Advertisment

মাত্র তিনদিনেই খতম ওয়েস্ট ইন্ডিজ! যশস্বীর স্বপ্নের অভিষেক, অশ্বিনের ঘূর্ণিতে স্মরণীয় জয় ভারতের

দুই টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডমিনিকা টেস্ট খতম মাত্র তিনদিনে। ভারতের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস এবং ১৪১ রানে জিতে ক্যারিবিয়ান সফরের দু-টেস্টের সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫০ রানে গুটিয়ে দিয়ে ভারত প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে ৪২১/৫ তুলে ডিক্লেয়ার করে দিয়েছিল। ২৭১ রানের লিড নিয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে দেয় মাত্র ১৩০ রানে।

Advertisment

আর ডমিনিকায় ভারতের জয়ে জ্বলজ্বল করলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের ১২ জনকেই শিকার করলেন তিনি। প্ৰথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে অশ্বিনের দখলে ৭ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজাও। সিরাজ দুই ইনিংসেই একটি করে উইকেট নেন।

শনিবার তাসের ঘরের মত ভেঙে পড়ল ক্যারিবিয়ান ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে পাহাড়প্রমাণ রানের সামনে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করে যান আলিক আথানাজ (২৮)। জেসন হোল্ডার ২০ রানে অপরাজিত থেকে যান। পাঁচজন ক্যারিবিয়ান ব্যাটসম্যান দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি।

ওপেনার ক্রেগ ব্রেথওয়েট, চন্দ্রপল দুইজনই ৭ করে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে ৫০.২ ওভারের বেশি ক্রিজে টিকতে পারেননি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল প্ৰথম ইনিংসে। প্ৰথম ইনিংসেও ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করে যান আথানেজ। ৪৭ করেছিলেন তিনি। ক্যাপ্টেন ব্রেথওয়েট ২০ রানের বেশি করতে পারেননি।

জবাবে ভারতের ব্যাট করতে নেমে দুর্ধর্ষ সেঞ্চুরি উপহার দেন ক্যাপ্টেন রোহিত শর্মা (১০৩), যশস্বী জয়সোয়াল (১৭৬)। ওপেনিং জুটিতেই ভারত ২২৬ রান তুলে দিয়েছিল। যশস্বী অভিষেক টেস্টে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করে যান। শুভমান গিল এবং অজিঙ্কা রাহানে সেভাবে রান না পেলেও বিরাট কোহলি ৭৬ করেন। যশস্বীর পাশাপাশি অন্য অভিষেককারী ঈশান কিষান মাত্র ১ করেন।

West Indies Ravichandran Ashwin Indian Cricket Team
Advertisment