IND vs WI 1st T20 Match LIVE Cricket Score: কলকাতায় পাঁচ উইকেটে জিতেই টি-২০ সিরিজের শুভারম্ভ করল রোহিত শর্মা অ্যান্ড কোং। রবিবার তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। এদিন ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সে ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল উইন্ডিজ। জবাবে এক ওভার এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। যদিও ভারতকে ম্যাচে রীতিমতো বেগ দিয়েছিল ব্রাথওয়েটের দল। কিন্তু দীনেশ কার্তিক (২৪ বলে অপরাজিত ৩১) ও শেষে অভিষেককারী ক্রুনাল পাণ্ডিয়ার (৯ বলে অপরাজিত ২১) ব্যাটে ভর করে ভারত জিতে যায়।মঙ্গলবার লখনউতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১১ নভেম্বর টি-২০ সিরিজের শেষ খেলা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।
টেস্ট ও ওয়ান-ডে'র পর টি-২০ সিরিজে বিরাট কোহলিকে বিশ্রামে পাঠিয়েছে বোর্ড। তাঁর পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছে সদ্য ভারতকে এশিয়া কাপ দেওয়া রোহিত শর্মার হাতে। নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য এই টি-২০ সিরিজে মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়েছেন নির্বাচকরা। ধোনির পরিবর্তে ঋষভ পন্থের সামনে সুযোগ রয়েছে উইকেটের পিছনে ও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার জন্য। ধোনি-কোহলি হীন ভারতকে জেতানোটা অবশ্যই রোহিতের কাছে একটা চ্যালেঞ্জের। ইডেন গার্ডেন্স বরাবরই হিটম্যান রোহিতের পয়মন্ত মাঠ। আজ আরও একবার রোহিতের কাছ থেকে ভাল কিছুর আশায় থাকবে কলকাতার ফ্যানেরা।
LIVE Score, India vs West Indies 1st T20 Match Live Cricket Score Updates:
10.17 pm: পাণ্ডিয়ার ব্যাটেই ভারতের পাঁচ উইকেটে জয়।
10.16 pm: পাণ্ডিয়ার ফ্লিকে চার।
10.11pm: ১৮ বলে ১০ রান প্রয়োজন ভারতের। জয়ের দরজায় রোহিত অ্যান্ড কোং।
10.10 pm: পাণ্ডিয়ার দুরন্ত লেট কাটে চার।
10.07 pm: রিভার্স সুইপে দুরন্ত চার ক্রুনাল পাণ্ডিয়ার। ১৬ ওভার শেষে ভারত পাঁচ উইকেট হারিয়ে ৯৪। ২৪ বলে প্রয়োজন আর ১৬ রান।
10.02 pm: মণীশ আউট (২৪ বলে ১৯) (কট অ্যান্ড বোল্ড পিয়ের) ভারত ৮৩/৫
9.59 pm: ৩৬ বলে ৩০ রান প্রয়োজন ভারতের। জয় প্রত্যাশিত। কার্তিক-পাণ্ডে দু'জনেই দারুণ ছন্দে রয়েছেন।
9.57 pm: দুরন্ত ব্যাকফুট অফড্রাইভে মণীশ পাণ্ডের চার।
9.54 pm: ১৩ ওভার শেষ। ভারতের সাত ওভারে প্রয়োজন আর ৩৭ রান। হাতে রয়েছে ডজন উইকেট। ক্রনাল পাণ্ডিয়া নামবেন এরপর। এই ফর্ম্যাটে ব্যাটে-বলে কামাল দেখাতে ওস্তাদ হার্দিক পাণ্ডিয়ার দাদা।
9.51 pm: ১১ ওভারের শেষ দু'বলে পরপর চার মারলেন কার্তিক। পোলার্ডের ওভারে মারলেন তিনটি চার। ১২ ওভার শেষে ভারত চার উইকেট হারিয়ে ৬৯। ভারতকে জয়ের রাস্তায় নিয়ে যাচ্ছেন কার্তিক-মণীশ। অভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন দীনেশ।
9.48 pm: পোলার্ডকে দুরন্ত চারে স্বাগত জানালেন কার্তিক। ফাইন লেগ দিয়ে উড়িয়ে দিলেন ডিকে।
