এবার ফের একদিনের ক্রিকেটের দিকে ভারতীয় দলের নজর দেওয়ার সময় এসেছে। আগামী বছরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ভালো কিছু করতে হলে ৫০ ওভারের ক্রিকেটের দিকে ভারতীয় দলকে মনোযোগ বাড়াতেই হবে।
সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার টস জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। এরপরই দর্শকদের নজর পড়ে ভারতীয় দলের জার্সির দিকে। এমনিতে, সাম্প্রতিক অতীতের সাদা বলের জার্সির সঙ্গে ভারতীয় দলের এই নতুন জার্সির প্রায় সবেতেই মিল আছে। শুধু জার্সির তারাগুলোই তাতে যেন পার্থক্য গড়ে দিয়েছে। সেখানে দুটোর বদলে তিনটে তারা রয়েছে। ভারত একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়েছে ১৯৮৩ সালে ও ২০১১ সালে। আর, টি২০ বিশ্বকাপে জয়ী হয়েছে ২০০৭ এবং ২০২৪ সালে। সেই হিসেবে ভারত যদি তার সব ফরম্যাটের কথা ভেবে এই জার্সি তৈরি করত, তবে তাতে চারটে তারা থাকার কথা। কিন্তু, জার্সিতে রয়েছে মাত্র তিনটে তারা। অনেকে মনে করছেন, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়কে কেন্দ্র করে এই তিনটে তারা রাখা হয়েছে। কিন্তু, সেক্ষেত্রে উত্তর হল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ২০০২ সালেও ভারত জিতেছে।
আরও পড়ুন- শ্রীলঙ্কার কাছেই কালঘাম ছুটল টিম ইন্ডিয়ার! পুরো শক্তির দল নামিয়েও জেতা ম্যাচ টাই রোহিতদের
তবে, জার্সি নিয়ে গুঞ্জন উঠলেও বিসিসিআই এবং জার্সি প্রস্তুতকারক সংস্থা, কেউ তিন তারা ইস্যুতে মুখ খোলেনি। তবে, মনে করা হচ্ছে যে জার্সি এরপর বদলাবে। আপাতত তিন তারার জার্সি পরেই রোহিতরা শ্রীলঙ্কা সিরিজটা খেলবেন। যেমন, পুরোনো একটা তারার জার্সি পরেই ভারত সম্প্রতি জিম্বাবোয়ের টি২০ সিরিজে খেলেছে। শ্রীলঙ্কাতে টি২০ সিরিজ খেলার সময় বদলে গিয়েছিল সেই জার্সি।