Advertisment

IND vs ZIM: বিশ্বকাপের পর প্ৰথমবার মাঠে টিম ইন্ডিয়া! শনিবার ভারত-জিম্বাবোয়ে ম্যাচ কখন, কোন চ্যানেলে দেখবেন

India tour to Zimbabwe: ভারত-জিম্বাবোয়ে হাড্ডাহাড্ডি সিরিজ শুরু শনিবারই, কোন চ্যানেলে চোখ রাখবেন, কখন, জেনে নিন বিস্তারিত

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Zimbabwe, ভারত, জিম্বাবুয়ে

India-Zimbabwe: জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে শুভমান গিল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। (ছবি-এক্সপ্রেস)

India vs Zimbabwe Full schedule, squads, match date, live streaming info: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে টি২০ বিশ্বকাপ জয়ের পর রীতিমতো চাঙ্গা, টিম ইন্ডিয়া তাদের পরবর্তী অভিযান শুরু করবে ৬ জুলাই (শনিবার)। ওই দিন জিম্বাবুয়েতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।

Advertisment

ইতিমধ্যেই দলের তিন সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা টি২০ থেকে তাঁদের অবসর ঘোষণা করেছেন। পাশাপাশি, বিশ্বকাপ স্কোয়াডে খেলা অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই হিসেবে একেবারে তরুণ একটি ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচটি টি২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। শুভমান গিল সিরিজের জন্য মেন ইন ব্লু-এর অধিনায়ক মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী দলের কোনও চিহ্ন নেই! জিম্বাবোয়ের বিরুদ্ধে প্ৰথম টি২০-তেই টিম ইন্ডিয়ার ১১-য় চমকের পর চমক

এই দলের তিন খেলোয়াড় যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন ও শিবম দুবে- ওয়েস্ট ইন্ডিজে সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপের দলে ছিলেন। তাঁদের সঙ্গেই যোগ দিয়েছেন টি২০ বিশ্বকাপ দলের রিজার্ভে থাকা রিংকু সিং, খলিল আহমেদ ও আভেশ খানও। সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রানাকে প্রথম দুটি টি২০ জন্য জিম্বাবুয়ে সফররত ভারতের স্কোয়াডে যুক্ত করা হয়েছে। কারণ জয়সওয়াল, স্যামসন ও দুবে হারারে রওনা হওয়ার আগে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরেছেন।

জিম্বাবুয়ে সফরেই তরুণ আইপিএল তারকা অভিষেক শর্মা, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ ও তুষার দেশপাণ্ডে প্রথমবার সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে প্রাথমিকভাবে দলে রাখা হয়েছিল। কিন্তু, পরে ইনজুরির কারণে তাঁর নাম প্রত্যাহার করা হয়। বিসিসিআই তাঁর জায়গায় দুবেকে ঢুকিয়েছে।

রাহুল দ্রাবিড় টি২০ বিশ্বকাপ জয়ের পর কথামতো প্রধান কোচের পদ ছেড়ে দেওয়ায়, ভিভিএস লক্ষ্মণ অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে জিম্বাবুয়ে গিয়েছেন। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে।

ভারত বনাম জিম্বাবুয়ে টি২০-এর সূচি

১ম টি২০- ৬ জুলাই, শনিবার

২য় টি২০- রবিবার, ৭ জুলাই

৩য় টি২০- বুধবার, ১০ জুলাই

৪র্থ টি২০- শনিবার, ১৩ জুলাই

৫ম টি২০- রবিবার, ১৪ জুলাই

ভারত বনাম জিম্বাবুয়ে, টি২০ সিরিজের স্কোয়াড

ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ , মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে। প্রথম দুটি টি২০র জন্য দলে: সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রানা।

জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুয়ানজানি, মায়িওনানি, মায়ুকানরা, রিচার্ড নাগারভা, মিল্টন শুম্বা।

আরও পড়ুন- বুমরার স্ত্রী সঞ্জনাও কোটিপতি, IT চাকরিতে শুরু, এখন চার্জ লক্ষাধিক টাকা! পুরো সম্পদ যেন যখের ধন

ভারত বনাম জিম্বাবুয়ে, টি২০ সিরিজের লাইভ স্ট্রিমিং সম্পর্কে বিশদ তথ্য

ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ সিরিজ কবে শুরু হবে?

ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ সিরিজ শুরু হবে শনিবার, ৬ জুলাই।

ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ ম্যাচগুলো কখন শুরু হবে?

পাঁচ ম্যাচের ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ সিরিজের সমস্ত ম্যাচ শুরু হবে বিকেল ৪টা ৩০-এ।

ভারত বনাম জিম্বাবুয়ে টি২০ সিরিজের লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পাওয়া যাবে?

সোনি স্পোর্টস নেটওয়ার্ক, টিভিতে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ সম্প্রচার করবে।

ভারত বনাম জিম্বাবুয়ে, টি২০ সিরিজের লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পাবেন?

ভারতে ভারত বনাম জিম্বাবুয়ে সিরিজের লাইভ স্ট্রিমিং সোনি লাইভ (Sony Live) অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

cricket Cricket News T20 Indian Cricket Team Indian Team Zimbabwe Cricket Team Team India
Advertisment