Advertisment

IND W vs BAN W: সিলেটে বৃষ্টির মধ্যেই নাগিন ড্যান্স! হোয়াইটওয়াশের পথে সিরিজে ৪-০ করল ভারত

IND W vs BAN W 4th t20:

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Bangladesh, women t20 cricket

India vs Bangladesh, women t20 cricket: সিরিজে ৪-০ এগিয়ে গেল ভারত (টুইটার)

ভারত: ১২২/৬
বাংলাদেশ: ৬৮/৭

Advertisment

India vs Bangladesh women t20 series: ফের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ এবং বাংলাদেশকে আবার-ও পর্যুদস্ত করল ভারতীয় দল। মহিলা দলের দ্বৈরথে সোমবার ভারত ডার্কওয়ার্থ লুইস নিয়মে সিলেটে ৫৬ রানে জয় পেল। সিরিজে ৪-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে ম্যাচ ১৪ ওভারে কমিয়ে আনা হয়েছিল। ভারত ১২২/৬ তুলেছিল। বৃষ্টির নিয়মে বাংলাদেশের কাছে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১২৫-এ। তবে প্রমীলা টাইগার বাহিনী মাত্র ৬৮/৭ তুলতে সমর্থ হয়।

সিরিজে ব্যবধান কমানোর জন্য বাংলাদেশ অভিষেক ঘটিয়েছিল ১৪ বছরের হাবিবা ইসলাম পিঙ্কিকে। তবে অভিষেক স্মরণীয় হয়ে থাকল না মোটেও। প্ৰথম দুই ওভারেই ২০ রান দিয়ে দেয় হাবিবা। অন্যদিকে ভারতের তরফে অভিষেক ক্যাপ তুলে দেওয়া হয়েছিল ৩৩ বছরের আশা শোভানার হাতে। তিনি ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট তুলে দেন।

কঠিন চ্যালেঞ্জ চেজ করতে নেমে বাংলাদেশের হয়ে প্ৰথম দুই ওভারে বাউন্ডারি হাঁকিয়ে যান দিলারা আখতার। তবে ভারতের সংযমী বোলিংয়ের সামনে বেশি খাপ খুলতে পারেননি তিনি। পাওয়ার প্লেতে বাংলাদেশ মাত্র ২১ রান তুলতে পেরেছিল। দীপ্তি শর্মা এই সময়েই মুর্শিদা খাতুনকে আউট করে দেন। দিলারা আখতার এবং রুবাইয়া হায়দার প্রত্যাশিত গতিতে দলকে টানতে পারছিলেন না।

আর আস্কিং রেট ক্রমাগত বাড়তে থাকায় বাংলাদেশ চাপের মুখে পরপর উইকেট খুঁইয়ে বসে। দিলারা আখতার, নিগার সুলতানা পরপর আউট হয়ে যান। রুবাইয়া হায়দার রান আউট হয়ে ফিরে যান। রাধা যাদব, শোভানা আরও দুই উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশ একসময় ৪৭/৬ হয়ে যায়। এরপরে বাংলাদেশ আর মাত্র এক উইকেট খোঁয়ানোর ফাঁকে ২১ রান যোগ করতে সমর্থ হয়।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ভারত শেফালি ভার্মার উইকেট হারায়। হেমলতা এরপরে দ্রুতগতিতে ২২ রান যোগ করে দেন। বৃষ্টিতে যখন খেলায় বাধা পড়ে সেই সময় ক্রিজে ছিলেন স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর।

বৃষ্টির পর খেলা শুরু হলে ভারত নিয়মিত উইকেট হারালেও রান তোলার গতিতে ভাঁটা পড়েনি। মান্ধানা আউট হওয়ার আগে ২২ করে যান। হরমনপ্রিত কৌর এবং রিচা ঘোষ ২২ বলে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে যান। ভারত মাত্র ১২ ওভারেই ১০০ পার করে দেয়। শেষদিকে তিন উইকেট হারালেও ভারত স্কোরবোর্ডে ১২০ প্লাস স্কোর তুলে দেয়।

Women Cricket Bangladesh Cricket Indian Cricket Team Indian Team Bangladesh Cricket Team
Advertisment