Advertisment

IND vs ZIM: মাঠে না নেমেই বিশ্বরেকর্ড খলিলের! মাথা চাপড়াতে হচ্ছে অদ্ভুত রেকর্ডে

India tour to Zimbabwe: হতভাগ্য এই রেকর্ড যে সঙ্গী হয়ে যাবে খলিলের, ভাবতেই পারা যায়নি

author-image
IE Bangla Sports Desk
New Update
Khaleel Ahmed, India, খলিল আহমেদ, ভারত,

Khaleel Ahmed-India: দ্বিতীয় ম্যাচেই অবশ্য বাদ পড়েছেন খলিল। (ছবি- টুইটার)

Khaleel Ahmed record: ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিলেন ভারতীয় পেসার খলিল আহমেদ। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন খলিল আহমেদ। শনিবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আয়োজিত ওই ম্যাচে মেন-ইন ব্লু ১৩ রানে জিম্বাবোয়ের কাছে হেরেছে। পাঁচ ম্যাচের সিরিজে শনিবার প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-জিম্বাবোয়ে।

Advertisment

টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই টিম ইন্ডিয়ার প্রথম পরাজয়। যদিও এই টিমকে ভারতের এ টিম বলা যায়। কারণ, বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আর, তাছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা ইতিমধ্যে টি২০ ফরম্যাট থেকে অবসরও নিয়ে নিয়েছেন। তবে, প্রথম ম্যাচে খলিল ইতিহাস গড়লেও দ্বিতীয় ম্যাচেই কিন্তু তিনি বাদ পড়েছেন। রবিবারের দ্বিতীয় ম্যাচে খলিলের জায়গায় ভারতীয় দলে ঢুকেছেন সাই সুদর্শন।

খলিল টি২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও ছিলেন। তবে, তাঁকে কোনও ম্যাচে নামানো হয়নি। জিম্বাবোয়ে সফরে আসা ভারতীয় দলের হয়ে অবশ্য তিনি খেললেন। এই দলের অধিনায়ক শুভমন গিল। তিন আইপিএল খ্যাত খেলোয়াড় অভিষেক শর্মা, রিয়ান পরাগ এবং উইকেটরক্ষক ধ্রুব জুরেলের এই সিরিজেই ভারতীয় দলে অভিষেক হল।

তবে, জিম্বাবোয়ে সফরের প্রথম ম্যাচ খলিলের জীবনে মাইলস্টোন হয়ে থাকল। শনিবার দেশের হয়ে তিনি ১৫তম টি২০ ম্যাচ খেলে ফেললেন। তবে, বামহাতি পেসার গত পাঁচ বছরে বলতে গেলে এই প্রথমবার দেশের হয়ে টি২০ ম্যাচ খেলতে নামলেন। এর আগে ২৬ বছরের খলিল ভারতের হয়ে শেষবার টি২০ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে।

আর, তার ফলেই খলিল রীতিমতো রেকর্ড করলেন। খলিলের শেষ ম্যাচ খেলা আর হারারেতে প্রথম একাদশে প্রত্যাবর্তনের মধ্যে ভারত ১০৪টি টি২০ ম্যাচ খেলেছে। কিন্তু, খলিল তার একটাতেও খেলেননি। যার ফলে তিনি আগেরবারের খেলা আর প্রত্যাবর্তনের ম্যাচে নামার মধ্যে সবচেয়ে বেশি টি২০ ম্যাচে বাদ পড়ার বিশ্বরেকর্ড গড়লেন। এই রেকর্ডের ক্ষেত্রে খলিলের ঠিক পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস। তিনি ১০২টি ম্যাচে বাদ পড়েছেন। তাঁর ঠিক পরেই আছেন বাংলাদেশের রনি তালুকদার। তিনি ১০০টি ম্যাচে বাদ পড়েছেন। তাঁর পরে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তিনি ৯৩টি ম্যাচে বাদ পড়েছেন। আর, পাকিস্তানের সাহিবজাদা ফারহান বাদ পড়েছেন ৯২টি ম্যাচে।

আরও পড়ুন- জাতীয় দল থেকে বাদ পড়ে কেরিয়ারই বোধহয় ধ্বংস, মুখ খুলে জয় শাহদের বোমা ঈশানের

শনিবারের ম্যাচে খলিল তিন ওভারে ২৮ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে খলিল ছিলেন রিজার্ভ প্লেয়ার। ওই দলেই রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন শুভমন গিল, রিংকু সিং আর আভেশ খানও। এবারের আইপিএলে খলিল খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তাঁর পারফরম্যান্সে খুশি হয়েই তাঁকে জাতীয় দলে বাছা হয়েছে। জাতীয় দলের হয়ে ১৫টি টি২০ ম্যাচে খলিলের উইকেটের সংখ্যা ১৩। আর ১১টি একদিনের ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ১৫।

Cricket World Cup ICC Cricket World Cup T20 Indian Cricket Team T20 World Cup Zimbabwe Cricket Team
Advertisment