/indian-express-bangla/media/media_files/2025/11/02/indian-women-cricket-team-11-2025-11-02-09-38-42.jpg)
বিশ্বকাপ ফাইনালের জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
IND W vs SA W: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ রবিবার অর্থাৎ ২ নভেম্বর নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারত (Indian Women Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকা আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে। সেকারণে আশা করা হচ্ছে, দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই করা হবে। সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া অন্তিম লড়াইয়ে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছিল দক্ষিণ আফ্রিকা।
IND W vs SA W Final: ফাইনালের আগেই ১০০ রানে জয়ী ভারত? জেনে নিন আসল সত্যিটা
ফাইনাল ম্য়াচের আগে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে বিশেষ উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে। দুটো দলই আপাতত প্রথম খেতাব জয়ের জন্য মুখিয়ে রয়েছে। ইতিপূর্বে, এই দুটো দল কখনই খেতাব জয় করতে পারেনি। ফাইনাল ম্য়াচের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলকে হার্দিক শুভেচ্ছা জানালেন বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা।
IND W vs SA W Final Match Pitch Report: রানের বন্যা না আগুন বোলিং, ফাইনালে কোন উইকেটে খেলবে ভারত?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দুরভাষ মারফৎ লক্ষ্মীরতন শুক্লা বললেন, 'ওরা এককথায় অসাধারণ পারফরম্য়ান্স করছে। ওদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গোটা টুর্নামেন্টে হয়ত ওরা খুব একটা ইতিবাচক ক্রিকেট উপহার দিতে পারেনি। কিন্তু, ভারতীয় মহিলা ক্রিকেটাররা প্রত্যেকেই যথেষ্ট ইতিবাচক ছিল। মাঠের মধ্যে যেভাবে ওরা নিজেদের আত্মবিশ্বাসী চরিত্র ফুটিয়ে তুলেছে, তা এককথায় অনবদ্য।'
দেখে নিন ২ দলের পরিসংখ্যান
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের মধ্যে মোট ৩৪ ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া জিতেছে ২০ ম্য়াচে। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র ১৩ ম্য়াচ। আর একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে। ফলে ইতিহাস বলছে, দক্ষিণ আফ্রিকার তুলনায় ভারতীয় ক্রিকেট দল ধারে-ভারে অনেকটাই এগিয়ে রয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। চলতি বিশ্বকাপেরই গ্রুপ পর্বে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল প্রোটিয়া ব্রিগেড। অলরাউন্ড পারফরম্য়ান্স করেছিলেন নাদিন ডি ক্লার্ক।
IND W vs SA W Final: ফাইনালে বদলে যাবে সবকিছু? বাদের খাতায় ভারতের তারকা ক্রিকেটার!
যাইহোক, ফাইনাল ম্য়াচের আগে কোনও পরিসংখ্যানের বিচারে যেতে চান না লক্ষ্মীরতন শুক্লা। তিনি বললেন, 'ওরা আপাতত দুর্দান্ত ছন্দে রয়েছে। কোনও একজন ক্রিকেটারের উপর আমি বাজি ধরছি না। একটা দল সাফল্য পেতে হলে প্রত্যেকের সমান অবদান দরকার। আশা করছি, আজ ওরা বিশ্বকাপ জিততে পারবে। ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us