Yashasvi Jaiswal 13 runs off 1 ball: ইতিহাস গড়ে ফেললেন যশস্বী জয়সওয়াল। টি২০ আন্তর্জাতিকের প্ৰথম ব্যাটার হিসাবে কোনও ইনিংসের শুরুর বলেই হাঁকালেন ১৩ রান। অবিশ্বাস্য এমন-ই কীর্তির নজির গড়লেন হারারেতে ভারত বনাম জিম্বাবোয়ের পঞ্চম টি২০-তে।
আগের ম্যাচে শতরান থেকে মাত্র ৭ রান দূরে থেমে গিয়েছিল যশস্বীর ইনিংস। শনিবারের মতই তান্ডব চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রথম বলেই। টসে জিতে জিম্বাবোয়ে ক্যাপ্টেন সিকান্দার রাজা শুরুতে বোলিং নিয়েছিলেন। আর বোলিং আক্রমণ শুরু করেন স্বয়ং তিনিই। ইনিংসের প্ৰথম বল-ই ছিল নো বল। ফুলটস সেই বল ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান। দ্বিতীয় বল ছিল ফ্রি হিট। সেই বলেও যশস্বীর বল্লার চাবুকে বল উড়ে যায় মাঠের বাইরে। তাই একটি বৈধ বলে যশস্বীর নামের পাশে জমা হয় ১২ রান। শুরুর বলেই দলীয় স্কোর দাঁড়ায় ১৩-এ।
টি২০ ক্রিকেটের ইতিহাসে কোনও ব্যাটারের শুরুর দুই বলে জোড়া ছক্কা হাঁকানোর নজির নেই। সেই কীর্তি গড়ে ফেললেন যশস্বী রবিবার। প্ৰথম ওভারে জোড়া ছক্কা অবশ্য ঈশান কিষান, রোহিত শর্মাও হাঁকিয়েছেন। প্ৰথম ওভারে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরে অবশ্য শীর্ষে বীরেন্দ্র শেওয়াগ। ২০০৯-এ নিউজিল্যান্ডের বিপক্ষে শেওয়াগ প্ৰথম ওভারেই তিনটে ছক্কা হাঁকান।
যশস্বীর এই ঝড় তোলা ইনিংস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিকান্দার রাজা সেই ওভারের চতুর্থ বলেই যশস্বীকে বোল্ড করে দেন। তারকা ব্যাটারকে ফিরিয়ে আগুনে সেন্ড অফ-ও দেন জিম্বাবোয়ে অধিনায়ক।
চতুর্থ ম্যাচের একাদশ থেকে ভারতের এদিন জোড়া বদল ঘটেছে। ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াডকে বসিয়ে মিডল অর্ডারে জায়গা দেওয়া হয়েছে রিয়ান পরাগকে। খলিল আহমেদকে বসিয়ে খেলানো হচ্ছে মুকেশ কুমারকে।