/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/yashasvi-jaiswal.jpg)
অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে ঝলমল করে উঠল ভারত। ডমিনিকা টেস্টে ক্যাপ্টেন রোহিত শর্মা যেমন শতরান হাঁকালেন, তেমন প্রথম টেস্টেই সেঞ্চুরি করে গেলেন যশস্বী জয়সোয়াল। ২২১ বলে সেঞ্চুরি হাঁকানোর পথে রোহিত ১০ বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি হাঁকালেন। যশস্বী আবার ২১৫ বলে সেঞ্চুরি করলেন। ব্যাট থেকে বেরোল ১১ বাউন্ডারি।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের কীর্তিও গড়ে গেলেন রোহিত-যশস্বী। ভারতের হয়ে অভিষেক টেস্টে শতরানকারীদের তালিকায় ১৭ নম্বরে নাম লেখালেন যশস্বী। এর আগে এই নজির গড়েছিলেন শ্রেয়স আইয়ার। কানপুর টেস্টে খেলতে নেমেই ঝকঝকে শতরান করেন আইয়ার।
A यशस्वी start to your Test career, @ybj_19! Well done.👏🏼
And a splendid century by @ImRo45.#WIvINDpic.twitter.com/o2g4vdwkMN— Sachin Tendulkar (@sachin_rt) July 13, 2023
গতকাল কোনও উইকেট না হারিয়েই ভারত ৮০ তুলে ফেলেছিল। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে রোহিত-যশস্বী লাঞ্চ ব্রেকে দলীয় স্কোর ১৪০ পর্যন্ত টেনে দেন। যথেষ্ট সংযত ইনিংসে রোহিত প্ৰথমে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। উইন্ডসর পার্কের পিচ একদম মন্থর। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ আরও মন্থর হয়ে যাচ্ছে। এমন পিচে রোহিত-যশস্বী দুজনেই নিজেদের স্বভাবজাত আগ্রাসী খেলার ধরণে লাগাম টানেন। দুর্বল ক্যারিবিয়ান বোলিংয়ের সামনেও তাই অযথা তাড়াহুড়ো অথবা ঝুঁকি নেওয়া শটের পথে হাঁটেননি দুই ভারতীয় ওপেনার। দুই ক্যারিবীয় স্পিনার রাখিম কর্নওয়াল এবং জোমেল হুরিক্যান টাইট লেন্থে বোলিং করে গেলেও ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারেননি।
জয়সোয়াল প্ৰথম দিনে ৪০ রানে অপরাজিত ছিলেন। তিনি শুক্রবার প্ৰথম বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করে যান। রোহিত শর্মা সেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পরেই আউট হয়ে যান। আলিক আথানেজের শট ডিফেন্ড করতে গিয়ে গ্লাভসে, প্যাডে লেগে উঠে যাওয়া বল দারুণ তৎপরতায় তালুবন্দি করেন জশুয়া ডিসিলভা। ক্রিজে শুভমান গিল এসে বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৩ করে আউট হয়ে যান তারকা।
ক্রিজে আপাতত যশস্বীর (১৪৩) সঙ্গে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি (৩৬)। ওয়েস্ট ইন্ডিজের প্ৰথম ইনিংসে ১৫০ রানের জবাবে ভারত আপাতত দ্বিতীয় দিনের শেষে ৩১২/২। এখনই ভারতের কাছে ১৬২ রানের লিড। হাতে রয়েছে আট উইকেট।
Read the full article in ENGLISH