Advertisment

ইডেনে টি২০ মহারণে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ রোহিতদের! কখন, কোন চ্যানেলে খেলা দেখা যাবে

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজ। পরপর তিনটে টি২০ খেলবে দুই দল ইডেন গার্ডেন্সে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

India vs West Indies t20 2021, Schedule, Squads, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার টি২০ সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। তিন ম্যাচের টি২০ খেলা হবে যথাক্রমে বুধবার, শুক্রবার এবং রবিবার।

Advertisment

কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলরা চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ম্যানেজমেন্ট নিজেদের বেঞ্চ স্ট্রেন্থ যাচাই করে নিতে চায়। সেই কারণে আবেশ খান, হর্ষল প্যাটেল, রবি বিশ্নোইদের যথাসম্ভব পরখ করে নিতে চায় ম্যানেজমেন্ট।

ওয়ানডে সিরিজের অংশ ছিলেন না ভুবনেশ্বর কুমার। টি২০-র তিনটে ম্যাচেই সম্ভবত তারকাকে খেলানো হতে পারে।

আরও পড়ুন: KKR-এর স্কোয়াড নিয়ে আলোচনা তুঙ্গে, কেমন হতে চলেছে নাইটদের IPL একাদশ, হিসাব রাখুন

সূচি:
সিরিজের তিনটে টি২০ ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। বুধবার ১৬ ফেব্রুয়ারি প্ৰথম ওয়ানডের পর বাকি দুই ওয়ানডে যথাক্রমে ১৮ এবং ২০ ফেব্রুয়ারি।

Telecast and live streaming
তিনটে t20 ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা শুরু হবে সন্ধ্যে ৭.৩০-এ। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে ডিজনি+হটস্টারে

আরও পড়ুন: নিলামে KKR-এর মাস্টারস্ট্রোক ‘দ্বিতীয় নারিন’কে তুলে! টেনিস বলের এই তারকাই এখন তুরুপের তাস

টি-২০ সিরিজে ভারতের ১৮ সদস্যের স্কোয়াড: রোহিত শর্মা (Rohit Sharma, Captain), ঈশান কিশান (Ishan Kishan), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishabh Pant, wicket-keeper), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), দীপক চাহার (Deepak Chahar), শার্দূল ঠাকুর (Shardul Thakur), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), মহম্মদ সিরাজ (Mohd. Siraj), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), আবেশ খান (Avesh Khan), হর্ষল প্যাটেল (Harshal Patel), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) দীপক হুডা (Deepak Hooda), ও কুলদীপ (Kuldeep Yadav)

West Indies Indian Cricket Team Indian Team
Advertisment