ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্ৰথম টেস্টে মুখোমুখি নামছে ভারত। ডমিনিকার উইন্ডসর পার্কে মোকাবিলা করতে নামছে দুই দল। পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু করছে ভারত এই সিরিজের মাধ্যমেই।
উইন্ডসর পার্কের সারফেস ব্যাটিং সহায়ক। ম্যাচ যত গড়াবে ততই স্পিনারদেরও হালকা সাহায্য করতে পারে এই পিচ। তাই দুই দলকেই মানসিকভাবে তৈরি থাকতে হবে।
টেস্ট চলাকালীন ডমিনিকার আবহাওয়া গরম থাকবে। বলা হচ্ছে, এই আবহাওয়া বোলারদের নিংড়ে নিতে পারে। ম্যাচ নিয়ে বিস্তারিত জেনে নিন-
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্ৰথম টেস্ট কবে শুরু হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্ৰথম টেস্ট শুরু বুধবার ১২ জুলাই। ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময় সকাল ৯.৩০)।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্ৰথম টেস্ট লাইভ কোথায় দেখা যাবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্ৰথম টেস্ট লাইভ দেখা যাবে ডিডি স্পোর্টস নেটওয়ার্কে। ডিটিএইচ-এ এই খেলা উপলব্ধ নয়।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ডিজিটালে কোথায় লাইভ স্ট্রিম উপভোগ করা যাবে?
জিও সিনেমা এবং ফ্যান কোডে ক্যারিবিয়ান সিরিজ দেখা যাবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু কোথায়?
ডমিনিকার উইন্ডসর পার্কে প্ৰথম টেস্ট শুরু হবে।
Read the full article in ENGLISH