9.47pm: পিয়েরকে এনে ব্রাথওয়েট ভারতকে চাপে রাখলেন। এই ওভারে এল মাত্র তিন রান। ১১ ওভার শেষে ভারত চার উইকেট হারিয়ে ৫৭ তুলল। হাতে আর ন'ওভার আছে ভারতের প্রয়োজন ৫৩ রান।
9.40pm: ১০ ওভার শেষ। এর মধ্যে পড়ে গেছে ভারতের চার উইকেট। হাতে আর ডজন উইকেট রোহিতদের। প্রয়োজন ৫৬ রান। ক্রিজে দীনেশ আর মণীশ সেট হয়ে গিয়েছেন। ধরে খেললেই অনায়াসে জয় চলে আসবে ভারতের। উইকেট না-হারানোই এখন মঙ্গল দলের জন্য।
9.37pm: ইডেনে জ্বলছে মোবাইলের টর্চ। ভারতের স্টেডিয়ামগুলোতে এখন পরিচিত দৃশ্য এটা। রোহিতদের সমর্থনে আজ মাঠে এসেছেন ৪৬,২২৬ জন দর্শক। চলছে ডিজে-র মিউজিক। ফুটছে ইডেন।
9.35 pm: ওভার বাউন্ডারি! থমাসের শট বল ডাগ-আউটে পাঠালেন দীনেশ। এরসঙ্গেই ভারতের ৫০ রান পার হয়ে গেল।
9.32 pm: আগুনে থমাস! বল করলেন ১৪৯ কিলোমিটার বেগে। মণীশ কোনও রকমে এক রান নিলেন।
9.27pm: বলে কামাল ব্রাথওয়েটের। তুলে নিলেন রাহুলের উইকেট। উইন্ডিজের বড় শিকার। ২২ বলে ১৬ করে ফিরে গেলেন সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান। ভারতের বিপর্যয় অব্যাহত। কিন্তু ডিসাস্টার ম্যানেজমেন্টের কাজটা করতে হবে কাউকে। নাহলে জেতা ম্যাচ মাঠেই রেখে আসতে হবে রোহিতদের। ভারত চার উইকেট হারিয়ে ৪৫। ক্রিজে এলেন নিদাহাস ট্রফির নায়ক দীনেশ কার্তিক।
9.24pm: পলকে মাথার উপর দিয়ে চার মণীশের। ইডেনের আউটফিল্ডের পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি। সাত ওভার শেষে ভারত ৪৪।
9.21pm: ছ'ওভার শেষে ভারত তিন উইকেট হারিয়ে ৩৫। একের পর এক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোটাই এখন চ্যালেঞ্জ রোহিতদের। প্রথম তিন ব্যাটসম্যান ফিরে যাওয়ার চাপটা সামলাতে হবে মিডল অর্ডারকে। ক্রিজে রাহুল-মণীশ। দু'জনেরই টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতা যথেষ্ট।
9.17pm: আউট হয়ে গেলেন পন্থ। ব্রাথওয়েটের বলে ঠিকমতো কানেক্ট করতে পারলেন না। পয়েন্টে ব্র্যাভোর হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। চার বলে এক রান করলেন তিনি। আবার ম্যাচে উইন্ডিজ। চাপে ভারত। ক্রিজে এলেন মণীশ পাণ্ডে। ভারত ৩৫/৩।
9.13pm: থমাসের বলে ব্যাক-টু-ব্যাক চার রাহুলের। পাঁচ ওভার শেষ ভারতের স্কোর ৩২। খেলাটা ধরে নিয়েছেন রাহুল-পন্থ। এবার উইন্ডিজ বোলারদের ওপর আধিপত্য ফলাচ্ছেন তাঁরা।
9.09pm: চার ওভার শেষ। ভারত দু'উইকেট হারিয়ে ২২। পন্থ-রাহুল ধীরেধীরে ইনিংসটা ধরছেন। সুযোগ পেলেই কথা বলাচ্ছেন ব্যাটকে।
9.07pm: পলকে দুরন্ত চার রাহুলের। ক্রিকেটের ক্লাসিক শট একেবারে। কভার চিরে বেরিয়ে গেল বল।
9.05pm: দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেল ভারত। এখন পন্থ আর রাহুল ক্রিজে। দু'জনকেই দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে। কাজটা কঠিন নয়, দরকার একটু স্থিরতার। তিন ওভার শেষে ভারত ১৬/২
9.02pm: ধাওয়ান আউট! সেই থমাস। এই নিয়ে তৃতীয়বার থমাসের শিকার হলেন ধাওয়ান। ভারত হারাল দুই ওপেনারকেই। আট বলে তিন রানের ইনিংস খেলে বোল্ড হয়ে গেলেন গব্বর। চাপে ভারত। ভারত ১৬/২। ক্রিজে এলেন ঋষভ পন্থ।
9.00pm: থমাসের বলে লেগ বাইতে চার পেলেন ধাওয়ান।
