ভারত: ১৮২/৪
জিম্বাবোয়ে: ১৫৯/৬
IND vs ZIM 2024 3rd T20I Match Report: হারারেতে তৃতীয় টি২০-তে ২৩ রানে জিতে সিরিজে ২-১ এ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচের মত একদম একপেশে লড়াই হল না। বরং জিম্বাবোয়ে লড়াকু ক্রিকেট উপহার দিল। ভারতের ১৮২ রানের জবাবে জিম্বাবোয়ে স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলল ১৫৯ রান।
বড়সড় টার্গেট চেজ করতে নেমে জিম্বাবোয়ে একসময় ধসে গিয়েছিল পাওয়ার প্লেতে। দ্বিতীয় ওভারেই আবেশ খান ফিরিয়ে দেন ওয়েসলি মাধওয়েরেকে। মারুমানি মিড অনে শিভম দুবের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ডিপ পয়েন্টে অবিশ্বাস্য ক্যাচে রবি বিশ্নোই আউট করেন আক্রমণাত্মক ব্যাটার ব্রায়ান বেনেটকে। সিকান্দার রাজা শুরুটা ভালো করেছিলেন। আবেশ খানকে পরপর জোড়া বাউন্ডারি হাঁকিয়ে সদর্থক খেলার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তবে ওয়াশিংটন সুন্দরকে তুলে হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে বিদায় নেন ক্যাপ্টেন রাজাও। সেই ওভারেই ক্রিজে নামা ক্যাম্বেলকে ওয়াশিংটন সুন্দর আউট করার পর জিম্বাবোয়ের স্কোর দাঁড়িয়েছিল ৩৯/৫। ভারতের সঙ্গে জিম্বাবোয়ের হারের ব্যবধান কতটা হবে, তা নিয়েই শুরু হয়ে যায় আলোচনা।
তবে ডিওন মায়ার্স এবং ক্লাইভ মাদানদের ৭৭ রানের পার্টনারশিপ অঘটনের ইঙ্গিত দিলেও তা শেষ পর্যন্ত হয়নি। ১৭ তম ওভারে বিশাল আস্কিং রেট মাথায় নিয়ে সুন্দরকে হাঁকাতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন মাদানদে। ডিওন মায়ার্স শেষপর্যন্ত ৪৯ বলে ৬৫ করে অপরাজিত থাকেন। প্ৰথম ১০ ওভারে জিম্বাবোয়ে তুলেছিল ৬০ রান। তবে শেষ ১০ ওভারে মাদানদে-মায়ার্সরা ৯৬ রান যোগ করেন।
ওয়াশিংটন সুন্দর সেরা বোলিং করে গেলেন। ৪ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে। খলিল আহমেদও ৪ ওভারে মাত্র ১৫ রানের বদলে নেন ১ উইকেট। আবেশ খান দুই উইকেট শিকার করলেও খরচ করে বসেন ৩৯ রান। পঞ্চম বোলিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিতে হয়েছিল অভিষেক শর্মা এবং শিভম দুবেকে। দুজনে ৪ ওভারে ৫০ রান বিলিয়ে দিলেন বুধবার।
তার আগে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস গড়ার দায়িত্ব নেন শুভমান গিল (৪৯ বলে ৬৬) এবং রুতুরাজ গায়কোয়াড (২৮ বলে ৪৯)। ওপেনিংয়ে যশস্বী-গিল জুটি ৬৭ তুলে দিয়েছিলেন বোর্ডে। সিরিজের প্ৰথম ম্যাচ খেলতে নেমে যশস্বী ২৭ বলে ৩৬ করেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ন অভিষেক শর্মা এদিন ৯ বলে ১০-এর বেশি করতে পারেননি।