IND W vs SA W Fianl Match, Rain Update: অশনি সংকেত দেখছে টিম ইন্ডিয়া! তীরে এসে ডুববে তরী?

IND W vs SA W Final Weather: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মহিলা বিশ্বকাপ ২০২৫ ফাইনাল আজ নবি মুম্বাইয়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

IND W vs SA W Final Weather: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মহিলা বিশ্বকাপ ২০২৫ ফাইনাল আজ নবি মুম্বাইয়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
IND W vs SA W Final Weather: ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে শেষ পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

IND W vs SA W Final Weather: ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে শেষ পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

IND W vs SA W Final Weather: ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের দিকে এখন তাকিয়ে পুরো ক্রিকেটবিশ্ব। আজ, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ভারতীয় মহিলা দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। দু’দলই তাদের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে লড়বে। ম্যাচটি অনুষ্ঠিত হবে নবি মুম্বাইয়ের ডিওয়াই. পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium)। কিন্তু এই ঐতিহাসিক ফাইনালের আগে ভক্তদের মনে একটাই প্রশ্ন— আজ কি বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেসে যাবে?

Advertisment

আবহাওয়া আপডেট: নবি মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিন ধরে নবি মুম্বাইয়ে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর ও বিভিন্ন ফোরকাস্ট সাইট অনুযায়ী, রবিবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল।

  • দুপুর ২টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা প্রায় ১৫%,

  • ম্যাচ শুরু হওয়ার সময় অর্থাৎ দুপুর ৩টার পর থেকে ৪টার মধ্যে তা বেড়ে হতে পারে ৪৫–৫০%,

  • সন্ধ্যা ৬টার দিকে সম্ভাবনা বাড়বে ৫৫–৬০% পর্যন্ত।

Advertisment

অর্থাৎ, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি খেলার গতি কমাতে পারে। তবে, রাত ৭টার পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে বলে জানিয়েছে AccuWeather ও স্থানীয় সূত্র।

আরও পড়ুন- আগুন বোলিং আর্শদীপের, ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়া

ম্যাচের সময়সূচি ও রিজার্ভ ডে

  • ম্যাচ শুরু: বিকেল ৩টা

  • টস: দুপুর ২টো ৩০

  • ভেন্যু: ডিওয়াই. পাতিল স্টেডিয়াম, নবি মুম্বাই

  • রিজার্ভ ডে: সোমবার, ৩ নভেম্বর ২০২৫

যদি আজ বৃষ্টির কারণে পুরো ম্যাচ সম্পন্ন না হয়, তাহলে ম্যাচটি সোমবার রিজার্ভ ডে-তে হবে। অর্থাৎ, ফাইনাল বাতিল হবে না — খেলা ৩ নভেম্বর পুনরায় শুরু হবে। যেখানে রবিবার খেলা থেমে যাবে, সেখান থেকেই শুরু হবে।

আরও পড়ুন- ব্যাপক ঝড়বৃষ্টি নব্য মুম্বইয়ে, ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

বৃষ্টি হলে কী হবে?

যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, তাহলে আম্পায়াররা প্রথমে খেলার সময় কমিয়ে (ওভার কাটিং) ম্যাচ সম্পন্ন করার চেষ্টা করবেন। যদি পুরো ম্যাচই সম্ভব না হয়, তবে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) পদ্ধতি অনুযায়ী ফল নির্ধারিত হতে পারে।
তবে, ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় ভরসা হচ্ছে — মাঠের ড্রেনেজ সিস্টেম খুব উন্নত, তাই বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা সম্ভব।

আরও পড়ুন- পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে

ভারতীয় মহিলা দল প্রথমবার বিশ্বকাপ জয়ের একদম দোরগোড়ায়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের ব্যাট হাতে দেখা যাবে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে লরা ওলভার ও মেরিজান ক্যাপের মতো অভিজ্ঞ তারকারা নামছেন মাঠে।
দু’দলই পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে, তাই এই ম্যাচের গুরুত্ব অমূল্য। কিন্তু এখন সবকিছু নির্ভর করছে আকাশের মেজাজের ওপর!

আরও পড়ুন- কোন মন্ত্রে বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া? ফাইনালের আগে স্পেশাল টিপস লক্ষ্মীরতন শুক্লার

নবি মুম্বইয়ে এবারের বিশ্বকাপে আগের কয়েকটি ম্যাচেই বৃষ্টি বাধা দিয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশ ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচেও বৃষ্টিতে খেলা সাময়িক বন্ধ ছিল কিছু সময়। ফাইনালের আগে এই আবহাওয়া উদ্বেগ বাড়িয়ে দিয়েছে সমর্থকদের মনে।

একনজরে

বিষয়তথ্য
 স্থানডিওয়াই পাতিল স্টেডিয়াম, নবি মুম্বাই
ম্যাচ শুরু৩:০০ PM (বিকেল)
বৃষ্টির সম্ভাবনা৪৫–৬০% (দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত)
রিজার্ভ ডেসোমবার, ৩ নভেম্বর ২০২৫
ম্যাচআইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল

ভারতীয় সমর্থকরা আশা করছেন, অন্তত আজ বৃষ্টি যেন খেলা নষ্ট না করে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই 'No Rain Please' ট্রেন্ড শুরু হয়েছে। সবাই চাইছেন, মাঠে যেন নিরবচ্ছিন্ন খেলা হয়, এবং ভারতীয় মেয়েরা ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে আনতে পারেন।

Final weather