8.56pm: দু'ওভার শেষে ভারত এক উইকেট হারিয়ে ১১। ক্রিজে ধাওয়ান ও রাহুল। রোহিত আউট হওয়ার পর আপাতত এই জুটিটাকেই ইনিংস ধরতে হবে। ওপেনিং পার্টনারশিপ ম্যাচে ফারাক গড়ে দেয়। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে হবে।
8.51pm: ক্যাপ্টেন আউট! থমাসের বলে রামদিনের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন হিটম্যান। রোহিত ফিরলেন ৬ বলে ৬ রান করে। ক্রিজে এলেন লোকেশ রাহুল। ভারত প্রথম ওভারের শেষ এক উইকেট হারাল সাত রানের মাথায়। শুরুতে এই আঘাতটা ভারতকে একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিল।
8.46pm: থমাসের বলে রোহিতের দুরন্ত চার।
8.43pm: নেমে পড়ল ভারত। ওপেনিংয়ে চেনা জুটি রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।
8.35pm: ইনিংস শেষ। ভারতকে জেতার জন্য ১১০ রানের টার্গেট দিল উইন্ডিজ।
What a spell from Kuldeep Yadav!
His 3/13 has given India the upper hand, though some late blows from debutant Fabian Allen and Keemo Paul have kept the Windies just about in the hunt.
India need 110 to win.#INDvWI LIVE ⬇https://t.co/62bWHZv4lD pic.twitter.com/C1NJxOuuYs
— ICC (@ICC) November 4, 2018
8.31pm: শেষ ওভারে বুমরা। তিনি ছাড়া রোহিত আর কাকেই বা দেবেন!
8.30pm: কিমো পলের ব্যাট থেকে পরপর চার। শতরান টপকে গেলে উইন্ডিজ। এই ওভারে এল ১৬ রান। উইন্ডিজ ১৯ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১০৩। হাতে শেষ ওভার।
8.28pm: চার মারলেন পিয়ের। এখন মরিয়া উইন্ডিজ। যত বেশি রান তোলা যায় স্কোরবোর্ডে।
8.26pm: অ্যালেন আউট (কট যাদব বল আহমেদ, ২০ বলে ২৭) উইন্ডিজ ১৮ ওভারে আট উইকেট হারিয়ে ৮৭।
8.25pm: অ্যালেনের চার আহমেদকে। বলের গতিপর্থ পরিবর্তন হতেই রান এসে গেল।
8.21pm: ডেথ ওভার বিশেষজ্ঞ বুমরার ইয়র্কে ভরা ওভারে এল এগারো রান। ১৭ ওভারের শেষে সাত উইকেট হারিয়ে ৮১ তুলতে পারল উইন্ডিজ। এখনও পর্যন্ত ৬৯টি ডট বল হয়েছে। বোঝাই যাচ্ছে যে, রোহিতের বোলাররা কত'টা ভাল পারফর্ম করেছেন এদিন।
8.17pm: রাহুলের আবার খারাপ ফিল্ডিং। চার হজম করতে হল ভারতকে।
8.15pm: ১৬ ওভার শেষ। উইন্ডিজের স্কোরবোর্ডে সাত উইকেট হারিয়ে ৭০ রান। ক্রিকেটের এই ফর্ম্যাটে উইন্ডিজ বিশ্ববিখ্যাত। কিন্তু এখানেও তাদের পর্যুদস্ত হচ্ছেন প্রতি পদে। উইন্ডিজরা এখন ক্রিকেটের কোনও সংস্করণেই দাগ কাটতে ব্যর্থ।
8.12pm: লোকেশ রাহুল ক্যাচ মিস করলেন। চার হজম করলেন উমেশ।
8.08pm: প্লাম এলবিডব্লিউ হলেন ক্যাপ্টেন! সাত উইকেট হারাল উইন্ডিজ। কুলদীপ যাদবের চলে এল ম্যাচের তিন নম্বর উইকেট। ১১ বল খেলে চার রান করে ফিরলেন ব্রাথওয়েট। উইন্ডিজ সাত উইকেট হারিয়ে ৬৩। এখনই বলে দেওয়া যাচ্ছে যে, অঘটন না-ঘটলে ম্যাচের শেষ হাসি থাকবে রোহিতেরই। উইন্ডিজদের আত্মসমর্পণ দৃশ্যমান।
8.05pm: ১৪ ওভার শেষে উইন্ডিজ ছ'উইকেট হারিয়ে ৫৮ তুলল। বাকি ছ'ওভারে এবার মার ছাড়া কোনও রাস্তাই খোলা নেই তাঁদের সামনে। ক্রিজে ক্যাপ্টেন ব্রাথওয়েট ও অ্যালেন। এই ইডেনে ব্রাথওয়েটের ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল। দেখা যাক আজ কী করেন তিনি!
