IND Women vs SL Women 2024 Final Match Report: এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটাররা। ভারতকে কার্যত সহজ ভাবে ৮ উইকেটে হারিয়ে খেতাব জিতে ফেলল শ্রীলঙ্কার প্রমীলা বাহিনী। ভারতের ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে চামারি আতাপাত্তু এবং হর্ষিতা সমরাবিক্রমা দুরন্ত হাফসেঞ্চুরি করে যান। টানা সাতবারের বিজয়ী ভারত। অষ্টমবারের জন্য খেতাব জয়ের লড়াইয়ে নেমেছিল ভারত। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। প্ৰথমবারের মত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা।
ফাইনালে টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত স্কোরবোর্ডে তুলেছিল ১৬০ রান। জবাবে শ্রীলঙ্কা ১৮.২ ওভারেই স্কোরবোর্ডে ১৬৭ তুলে দেয় মাত্র ২ উইকেট হারিয়ে।
এর আগেও টুর্নামেন্টের ইতিহাসে শ্রীলঙ্কা পাঁচবার ফাইনালে উঠেছিল। তবে একবার-ও খেতাব জিততে পারেনি। এবার ভারতের মত শক্তিশালী দলকে হারিয়েই ট্রফি জিতলেন আতাপাত্তুরা।
ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে যান স্মৃতি মান্ধানা। ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৬০ রানের ইনিংস উপহার দিয়ে যান তিনি। বাকিদের মধ্যে কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি।ব্যাট হাতে কিছুটা রানের দেখা পেয়েছেন রিচা ঘোষ (১৪ বলে ৩০)। জেমিমা রদ্রিগেজ (২৯) শেফালি ভার্মা (১৬), হরমনপ্রীত কৌর (১১) করেন। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন অভিশা দিলহারি।
এরপরে শ্রীলঙ্কার ইনিংসের ওপেন করতে নেমে চামারি আতাপাত্তু ৪৩বলে ৬১ রানের ইনিংস খেলে যান। হাঁকান ২ ওভার বাউন্ডারি, ৯ বাউন্ডারি। হর্ষিতা সমরাবিক্রমা ৫১ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। দিলহারি ১৬ বলে ৩০ রানের ক্যামিও খেলে যান। ভারতীয় বোলাররা মোটেও সফল হতে পারেননি। একমাত্র উইকেট দখল করেন দীপ্তি শর্মা।