/indian-express-bangla/media/media_files/2025/11/03/harmanpreet-kaur-3-2025-11-03-00-27-59.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর
IND W vs SA W: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women’s ODI World Cup 2025) ফাইনালে ভারত (Indian Women Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল।
IND W vs SA W Live Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে শেফালি বর্মা এবং দীপ্তি শর্মা অর্ধশতরান করেন। এর পাশাপাশি স্মৃতি মান্ধানাও দুর্দান্ত ব্যাটিং করেছেন। দক্ষিণ আফ্রিকাকে ভারত শেষপর্যন্ত ৫২ রানে পরাস্ত করে বিশ্বকাপ জয় করল।
Women’s World Cup Final 2025: শেফালি ভার্মার দুর্দান্ত কামব্যাক, তিন বছরের অপেক্ষার অবসান!
২৯৮ রান করেছিল ভারত
প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান করেছিল। ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানার মধ্যে প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। দুজনে মিলে ১০৪ রানের জুটি গড়ে তোলেন। মান্ধানা ৫৮ বলে করেন ৪৫ রান।
IND W vs SA W Latest Update: রিচার আগে কেন আমনজ্যোৎ? হরমনপ্রীতকে 'তুলোধনা' ভারতীয় সমর্থকদের
অন্যদিকে, শেফালি ৭ চার এবং ২ ছক্কার দৌলতে ৮৭ রান করেছিলেন। এছাড়া রান করতে পারেননি জেমি রডরিগস। তিনি ৩২ বলে মাত্র ২৪ রান করে ফিরে যান। এছাড়া হরমনপ্রীতও ২৯ বলে ২০ রান করেছেন। যদিও লোয়ার মিডল অর্ডারে দীপ্তি শর্মা ৫৮ বলে ৫৮ রান করেন।
একনজরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং
এই টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা বেশ ভাল করেছিল। ওপেনিং ব্যাটার লরা উলভার্ট এবং তাজ়মিন ব্রিৎজ়ের মধ্যে প্রথম উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ব্রিৎজ় ৩৫ বলে ২৩ রান করেন। অন্যদিকে লরা ৯৬ বলে পূরণ করে নিজের শতরান। যদিও সেঞ্চুরির পরই আউট হয়ে যান তিনি। দক্ষিণ আফ্রিকার পরাজয়ের এটা অন্যতম বড় কারণ। ৯৮ বলে শেষপর্যন্ত তিনি ১০১ রান করেন। লরা যদি শেষপর্যন্ত টিকে থাকতেন, তাহলে এই ম্য়াচের ফলাফল আলাদা হতেও পারত।
এছাড়া এনেকে বশ ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। অন্যদিকে, সুন লাস ৩১ বলে ২৫ রান করলেন। আর মারিজন কাপ ৫ বলে ৪ রান করে আউট হয়ে যান। শেষবেলায় সিনালো জাফতা ২৯ বলে ১৬ রান করেছিলেন। কিন্তু, সেটা একেবারেই পর্যাপ্ত ছিল না। দক্ষিণ আফ্রিকা ৪৫.৩ ওভারের মধ্যে ২৪৬ রানে অলআউট হয়ে যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us