8.00pm: আউট রোভম্যান পাওয়েল ( কট কার্তিক বোল্ড কুলদীপ যাদব) ১৩ বলে চার রান করলেন তিনি। উইন্ডিজ ৫৬/৬। হাফ ডজন উইকেট হারিয়ে এখন রীতিমতো ধুঁকছে উইন্ডিজ। ভারত ক্রমশ তাদের ঘাড়ের ওপর চেপে বসছে।
7.58pm: টিমের পারফরম্যান্সে খুশি ক্যাপ্টেন। কথা বলছে তাঁর অভিব্যক্তি। উইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে ৫৪। হাতে আর আট ওভার রয়েছে তাদের। ভারত চাইবে দ্রুত আর পাঁচ উইকেট ফেলতে।
That moment when you get a???????? from the Skipper ????
Windies 34/3 after 7 overs.#INDvWI pic.twitter.com/gq4VY8kTmS
— BCCI (@BCCI) November 4, 2018
7.53pm: অনবদ্য ক্যাচ শিখর ধাওয়ানের! বাউন্ডারি লাইনে অ্যাথলেটিসিজম দেখালেন গব্বর। লাফিয়ে তালুবন্দি করলেন তিনি। ব্র্যাভো ফিরে গেলেন কুলদীপের বলে। ১০ বলে পাঁচ রান করলেন তিনি। ম্যাচে চালকের আসনে ভারত। উইন্ডিজ ৪৯/৫।
7.52pm: ১০ ওভার শেষ! উইন্ডিজ চার উইকেট হারিয়ে ৪৯। এখান থেকে এখন বড় রানের পথেই এগোতে হবে ক্যারিবিয়ানদের। হাতে আর শেষ ১০ ওভার। দ্রুত রানের গতি বাড়াতে হবে উইকেট না খুইয়ে।
7.48pm: আউট পোলার্ড (কট পাণ্ডে বল পাণ্ডিয়া)। ১৪ বলে ২৬ করে ফিরলেন তিনি। পাণ্ডিয়ার প্রথম আন্তর্জাতিক উইকেট চলে এল।
Mumbai Indian gets Mumbai Indian!
Krunal Pandya dismisses Kieron Pollard for his first international wicket.
