জিম্বাবোয়ে: ১৫২/৭
ভারত: ১৫৩/০
IND vs ZIM 2024 4th T20I Match Report: এক ম্যাচ বাকি রয়েছে। তার আগেই সিরিজ জিতে ফেলল টিম ইন্ডিয়া। টি২০ সিরিজের চতুর্থ ম্যাচও হয়ে দাঁড়াল একপেশে। জয়সওয়াল-শুভমান গিলের ব্যাট থামাতে পারল না জিম্বাবোয়ে। দুজনেই হাফসেঞ্চুরি করে গেলেন।জয়সওয়াল শেষ পর্যন্ত ৫৩ বলে ৯৩ রান এবং ক্যাপ্টেন গিল ৩৯ বলে ৫৮ রানে অপরাজিত থাকলেন। ফলে ভারত-ও ১৫৩ রানের টার্গেট ছেলেখেলার পর্যায়ে নামিয়ে আনল। লক্ষ্যে পৌঁছল মাত্র ১৫.২ ওভারে। কোনও উইকেট না হারিয়ে। ১০ উইকেট, ২৭ বল হাতে নিয়ে।
পাওয়ার প্লেতেই ভারত ৬১ তুলে ফেলে। দলগতভাবে ভারত হাফসেঞ্চুরিতে পৌঁছয় মাত্র ৩.৫ ওভারে। ওখানেই খেলার যাবতীয় রোমাঞ্চ শেষ হয়ে যায়। জয়সওয়াল এবং শুভমান গিল মিলে দুজনে ১৯ টা বাউন্ডারি, ৪টে ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান।
তার আগে প্ৰথমে ব্যাট করতে নামা জিম্বাবোয়ের ইনিংসকে টানেন ক্যাপ্টেন সিকান্দার রাজা। তাৎপর্যপূর্ণভাবে ভারতীয় পেসাররা পাওয়ার প্লেতে কোনও উইকেটই নিতে পারেননি। আবেশ খানকে বিশ্রাম দিয়ে এদিন সুযোগ দেওয়া হয়েছিল তুষার দেশপান্ডেকে। তিনি অবশ্য মোটেও নজর কাড়তে পারলেন না। হারারের ব্যাটিং সহায়ক উইকেটে ৩ ওভারে ৩০ রান খরচ করে বসেন তিনি।
জিম্বাবোয়ের দুই ওপেনার মেধেওয়েরে এবং মারুমানি ওপেনিং জুটিতে বেশ ভালো সূচনা উপহার দেন দলকে। ৬৩ রানের পার্টনারশিপ গড়ে যান দুজনে ওভার পিছু ৭-এর উওপর রান রেট রেখে।
এই জুটিতে ভাঙন ধরান অভিষেক শর্মা। নবম ওভারে জিম্বাবোয়ের প্ৰথম উইকেট হারানোর পর হঠাৎ করেই ছোটখাটো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় দলটি। ৬৩/১ থেকে হঠাৎ ৯৬/৪ হয়ে যায় তাঁরা।
এরপরে ক্যাপ্টেন সিকান্দার রাজা পঞ্চম উইকেটে ডিওন মায়ার্সের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে যান। রাজা শেষ পর্যন্ত অল্পের জন্য হাফসেঞ্চুরি (২৮ বলে ৪৬) মিস করে বসেন। ক্যাপ্টেনের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত জিম্বাবোয়ে স্কোরবোর্ডে দেড়শো পার করেছিল।