Advertisment

বুধবার-ই ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০, প্ৰথম এগারো কেমন সাজাচ্ছেন রোহিতরা

টি২০ সিরিজ শুরুর আগেই টিম ইন্ডিয়া থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বদলে স্কোয়াডে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার টি২০ সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। তিন ম্যাচের টি২০ খেলা হবে যথাক্রমে বুধবার, শুক্রবার এবং রবিবার।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ম্যানেজমেন্ট নিজেদের বেঞ্চ স্ট্রেন্থ যাচাই করে নিতে চায়। সেই কারণে আবেশ খান, হর্ষল প্যাটেল, রবি বিশ্নোইদের যথাসম্ভব পরখ করে নিতে চায় ম্যানেজমেন্ট।

দেখে নেওয়া যাক প্ৰথম টি২০-তে ভারত কেমন এগারো বাছতে চলেছে-
ওপেনিং: শিখর ধাওয়ান নেই। কেএল রাহুল চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এমন অবস্থায় রোহিত শর্মার ওপেনিং পার্টনার হতে চলেছেন রুতুরাজ গায়কোয়াড। তিনটে টি২০-তেই রোহিত-রুরুরাজ ওপেনিং কম্বিনেশন দেখা যেতে পারে।

আরও পড়ুন: নিলামে KKR-এর মাস্টারস্ট্রোক ‘দ্বিতীয় নারিন’কে তুলে! টেনিস বলের এই তারকাই এখন তুরুপের তাস

ইডেন ফের একবার বিরাট কোহলির কাছে পরীক্ষার মঞ্চ হিসাবে আবির্ভূত হতে চলেছে। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোহলি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। ওয়ানডেতে নেতৃত্ব হারাতে হয়েছে আগেই। বাকি দুই ফরম্যাটেও অধিনায়কত্ব ছেড়েছেন। এমন অবস্থায় বিরাট কোহলি কলকাতায় টি২০ সিরিজে কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবো ক্রিকেট মহলের। তিনে যথারীতি থাকবেন তিনি।

মিডল অর্ডারে ভারত একাদশ সাজাবে সম্ভবত ঈশান কিষান, সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থকে দিয়ে। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে সূর্যকুমার মাত্র ১০৪ রান করেছিলেন। টি২০ সিরিজে আরও ভাল করতে মরিয়া তিনি। পন্থ আবার দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়ার জার্সিতে ওপেন করেছিলেন। করেছিলেন মাত্র ১৮। শেষ ওয়ানডেতে অবশ্য মিডল অর্ডারে ব্যাট করে ৫৬ করেন। টি২০ সিরিজে মিডল অর্ডারেই দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: ১৫০ কিমি গতিতে আগুন ছোটান কাশ্মীরি এই পেসার! মাত্র ২০ লাখে কিনে চমক KKR-এর

এদিকে অলরাউন্ডারের কোটায় সম্ভবত শার্দূল এবং দীপক চাহার দুজনেই খেলবেন। ভুবনেশ্বর কুমার দক্ষিণ আফ্রিকা সফরের পরে ওয়ানডে থেকে বাদ পড়েছেন। এবার টি২০-তেও খারাপ খেললে চিরতরে জায়গা হারাতে পারেন তিনি।

ওয়াশিংটন সুন্দর একদিন আগেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। সেক্ষেত্রে স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহালের সঙ্গী হতে পারেন রবি বিশ্নোই।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নোই

West Indies Eden Gardens Indian Cricket Team Indian Team
Advertisment