IND vs ZIM 2nd T20,India vs Zimbabwe Playing XI: প্ৰথম ম্যাচেই জিম্বাবোয়ে উড়তে থাকা ভারতীয় দলকে মাটিতে এনে নামিয়েছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জিম্বাবোয়ে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্সে জিম্বাবোয়েকে ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোইরা ১১৫ রানে আটকে দিলেও ভারতের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ মাত্র ১০২ রানে মুখ থুবড়ে পড়েছে। ১৩ রানের লজ্জার হারে সিরিজ শুরুর পর ক্যাপ্টেন শুভমান গিল পর্যন্ত ক্ষোভ উগরে দিয়েছেন ব্যাটিং ইউনিটের ব্যর্থতায়।
তবে প্ৰথম ম্যাচে হারের ধাক্কা ২৪ ঘন্টার মধ্যেই কাটিয়ে উঠতে পারে টিম ইন্ডিয়া। রবিবারেই সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত-জিম্বাবোয়ে।
কেমন হতে পারে সেই একাদশ, দেখে নেওয়া যাক:
ওপেনার: ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গে ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করেছিলেন অভিষিক্ত হওয়া তারকা অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচেও ডানহাতি-বাঁ-হাতি কম্বিনেশনে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। আইপিএলে ধুন্ধুমার ব্যাটিংয়ের দৌলতে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। তবে অভিষেক ম্যাচ দুঃস্বপ্নের হয়ে থেকেছে তাঁর কাছে। রানের খাতা খোলার আগেই আউট হয়ে যেতে হয়েছে দুর্ধর্ষ বাঁ হাতি ওপেনারকে। বড় শট হাঁকাতে গিয়ে আউট হতে হয় তাঁকে। ক্যাপ্টেন শুভমান গিল ২৯ বলে ৩১ করলেও দলকে জয়ের রাস্তায় টেনে নিয়ে যেতে পারেননি বিপদের মুখে।
টপ অর্ডার: ওপেনারের আকস্মিক ব্যর্থতায় ব্যাটিং সামলানোর দায়িত্ব ছিল সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের। তিনি তিন নম্বরে নেমেছিলেন। তবে ভরসা জোগাতে পারেননি। মুজরাবানির দুর্ধর্ষ সুইংয়ে উইকেট ছুড়ে দিয়ে আসতে হয় তাঁকে। চার নম্বরে নামানো হয় অভিষেককারী রিয়ান পরাগকে। তবে তিনিও হতাশ করেছেন ফ্যান্সি শট হাঁকাতে গিয়ে। দ্বিতীয় ম্যাচেও দুজনে থাকছেন একই ব্যাটিং অর্ডারে।
মিডল অর্ডার: মিডল অর্ডারে বিশ্বকাপের স্কোয়াডে রিঙ্কু সিংয়ের জায়গা না পাওয়া নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। নির্বাচকদের কাছে বার্তা পাঠানোর মোক্ষম সুযোগ পেয়েছিলেন কেকেআরের রিঙ্কু। তবে মাত্র ২ বলে শূন্য রানে ফেরত আসতে হয় তাঁকে। হারারের বাউন্স রিঙ্কুর আঁচ করতে না পারার কারণেই বিপর্যয়। ধ্রুব জুড়েলকে সুযোগ দেওয়া হয়েছিল উইকেটকিপার ব্যাটার হিসাবে। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরা বিশ্বকাপে গিয়েছিলেন। জিম্বাবোয়ে সফরে জায়গা হয়নি ঈশান কিষানের মত বিধ্বংসী ব্যাটারের। রিজার্ভে রয়েছেন জিতেশ শর্মার মত পারফর্মার। এমন অবস্থায় সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন ধ্রুব জুড়েল। তবে দ্বিতীয় ম্যাচেও জিতেশ শর্মার আগে তিনি সুযোগ পেতে চলেছেন।
স্পিনার: ওয়াশিংটন সুন্দর এবং রবি বিশ্নোই দুজনেই প্ৰথম ম্যাচে প্রভাব ফেলার মত পারফর্ম করেছেন। সুন্দর ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে লড়াকু ২৭ রানের ইনিংস-ও খেলে গিয়েছিলেন। রবি বিশ্নোই আবার কেরিয়ারের সেরা (১৪/৪) বোলিং করে গিয়েছেন। দুজনেই রবিবারও জিম্বাবোয়ে ব্যাটিংয়ের পরীক্ষা নেবেন।
পেসার: আবেশ খান এবং মুকেশ কুমার নিয়ন্ত্রিত বোলিং করলেও হতাশ করেছেন খলিল আহমেদ। ওভার পিছু ৯ রান বিলিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস পেসার। তবে হারারেতে দ্বিতীয় ম্যাচে আরও একটা সুযোগ পেতে চলেছেন খলিল।
সবমিলিয়ে একটা মাত্র হারেই দলে পরিবর্তন করার পক্ষপাতী নয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে যেমন শিভম দুবে এবং বিরাট কোহলির ব্যাটিং পজিশন নিয়ে অনবরত চর্চা থাকলেও টিম ম্যানেজমেন্ট ফাইনাল পর্যন্ত প্রায় একই একাদশ খেলিয়ে গিয়েছিল। একমাত্র পরিবর্তন ঘটেছিল সিরাজের জায়গায় কুলদীপ যাদবকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে। বিশ্বকাপের সেই টেমপ্লেট-ই টিম ইন্ডিয়া জিম্বাবোয়ে সফরেও ফলো করার পক্ষপাতী।
ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: শুভমান গিল, অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, রবি বিশ্নোই, মুকেশ কুমার, খলিল আহমেদ