Advertisment

অভিষেক টেস্টেই কুকীর্তি ঈশানের! কোহলিকেও বললেন 'সরে দাঁড়াতে', দেখুন ভাইরাল ভিডিও

অভিষেক ঘটিয়েই শিরোনামে ঈশান কিষান, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থ হচ্ছিলেন কেএস ভরত। তাই শেষমেশ ভরতকে বসিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক ঘটিয়ে দেওয়া হয়েছে ঈশান কিষানের। আর ডমিনিকা টেস্টে সুযোগ পেয়েই ব্যাট হাতে সদ্ব্যবহার করেছেন কিষান। প্ৰথমে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫০ রানে গুটিয়ে দেওয়ার পর ভারত বিনা উইকেটে স্কোরবোর্ডে তুলে ফেলেছে ৮০ রান। রোহিত শর্মার সঙ্গেই ক্রিজে ব্যাটিং করছেন ঈশান।

Advertisment

শুধু ব্যাট হাতেই নয়, কিপার হিসাবেও নজর কাড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের সুপারস্টার। বেশ কয়েকটা দারুণ ক্যাচ পাকড়ালেন ঈশান। এর মধ্যেই ঈশান সম্পূর্ণ অন্য কারণে শিরোনামে উঠে এলেন।

অভিষেক ঘটানো ম্যাচে ঈশানকে দেখা গেল স্লেজিং করতে। একবার নয়। একাধিকবার। স্ট্যাম্পের পিছনে সারাক্ষণ ক্যারিবীয় ব্যাটসম্যানদের মনযোগে চিড় ধরানোর কাজ করে গেলেন। এমনকি ফিল্ডিং প্লেসমেন্ট করতেও দেখা গেল ঈশানকে।

এক নেটিজেন ঈশানের একাধিক ভিডিওর কোলাজ করেছেন। যেখানে ঈশানের অভিষেক টেস্টের টানা স্লেজিং ফাঁস হয়ে গিয়েছে। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল। সেই ভিডিওর এক পর্যায়ে ঈশানকে কোহলি (স্লিপ), জয়সোয়ালদেরও (সিলি পয়েন্ট) ফিল্ডিং পজিশন অদল-বদল ঘটানোর নির্দেশ দিতে শোনা গিয়েছে।

ডমিনিকার পিচে অশ্বিনের চকিত ঘূর্ণি তাঁকে কতটা অবাক করেছে, সেই প্রতিক্রিয়াও ফুটে উঠেছে ঈশানের উইকেটকিপিং করার সময়।

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভা ঈশান। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সুপারস্টারের তকমাও পেয়ে গিয়েছেন। চ্যাম্পিয়ন ঈশান এবার টেস্টে নিজের জায়গা পাকা করার সুযোগ পেয়েছেন। আগ্রাসী, আক্রমণাত্মক ঈশান টেস্টে নিজের জায়গা পাকা করতে পারেন কিনা, সেটা সময়ই বলবে।

Read the full article in ENGLISH

Indian Cricket Team West Indies
Advertisment