Advertisment

দুই মারকুটে তারকার অভিষেক ক্যারিবিয়ান টেস্টেই! চমকের পর চমক দিয়ে দল গড়ছে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্ৰথম টেস্টে কেমন দল সাজাচ্ছে ভারত, জেনে নিন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডমিনিকায় প্ৰথম টেস্ট খেলতে নামছে ভারত। সেই টেস্টেই ভারত সম্পূর্ণ নতুন টেমপ্লেট নিয়ে দল সাজাতে চলেছে। কেএস ভরতের জায়গায় ঈশান কিষান এবং প্ৰথম একাদশে জোড়া স্পিনার নিয়ে দল গড়তে চলেছে টিম ইন্ডিয়া। চলতি বছরে পাঁচ টেস্ট খেলার পরেও টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পারেননি ভরত। তাই ঈশান কিষানকে টেস্ট অভিষেক উপহার দিতে বদ্ধপরিকর ভারত। তবে স্পিনারদের বিপক্ষে ঈশানের কিপিং দক্ষতা নিয়ে এখনও দলীয় স্তরে সংশয় রয়েছে। যে কারণে একদম শেষ মুহূর্তে শিকে ছিঁড়তে পারে কেএস ভরতের। ম্যাচের দিন যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচনের সময় ঈশান কিষানকে দলের ফার্স্ট চয়েস কিপার করার বিষয়ে আলোচনা হয়েছিল। দ্বিতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে টিম ম্যানেজমেন্টের পছন্দ ছিল উপেন্দ্র যাদব এবং কেএস ভরতের মধ্যে একজন। সেশমেষ ভরতকে আরও একবার সুযোগ দেওয়ার পথে হাঁটলেও ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থতা ঈশানকে দলের এই মুহূর্তে ফার্স্ট চয়েস কিপার হিসাবে বেছে নিতে বাধ্য করেছে। বিদেশি সিমারদের সামনে অসহায় লেগেছে ঈশানকে।

সমস্যা রয়েছে অন্য জায়গায়। ঝাড়খণ্ডের হয়ে ঈশান কিষান মোটেই ফার্স্ট চয়েস কিপার নন। তিনি খেলেন স্রেফ ব্যাটসম্যান হিসেবে। দুই স্পিনারকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কীভাবে কিপ করবেন ঈশান, তা নিয়ে সংশয় রয়েছে।

ভারত পাঁচ ব্যাটসম্যান নিয়ে দল সাজাচ্ছে। সেই কারণেই লোয়ার অর্ডারের কাছে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা অনেক। ঈশান লোয়ার অর্ডারে নেমে আগ্রাসী ইনিংসে ম্যাচের রং বদলে দেওয়ার সামর্থ্য রাখেন।

ক্যারিবিয়ান সফরে দুই টেস্টের মাধ্যমে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে সূচনা করছে ভারত। ডমিনিকার রসৌয়ের পর দ্বিতীয় টেস্ট হবে পোর্ট অফ স্পেন।

চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে টেস্ট দলের রূপান্তর পর্ব শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। দুটো টেস্ট জিতে ভারত আপাতত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বের ভাল সূচনা করতে চাইছে। যশস্বী জয়সোয়াল তিন নম্বর পজিশনে নামবেন পূজারার জায়গায়। এছাড়াও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলে আরও তিনটি বদল ঘটতে পারে।

ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ রিডিংয়ে ভয়ংকর ভুল করেছিল ভারত। অশ্বিনকে বাদ দিয়ে চার সিমার দিয়ে দল সাজানো হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজে এমনিতে পেসাররা সুবিধা পেয়ে থাকে। তবে ডমিনিকার উইন্ডসর পার্ক কিছু স্লো বোলারদের সহায়ক। মোট পাঁচ টেস্ট খেলা হয়েছে ডমিনিকায়। সর্বশেষ টেস্ট হয়েছিল ২০১৭-য়। সেই ম্যাচে স্পিনাররা ভাল সাফল্য পেয়েছিলেন। শ্যেন সিলিংফোর্ড, মাইকেল ক্লার্ক, দেবেন্দ্র বিশু, ইয়াশির শাহরা এখানে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। নরসিংহ দেওনারায়ণ, নাথান লিয়ন, রস্টন চেজ, হরভজন সিংদের মত স্পিনাররাও এখানে সফল।

ঘটনা হল উপমহাদেশ ছাড়া একমাত্র ক্যারিবিয়ান সফরেই ভারত জোড়া স্পিনার খেলাতে দ্বিধাবোধ করে না। যদিও ২০১৯-এ শেষবারের সফরে ভারত তিন পেসার, এক স্পিনারে আক্রমণ সাজিয়েছিল। ভারতে পেস বোলিং বিভাগে এই মুহূর্তে অভিজ্ঞতার অভাব রয়েছে। তা ঢাকতেই অশ্বিন-জাদেজার অন্তর্ভুক্তি ঘটতে পারে প্ৰথম টেস্টে।

মহম্মদ শামি বিশ্রামে। জসপ্রীত বুমরা চোটের কারণে বাইরে। মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরদের অভিজ্ঞতার ওপর নির্ভর করবে ভারত। তৃতীয় সিমার হিসাবে নভদীপ সাইনি, মুকেশ কুমারের মধ্যে লড়াই।

Read the full article in ENGLISH

West Indies Indian Cricket Team
Advertisment