Advertisment

Abhishek Sharma century: ছক্কায় ছক্কায় ৪৬ বলে সেঞ্চুরি! দুঃস্বপ্নের অভিষেক মুছে ব্যাট হাতে তান্ডব অভিষেকের, ছারখার সব রেকর্ড

Abhishek Sharma record: দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন শুভমান গিল আউট হয়ে গিয়েছিলেন। সেই সময় সতর্ক হয়ে খেলছিলেন অভিষেক। হাফসেঞ্চুরি করতে নেন ৩৩ বল। তবে এরপরেই খোলস ছেড়ে বেরোন তিনি। পরের হাফসেঞ্চুরি তিনি করলেন মাত্র ১৩ বলে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Abhishek Sharma in action on Sunday. (Sony Liv screengrab)

রবিবার অ্যাকশনে অভিষেক শর্মা। (সনি লিভ স্ক্রিনগ্র্যাব)

Advertisment

Abhishek Sharma hundred: প্রথম ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। অভিষেক অভিষেক ভাল হয়নি। তবে দ্বিতীয় ম্যাচেই সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নিলেন বাঁ হাতি বিধ্বংসী তারকা। মাত্র ৪৬ বলে শতরান হাঁকিয়ে গেলেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা তারকা।

দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন শুভমান গিল আউট হয়ে গিয়েছিলেন। সেই সময় সতর্ক হয়ে খেলছিলেন অভিষেক। হাফসেঞ্চুরি করতে নেন ৩৩ বল। তবে এরপরেই খোলস ছেড়ে বেরোন তিনি। পরের হাফসেঞ্চুরি তিনি করলেন মাত্র ১৩ বলে।

হার্ড হিটার তারকা সেঞ্চুরি করে আউট হয়ে যাওয়ার আগে শতরান-পার্টনারশিপ গড়ে যান রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে। কেএল রাহুল, এমএস ধোনি, পৃথ্বী শ-য়ের সঙ্গে টি২০ অভিষেকে শূন্য করার নজির গড়েছিলেন অভিষেক। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে পাঞ্জাবের ব্যাটসম্যান রবিবার ইনিংসের সূচনা করেছিলেন ব্রায়ান বেনেটের বলে ছক্কা হাঁকিয়ে।

অভিষেকের ইনিংস এদিন অবশ্য নিখুঁত ছিল না। ইনিংসের অষ্টম ওভারে মাসাকাদজা লোপ্পা ক্যাচ মিস করেন অভিষেকের। সেই সময় তারকা মাত্র ২৪ রানে ব্যাটিং করছিলেন। জীবন পেয়েও ইনিংসের গতিতে লাগাম টানেনি তিনি। ১১তম ওভারে ডিওন মায়ার্স-এর ওভারেই তিনি ২৬ রান তুলে দেন।

অভিষেকের পর আন্তর্জাতিক সবথেকে কম ইনিংসে শতরান করার নজিরে অভিষেক আপাতত ভারতের হয়ে দ্রুততম। অভিষেকের পর তৃতীয় ইনিংসে শতরান করেছিলেন দীপক হুডা। সেই নজির টপকে দ্বিতীয় ইনিংসে শতরান করে গেলেন অভিষেক। আন্তর্জাতিক স্তরে অভিষেকের পর দ্বিতীয় ইনিংসে শতরান করার কীর্তি রয়েছে দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি এবং এভিন লুইসের। সেই কীর্তিতে ভাগ বসালেন অভিষেক শর্মা। মাসাকাদজাকে পরপর তিনটে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করে যান তিনি। পরের বলেই অবশ্য মিস টাইমড হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে বিদায় নেন।

T20I সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ভারতীয়

পুরুষদের T20I সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ভারতীয়:

21y 279d - যশস্বী জয়সওয়াল বনাম নেপাল, 2023

23y 146d - শুভমান গিল বনাম নিউজিল্যান্ড, 2023

23y 156d - সুরেশ রায়না বনাম দক্ষিণ আফ্রিকা, 2010

23y 307d - অভিষেক শর্মা বনাম জিম্বাবুয়ে, 2024

Team India Indian Team Zimbabwe Cricket Team Indian Cricket Team Abhishek Sharma
Advertisment