New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/gill-jaiswal.jpg)
Yashasvi Jaiswal denied century: গিলের জন্যই শতরান থেকে বঞ্চিত হলেন জয়সওয়াল (টুইটার)
Yashasvi Jaiswal denied century: গিলের জন্যই শতরান থেকে বঞ্চিত হলেন জয়সওয়াল (টুইটার)
Shubman Gill act to deny Yashasvi Jaiswal century criticised: শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজেই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল ওপেনিং জুটিতেই ম্যাচ খতম করে দেন। দুজনেই হাফসেঞ্চুরি করেন। যশস্বী ৯৩ এবং ক্যাপ্টেন গিল ৫৮ রানে নটআউট রয়ে যান ম্যাচের শেষে।
দেশের জার্সিতে ১৮টি টি২০ ইনিংস খেলার রান বিবেচ্য হলে যশস্বী পেরিয়ে গেলেন সূর্যকুমার যাদবকে। ৭১২ রান করে এই তালিকায় শীর্ষে রয়েছেন কেএল রাহুল। দ্বিতীয় স্থান থেকে তিন নম্বরে নেমে যাওয়া সূর্যকুমারের সংগ্রহে ছিল ৫৬১ রান। যশস্বীর ১৮ টি২০ ইনিংস খেলার পর রান দাঁড়াল ৬৩১-এ।
অধিনায়ক হিসেবে অর্ধশতরান করার নিরিখে শুভমান গিল আবার পেরিয়ে গেলেন কেএল রাহুল এবং সুরেশ রায়নার মত তারকাদের।
আরও পড়ুন: সৌরভই এবার হয়ত হেড কোচ! তারকা খচিত দলের গুরু হওয়ার মুখে বাঙালির হার্টথ্রব
জয় এবং রেকর্ডের মঞ্চে অবশ্য সমালোচনা এড়াতে পারলেন না শুভমান গিল। ক্যাপ্টেন হয়ে মোটেও 'নিঃস্বার্থ' হওয়ার নজির গড়তে পারলেন না। ওপেনিংয়ে যশস্বীর নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করার জন্য খলনায়ক বাছা হচ্ছে তাঁকেই।
Shubman Gill Bhai, you've eaten Yashasvi Jaiswal's century, remember my words, Jaiswal will eat your place in the Champions Trophy Squad. pic.twitter.com/70joNoVuUv
— 𝐑𝐨𝐇𝐢𝐭𝐳𝐨𝐧𝐞⁴⁵ (@rohitzone_45) July 13, 2024
২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন জয়সওয়াল। পাওয়ার প্লের পরের ওভারেই যশস্বী যখন ফিফটি পূর্ণ করে ফেললেন, সেই সময় গিল ১০ বলে ১৩ রানে ব্যাট করছিলেন। ১৪ ওভারের মধ্যেই যশস্বী ঝড় তুলে ৫০ থেকে ৮৩-এ পৌঁছে যান। সেই সময় দলের জয়ের জন্য দরকার ছিল আরও ২১ রান। শতরান থেকে মাত্র ১৭ রান দূরে থাকা জয়সওয়ালকে সেঞ্চুরি করার পুরো সুযোগ দেবেন গিল, এমনটাই ভাবা হয়েছিল। ক্যাপ্টেন গিল সেই সময় ৩৪ বলে ৪৮ রানে ব্যাটিং করছিলেন।
I haven't seen more selfish player and Captain than Shubman Gill.
When Yashasvi Jaiswal at 83, India required 23 runs. Yashasvi Jaiswal would have scored his Hundred but Shubman Gill didn't give him Strik.
Selfish player like Babar Azam. pic.twitter.com/sb6ieZbbqH— Satya Prakash (@_SatyaPrakash08) July 13, 2024
Shubman Gill played 4 matches and scored 157 runs and Yashasvi Jaiswal played only 2 matches and scored 129 runs.
Now you must have seen the difference that how selfish Gill plays by keeping his own friend Abhishek away from opening. pic.twitter.com/lOag4ENf8d— CrickSachin (@Sachin_Gandhi7) July 13, 2024
তবে সকলকে অবাক করে দিয়ে ইনিংসের শেষ ছয় বল তিনি যে ফেস করেন, তার মধ্যেই একটি ছক্কা, একটি বাউন্ডারি হাঁকিয়ে দেন। জয়ের লক্ষ্যমাত্রা কমে যেতেই যশস্বীকে যে শতরানের দূরেই ফিনিশ করতে হবে, তা নিশ্চিত হয়ে যায়।
Never seen such a shameless cricketer like Shubman Gill 😡 He robbed Yashasvi Jaiswal's Hundred 🤬 I Will never forgive Shubman Gill for this shameful act 😡😡#ShubmanGill𓃵 #Indvszim #indvzim #zimvsind #zimvind #shubmangill pic.twitter.com/OMYm5DkcJ7
— cricc (@tweetsxxxxxxxx) July 13, 2024
Yashasvi Jaiswal face says it all 💔
Shubman Gill robbed him today. #IndvsZim pic.twitter.com/HevB94g8f8— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) July 13, 2024
অতীতে মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকার সময় কোহলিকে শতরান তো বটেই উইনিং স্ট্রোক হাঁকানোর সুযোগ করে দিয়েছিলেন। টিম ইন্ডিয়ার অন্দরমহলের বন্ধুত্বপূর্ণ সেই আবহ ক্যাপ্টেন হয়ে বজায় রাখতে পারলেন না তিনি।
Shubman Gill Today:
1. Sacrifice Abhishek Sharma for own
2. Played slow to ensure Sanju Samson, Ruturaj Gaikwad, Rinku Singh can't bat.
3. robbed Yashasvi Jaiswal's Hundred
4. Complete Babar Azam
I haven't seen more selfish player and Captain#ShubmanGill #ZIMvsIND https://t.co/uKqpjvSkL9 pic.twitter.com/8GXdr6fo0i— Mahi Seervi (@Mahendra_CrV) July 13, 2024
#ZIMvsIND india needed 25 runs and jaiswal (83) needed 17 to hit century but Shubman Gill did not give him single ball to face after that 😞 WTF @ShubmanGill should have take single and let him complete his milestone instead he completed his own 50 and INDIA won 👏👏👏 #Gill pic.twitter.com/3HHhMCsJTG
— ☿⊙❡€ⓢ♄ (Yoo Yoo) 👍😎 (@asliyooyoo) July 13, 2024
এর আগে অভিষেক শর্মাকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার জন্য গিলের গায়ে আগেই বসে গিয়েছিল 'স্বার্থপর' তকমা। প্ৰথম দুই ম্যাচে অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করেন তিনি। প্ৰথম ম্যাচে ব্যর্থতার পর অভিষেক দ্বিতীয় ম্যাচেই মারকাটারি সেঞ্চুরি হাঁকিয়ে যান। তবে বিশ্বকাপে খেলা স্কোয়াডের যশস্বী দলে যোগ দেওয়ার পরেই ওপেনিং স্লট থেকে নিজে সরে না গিয়ে 'বলি' দেওয়া হয় অভিষেককে। এমনিতেই বিশেষজ্ঞদের ধারণা গিলের কিছুটা রয়ে সয়ে খেলার ধরণ তিন নম্বর পজিশনের জন্যই উপযুক্ত। অভিষেকের সঙ্গে যশস্বীর বিধ্বংসী ওপেনিং জুটি দেখার আশায় ছিলেন ক্রিকেট ভক্তরা। তবে সেই আশায় জল ঢেলে দিয়েছেন তিনি।