WI are 49/4, and in quite a bit of trouble.#INDvWI LIVE ⬇https://t.co/62bWHZv4lD pic.twitter.com/dwLywt9Y7T
— ICC (@ICC) November 4, 2018
Celebrations galore for @krunalpandya24 as he gets his first international wicket ????????#INDvWI pic.twitter.com/AYFsHS7Y6p
— BCCI (@BCCI) November 4, 2018
7.47pm: কুলদীপ এসে উইন্ডিজের রানের গতিটা কমিয়ে দিলেন। তাঁর ওভারে এল মাত্র তিন রান। ন ওভার শেষে উইন্ডিজের স্কোর তিন উইকেট হারিয়ে ৪৭। পোলার্ডকে ফেরানোর লক্ষ্যই এখন ভারতের।
7.42pm: ওভার বাউন্ডারি! ম্যাচের প্রথম ছয়। পাণ্ডিয়ার বলে সোজা তুলে দিলেন বোলারের মাথার ওপর দিয়ে। এসব শটের জন্যই পরিচিত তিনি। আইপিএল-এ এরকম ঝলক বহুবার দেখা গিয়েছে।
7.36pm: সাত ওভার শেষে ৩৪ রান তুলল উইন্ডিজ। হাতে সাত উইকেট। এই মুহূর্তে পোলার্ড-ব্র্যাভোরা ধীর লয়ে খেলাটা ধরার চেষ্টা করছেন। কিন্তু কুড়ি ওভারের ম্যাচে সেভাবে সেট হওয়ার জন্য ব্যাটসম্য়ানদের হাতে সময় থাকে না। ফলে রান রোটেট করাই একমাত্র রাস্তা।
7.31pm: ছ'ওভার শেষে উইন্ডিজ তিন উইকেট হারিয়ে ৩১। উইন্ডিজ লাইন-আপে এখনও পাওয়েল ও ব্রাথওয়েটের মতো মারকুটে ব্যাটসম্যানরা রয়েছে। এই মুহূর্তে ক্রিজে পোলার্ড ও ব্র্যাভো। পোলার্ড আইপিএল-এর সৌজন্য়ে ইডেনের পিচের সঙ্গে রীতিমতো পরিচিত। যে কোনও সময় ম্যাচের মোড় ঘোরাতে তিনি ওস্তাদ।
7.29pm: আজ দু’দলের মোট পাঁচ ক্রিকেটারের আন্তর্জাতিক টি-২০ অভিষেক হল। ভারতের ক্রনাল পাণ্ডিয়া ও খালিল আহমেদের সঙ্গে উইন্ডিজের ওশানে থমাস, ফাবিয়ান অ্যালেন ও খারি পিয়েরের। পাঁচ ওভার শেষে উইন্ডিজ তিন উইকেট হারিয়ে ২৯।
There are FIVE T20I debutants today - Krunal Pandya and Khaleel Ahmed for India, and Oshane Thomas, Fabian Allen and Khari Pierre for the Windies.
Which one are you most looking forward to seeing in action?#INDvWI LIVE ⬇https://t.co/62bWHZv4lD pic.twitter.com/FOC9CWSzew
— ICC (@ICC) November 4, 2018
7.26pm: হেটমায়ার আউট! (৭ বলে ১০) বুমরার শট বল পুল করতে গিয়ে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ আউট হয়ে গেলেন তিনি। ম্যাচের রাশ এখনই ভারতের হাতে। তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন-আপ।
7.25pm: বুমরাকে চার মারলেন হেটমায়ার। উমেশরা চেষ্টা করেও বল আটকাতে পারলেন না।
7.22pm: জোড়া উইকেট খুইয়ে কিছুটা হলেও চাপে উইন্ডিজ। চার ওভার শেষে তাদের স্কোরবোর্ডে ২২। ভারত জাঁকিয়ে বসছে ম্যাচে।
7.17pm: দ্বিতীয় উইকেট! রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হল শে হোপকে। ১০ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ক্রিজে এলেন কায়রন পোলার্ড।
Oopsie Daisy, the comical run-out
KL Rahul throws it haywire, Dinesh Karthik leaps, Manish Pandey backs up and takes the bail off. Hope and Hetmyer run to the crease. One run-out, series of comedies ????????
