Team India squad: ভারত-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের সিরিজে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে ঢুকলেই তিন খেলোয়াড় বাদ পড়বেন। যার ফলে জিম্বাবুয়ের বিরুদ্ধে আগামী তিনটি টি২০ ম্যাচে ভারতীয় দলে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই সিরিজের দুটি ম্যাচ হয়ে গিয়েছে। তার মধ্যে প্রথমটিতে জিম্বাবুয়ে জিতলেও পরেরটিতে জিতেছে ভারত। ফলে, সিরিজের ফল আপাতত ১-১।
তিন খেলোয়াড় বাদ পড়তে চলেছেন
জিম্বাবুয়ে সফরে ঘোষিত ভারতীয় দলে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং শিবম দুবেরও নাম ছিল। কিন্তু, টি২০ বিশ্বকাপ জয়ের পর প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরতে দেরি হয়েছে। আর, সেই কারণে জিম্বাবুয়ে সফরগামী ভারতীয় দলে সামান্য পরিবর্তন করেই হারারেতে পাঠানো হয়েছে। পরিবর্তিত দলে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবের জায়গায় ঢোকানো হয় হর্ষিত রানা, সাই সুদর্শন ও জিতেশ শর্মাকে। ইতিমধ্যে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং শিবম দুবে জিম্বাবুয়ে পৌঁছে গেছেন। তাঁরা ভারতীয় দলের সঙ্গে অনুশীলনও করছেন। এই পরিস্থিতিতে ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড থেকে তিন খেলোয়াড়ের বাদ পড়ার সমূহ সম্ভাবনা।
আরও পড়ুন- রোহিতদের জন্য কোটি কোটি টাকা, ব্রাত্য কেন আমরা! গর্জে উঠলেন ১৯৮৩-এর বিশ্বজয়ীরা
আপাতত সিরিজে সমতা রয়েছে
সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবের বদলে হর্ষিত রানা, সাই সুদর্শন ও জিতেশ শর্মাকে জিম্বাবুয়েতে নিয়ে যাওয়া হলেও কেবলমাত্র সাই সুদর্শনই চলতি সিরিজে প্রথম একাদশে খেলেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাইকে নামানো হয়েছিল। কিন্তু, তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে ১৫ জনের স্কোয়াডে ফিরে আসায় সাই সুদর্শনের স্কোয়াড থেকে বাদ পড়ার সমূহ সম্ভাবনা। এই সিরিজে শুভমন গিলের নেতৃত্বে খেলছে ভারতীয় দল। প্রথম ম্যাচে মেন ইন ব্লু ১৩ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে। কিন্তু, দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত খেলে ভারতীয় দল ১০০ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে বুধবার, ১০ জুলাই।
পরবর্তী তিনটি টি২০ ম্যাচে সম্ভাব্য ভারতীয় দল
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শিবম দুবে, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে।
বাদ পড়তে চলেছেন- হর্ষিত রানা, সাই সুদর্শন, জিতেশ শর্মা