Advertisment

Yashasvi Jaiswal-Shubman Gill: সেঞ্চুরি নষ্ট হয়েছে শুভমানের জন্য! সেই ঘটনা টেনে এবার মুখ খুললেন যশস্বী

India vs Zimbabwe 4th t20I: শুভমান গিলকে স্বার্থপর বলেছিল ক্রিকেট দুনিয়া, যশস্বী কী বললেন

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal, Shubman Gill, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল,

Yashasvi Jaiswal-Shubman Gill: জিম্বাবুয়ে সিরিজ নিয়েই শুভমানকে বিঁধেছেন যশস্বী। (ছবি-টুইটার)

Shubman Gill act to deny Yashasvi Jaiswal century draws criticism: জিম্বাবুয়েতে সেঞ্চুরি মিস করায় দলের অধিনায়ক শুভমান গিলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। শনিবার চতুর্থ টি২০-তে তাঁর সেঞ্চুরি পূরণ করতে পারেননি যশস্বী। তরুণ এই ক্রিকেটার ভারতের হয়ে টি২০ ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। সিরিজের চতুর্থ ম্যাচে তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে ৯৩ রান করেন। যাতে ভারতের ১০ উইকেটে জয় নিশ্চিত হয়।

Advertisment

ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল জিম্বাবুয়েতে সিরিজ খেলতে গিয়েছিল। জয়সওয়াল তৃতীয় টি২০-তে দলের সঙ্গে যোগ দেন। কিন্তু, ৩৬ রানে আউট হয়ে যান। তিনি দুর্দান্ত খেলেন। যার ফলে, ভারত কোনও উইকেট না হারিয়েই জয় ছিনিয়ে নেয়। জয়সওয়াল, ম্যাচে তাঁর প্রথম টি২০ সেঞ্চুরি হাঁকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, পারেননি। তাঁর অভিযোগ, অধিনায়ক শুভমান গিলের জন্যই সেটা সম্ভব হয়নি।

এই খেলায় গিলের কৌশল এবং জয়সওয়ালকে তাঁর সেঞ্চুরি পূর্ণ করতে না দেওয়া নিয়ে সমালোচকরা অনেকেই ভ্রু কুঁচকেছেন। যদিও তরুণ বাঁহাতি ব্যাটার যশস্বী এতে পুরোপুরি গিলের হাত দেখছেন না। এই প্রসঙ্গে জয়সওয়াল জানিয়েছেন যে তাঁর অধিনায়ক গিলের সঙ্গে কথা হয়েছিল। যাতে কীভাবে দ্রুত খেলাটা শেষ হয় এবং ১০ উইকেটে জেতা যায়, তাই নিয়ে আলোচনা হয়েছিল।

এই প্রসঙ্গে যশস্বী বলেন, 'আমি কিন্তু আজ খেলাটা উপভোগ করেছি। শুভমানের সঙ্গে এই ম্যাচ একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল। আমি, যখনই ভারতের হয়ে খেলি, গর্বিত বোধ করি। আমরা কীভাবে খেলাটি শেষ করব এবং দলের জন্য জয় নিশ্চিত করব, সেই নিয়েই ভাবছিলাম। আমাদের একমাত্র চিন্তা ছিল, খেলাটি দ্রুত শেষ করা। আর, কোনও উইকেট না হারিয়েই জয়ী হওয়া।'

আরও পড়ুন- ৭ বছরেও দিল্লির উন্নতি করেননি পন্টিং, নিজের হেড কোচ হওয়ার সম্ভবনা উস্কে বিস্ফোরক সৌরভ

চার মাস পর ভারতের হয়ে জয়সওয়াল প্রথম ম্যাচ খেললেন। সেটাই জিম্বাবুয়ের বিরুদ্ধে টি২০ ম্যাচ। এর আগে মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন জয়সওয়াল। করেছিলেন ৭০০ রান। তারপরে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেন। কিন্তু, সেখানে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তারপরও অবশ্য টি২০ বিশ্বকাপে ভারতের ১৫ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বাদ দিয়ে আর কোনও ম্যাচে সুযোগ পাননি। তাঁর বদলে বিরাট কোহলি ভারতের হয়ে ওপেন করেছেন। বিরাটের সঙ্গে ছিলেন রোহিত শর্মা। জয়সওয়াল আশাবাদী, আগামী তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পাবেন। আর, দেশকে ভালো স্কোর উপহার দিতে পারবেন।

Cricket News Indian Cricket Team Shubman Gill Yashasvi Jaiswal Zimbabwe Cricket Team
Advertisment