????️????️https://t.co/W50nXKRj3z #INDvWI pic.twitter.com/eqe6evvDkn
— BCCI (@BCCI) November 4, 2018
7.16pm: তিন ওভার শেষে উইন্ডিজ এক উইকেট হারিয়ে ২২। হেটমায়ারের আর হোপের জুটি ভাঙাই রোহিতদের এখন লক্ষ্য়। তবেই আসবে আবার ধাক্কা।
7.14pm: যাদবের বলে হেটমায়ারের চার। ফ্রন্ট ফুটে এসে খেলে দিলেন ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান।
7.11pm: প্রথম উইকেট! দীনেশ রামদিন ( কট কার্তিক বোল্ড যাদব, ২) ক্রিজে এলেন শিমরন হেটমায়ার।
7.10pm: ওভারের শেষ বলে চার খালিলকে চার মারলেন হোপ। উইন্ডিজ ১৬/০
7.06pm: দ্বিতীয় ওভারে এলেন খালিল আহমেদ।
7.04pm: আবার চার! যাদবের শট বলের পুরো ফায়দা তুললেন হোপ। প্রথম ওভারে চলে এল আট রান।
7.02pm: দ্বিতীয় বলেই চার হজম করলেন উমেশ। ইডেনের আউটফিল্ড বরাবরই ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দেয়। এবারও তার ব্যতিক্রম হল না। হোপের ফরোয়ার্ড পুশ আটকাতে হিমশিম খেলেন অভিষেককারী ক্রুনাল। দুরন্ত টাইমিং ছিল।
7.00pm: খেলা শুরু। ক্যারিবিয়ানদের হয়ে ওপেন করতে নামলেন দীনেশ রামদিন ও হোপ। বল হাতে ওপেন করলেন উমেশ যাদব। এদিন মহম্মদ আজহারউদ্দিন ঘণ্টা (ইডেন বেল) বাজিয়ে ম্যাচের সূচনা করলেন।
6.55pm: ম্যাচের আগে নিয়মমাফিক জাতীয় সঙ্গীত।
6.48pm: ওয়ার্ম-আপ টাইম! বিসিসিআই বলছে অল সেট
All set ????????????#INDvWI pic.twitter.com/YkspgjQkuU
— BCCI (@BCCI) November 4, 2018
6.42pm: ইডেনে অনেকদিন পর খেলা। দর্শকরা ইতিমধ্যেই মাঠ ভরাতে শুরু করে দিয়েছেন। দীপাবলির আগে কলকাতাবাসীর কাছে এটা একটা বড় উপহার। যদিও ধোনি-কোহলিদের না-দেখতে পাওয়ার হতাশা শহরবাসীর মনের মধ্যে রয়েছে। তবুও রোহিতদের সমর্থনে ইডেনমুখী কলকাতার ক্রিকেট ফ্যানেরা।
6.41pm: ওয়েস্ট ইন্ডিজ: আর পাওয়েল, ডিএম ব্র্যাভো, এস হোপ, এস হেটমায়ার, ডি রামদিন, কে পোলার্ড. সি ব্রাথওয়েট, কে পল, এফ অ্যালেন, কে পিয়ের ও ও থমাস।
6.4০pm: দেখে নিন ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, ক্রুনাল পাণ্ডিয়া, কেদার যাদব, যসপ্রীত বুমরা, খালিল আহেমদ ও উমেশ যাদব।
???????? Playing XI for the 1st T20I.
Live - https://t.co/902YX5Ecwq #INDvWI pic.twitter.com/Sd6rkePA9F
— BCCI (@BCCI) November 4, 2018
6.30pm: টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত। বললেন, অতীতের অভিজ্ঞতা থেকে এখানে রান চেজ করে জেতাটাই তাঁর কাছে সহজ বলে মনে হয়। শিশিরও একটা বড় ফ্যাক্টর বলেই মত রোহিতের। যদিও তিনি বলছেন এই ম্যাচে এটার খুব একটা প্রভাব পড়বে না। তারা বেসিক ক্রিকেটটাই খেলতে চায় আজ।
#TeamIndia wins the toss and will bowl first against Windies in the 1st T20I.#INDvWI pic.twitter.com/he5OswpV6t
— BCCI (@BCCI) November 4, 2018
6.24pm: ইডেনের পিচ দেখে সুনীল গাভাস্কর বলছেন, পিচে ক্র্যাক রয়েছে। কিন্তু সেটা খুব একটা প্রভাব ফেলবে না। সারফেস বেশ শক্ত। প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যানের মতে প্রথমে ব্যাট করে ১৭৫ রান যথেষ্ট ভাল। অন্য়দিকে মুরলী কার্তিক বললেন, সন্ধ্যের দিকে শিশির পড়লেও বোলিংয়ে সেটা প্রভাব ফেলবে না।
6.10pm: ক্রুনাল পাণ্ডিয়া থাকছেন প্রথম একাদশে। জাতীয় দলের ক্যাপ পেলেন তিনি। রোহিতের নেতৃত্বে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। এবার দেশের জার্সিতে খেলবেন তিনি। পাণ্ডিয়া জানিয়েছেন যে, রোহিত সবসময় ক্রিকেটারদের নিজেদের মনোভাব প্রকাশ করার স্বাধীনতা দেন। হিটম্যানের সমর্থন থাকে সবসময়। দলের প্রয়োজনে পাণ্ডিয়া যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি আছেন।