/indian-express-bangla/media/media_files/2025/10/30/ind-w-vs-aus-w-2-2025-10-30-01-28-33.jpg)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে প্রস্তুত টিম ইন্ডিয়া
IND-W vs AUS-W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) আপাতত গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (অক্টোবর) এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া (India vs Australia)। যে দল জিতবে, তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামবে। কখন থেকে শুরু হবে এই ম্য়াচ? কোথায় বা দেখা যাবে? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু, হরমনপ্রীত অ্য়ান্ড কোম্পানি সেমিফাইনাল পর্বে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। একদিকে রয়েছে অস্ট্রেলিয়া, যারা এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে টানা ৭ ম্য়াচে জয়লাভ করে খেলতে নামছে। অন্যদিকে, ভারত তাদের প্রথম খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ২০১৭ সালে শেষবার ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল। সেই বছরও সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল ভারত। ওই ম্য়াচে হরমনপ্রীত কৌর ১৭১ রানে অপরাজিত ছিলেন।
কবে ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে?
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) খেলা হবে।
কোন ভেন্যুতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ আয়োজন করা হবে?
ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমি, নব্য মুম্বই।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্য়াচ?
দুপুর তিনটে থেকে। টস হবে বেলা ২টো বেজে ৩০ মিনিটে।
IND W vs AUS W Semifinal, Weather Update: যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেমির লড়াই, কারা উঠবে ফাইনালে?
ভারতীয় মহিলা বনাম অস্ট্রেলিয়ান মহিলা সেমিফাইনালের লাইভ সম্প্রচার কোথায় করা হবে?
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। ভারতীয় মহিলা বনাম অস্ট্রেলিয়ান মহিলা সেমিফাইনালের লাইভ সম্প্রচার স্টার স্পোর্টসের চ্যানেলে করা হবে।
কোন অ্যাপে লাইভ দেখবেন ভারতীয় মহিলা বনাম অস্ট্রেলিয়ান মহিলা সেমিফাইনাল?
জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ভারতীয় মহিলা বনাম অস্ট্রেলিয়ান মহিলা সেমিফাইনাল ম্য়াচের লাইভ স্ট্রিমিং করা হবে।
ভারত এবং অস্ট্রেলিয়ার স্কোয়াড:
ভারত - হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রডরিগস, শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, আমনজ্যোৎ কৌর, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রিচা ঘোষ (উইকেটকিপার), উমা ছেত্রী (উইকেটকিপার), অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, রাধা যাদব, রেণুকা সিং, শ্রী চরণী।
IND W vs BAN W Highlights Cricket Score: বৃষ্টিই 'ভিলেন', ভেস্তে গেল ভারত বাংলাদেশ ম্যাচ
অস্ট্রেলিয়া: এলিস পেরি, জর্জিয়া বোল, ফোয়েবে লিচফিল্ড, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশ গার্ডনার, জর্জিয়া বেয়ারহ্যাম, হিদার গ্রাহাম, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যালিসা হিলি (অধিনায়ক, উইকেট কিপার), বেথ মুনি (উইকেটকিপার), অলানা কিং, ডার্সি ব্রাউন, কিম গার্থ, মেগান স্কট, সোফি মলিনাক্স।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us