ভারত: ১৬৭/৬
জিম্বাবোয়ে: ১২৫/১০
IND vs ZIM 2024 5th T20I Match Report: দাপটের এক চুল-ও কম হল না। ভারতের যুব শক্তি আফ্রিকায় আগাগোড়া প্রাধান্য রেখেই সিরিজ ৪-১ করল। নিয়মরক্ষার ম্যাচেও কোনও ঢিলেমি দিলেন না শুভমান গিলরা। ফলে শেষ ম্যাচেও ৪২ রানে হারতে হল জিম্বাবোয়েকে। ১৬৮ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে পুরো ২০ ওভার-ও খেলতে পারল না। মাত্র ১২৫ রানে অলআউট হয়ে গেল।
প্ৰথম ৩ ওভারের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবোয়ে। মুকেশ কুমার ওপেনিং স্পেলে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন। নিজের প্ৰথম দুই ওভারেই ওয়েসলি মেধেওয়েরে এবং ব্রায়ান বেনেটকে আউট করে দেন তিনি।এরপরে মারুমানি এবং ডিওন মায়ার্সের জুটি ভরসা জুগিয়েছিল দলটিকে। ৪৪ রানের জুটি গড়ে দুজনে দলকে পাওয়ার প্লের মধ্যে ৪৭/২-এ পৌঁছে দিয়েছিলেন। একসময় ৫৯/২ ছিল জিম্বাবোয়ে। নবম ওভার চলাকালীন।
তবে ওয়াশিংটন সুন্দর এই জুটিতে ভাঙন ধরানোর পরেই যাবতীয় কারিকুরি শেষ। ডিওন মায়ার্স ভরসা জাগানোর আশা জাগিয়ে ৩২ বলে ৩৪ করে ফেরার পর আচমকাই তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবোয়ের ইনিংস। ৫৯/২ থেকে হঠাৎ করেই ৯০/৬ এবং শেষমেষ ১২৫/১০-এ ফিনিশ হয়ে যায় জিম্বাবোয়ে। শিভম দুবে, অভিষেক শর্মারা উইকেট ভাগাভাগি করে নেন। মুকেশ কুমার মাত্র ২২ রান খরচ করে কেরিয়ারের সেরা ৪ উইকেট দখল করে যান।
ভারতের কাছে এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। অন্যদিকে, জিম্বাবোয়ে নেমেছিল হৃত সম্মান পুনরুদ্ধার করার জন্য। হারারের পিচ একদমই ব্যাটিং সহায়ক। শেষ ম্যাচে যশস্বী-গিল যেভাবে ব্যাট হাতে কর্তৃত্ব করে জয় ছিনিয়ে নিয়েছেন, তারপর ভারত যে শেষ ম্যাচেও বড় স্কোর গড়বেন। এমনটাই আশা ছিল।
যশস্বী শনিবার যেখান থেকে শেষ করেন, রবিবার যেন সেই ফর্মই ধরে রাখার ইঙ্গিত দেন। প্ৰথম দুই বলেই জোড়া ছক্কা হাঁকিয়ে যান জয়সওয়াল। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ক্যাপ্টেন সিকান্দার রাজা। আর প্রথম দুই বলে যে শোচনীয় শুরুয়াত করেন তিনি তা অবশ্য পুষিয়ে দেন সেই ওভারেই। ভয়ঙ্কর হতে থাকা জয়সওয়ালকে ফেরান প্ৰথম ওভারের চতুর্থ বলেই। পাওয়ার প্লের মধ্যেই ভারত এরপরে আরও দুই উইকেট হারান।
রিচার্ড গরাভা এবং ব্লেসিং মুজরাবানি পরপর ফেরান শুভমান গিল, অভিষেক শর্মাকে। ভারতীয় ব্যাটিংয়ের টপ থ্রি ব্যর্থ হওয়ার পর ইনিংসের হাল ধরেন রাজস্থান রয়্যালসের দুই তারকা সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ। দুজনে চতুর্থ উইকেটে ৬৫ রান যোগ করে ভারতকে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করেন।
এই জুটিতে ভাঙন ধরান ব্রেন্ডন মাভুতা। রিয়ান পরাগ ২২ বলে ২৪ করে ফেরার পর সঞ্জু ইনিংস গড়ানোর সঙ্গে সঙ্গে স্বমূর্তি ধরেন। হাফসেঞ্চুরিও পূর্ণ করে যান। তবে তিনিও শেষ পর্যন্ত টিকতে পারেননি। ৪৫ বলে ৫৮ করে মুজরাবানির শিকার হয়ে ফিরতে হয় তাঁকে।
ডেথ ওভারে শিভম দুবে (১২ বলে ২৬) এবং রিঙ্কু সিংয়ের (৯ বলে ১১) ক্যামিও ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। একসময় দেড়শো রান হওয়াও চাপের মনে হয়েছিল। তবে শেষ দুই ওভারে রিঙ্কু-শিভম দুবে মিলে ৩০ রান যোগ করে যান।