Advertisment

একসঙ্গে একেবারে দুজনের অভিষেক! ভরতকে বাদ দিয়ে নতুন চেহারার টেস্ট দল নামাল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চমকের একাদশ গড়ে খেলতে নামল ভারত

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ঋষভ পন্থ ইনজুরিতে পড়ার পর এবং ঋদ্ধিমান সাহাকে জাতীয় দলের বৃত্তের বাইরে ছুঁড়ে ফেলার পর কেএস ভরতের সামনে সুযোগ ছিল টিম ইন্ডিয়ার জায়গা পোক্ত করার। তবে পাঁচ টেস্টেও খেলেও ব্যাট হাতে ভরসা জাগানোর মত পারফরম্যান্স উপহার দিতে পারেননি অন্ধ্রের উইকেটকিপার-ব্যাটার।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভরতকে রাখা হলেও তিনি আপাতত পন্থের অনুপস্থিতিতে আর ফার্স্ট চয়েস কিপার নন। ওয়েস্ট ইন্ডিজ সফরেই নতুন চেহারার ভারতীয় দলকে দেখা গেল।

ভরতকে বাইরে রেখে ঈশান কিষানকে ডমিনিকায় প্রথম টেস্টে সুযোগ দেওয়া হল। অভিষেক ঘটাতে চলেছেন ঈশান কিষান। ম্যাচের আগের দিনেই ক্যাপ্টেন রোহিত জানিয়ে দিয়েছিলেন, তাঁর ওপেনিং পার্টনার হবেন যশস্বী জয়সোয়াল। চেতেশ্বর পূজারার জায়গায় তিনে নামবেন শুভমান গিল। সেটাই হল।

যশস্বী জয়সোয়াল এবং ঈশান কিষানের অভিষেক ঘোষণা করে ক্যাপ্টেন রোহিত টসের সময় বলে দিলেন, "বেশ কয়েকদিন ধরেই এখানে রয়েছি। বার্বাডোজের ডমিনিকায় বৃষ্টির মুখোমুখিও হতে হল। অনুশীলন ম্যাচেও খেললাম। আমরা প্রথম টেস্টের জন্য ভালোভাবে প্ৰস্তুত।"

"ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখনও দু-বছর দূরে। তবে গত কয়েক বছর ধরেই আমরা ধারাবাহিক। নতুন বেশ কয়েকজন স্কোয়াডে রয়েছে। আমরা দল হিসেবে আরও উন্নতি করতে চাই। দুজন অভিষেককারী যাতে ম্যাচ উপভোগ করতে পারে, সেটা আমরা খেয়াল রাখব। ওঁদের জন্য ম্যাচটা একরা স্মরণীয় করে রাখতে চাই।"

টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন ক্রেগ ব্রেথওয়েট ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

Indian Cricket Team West Indies
Advertisment