India 2025-26 Home Cricket Season: গুয়াহাটিতে প্রথম টেস্ট খেলবে ভারত, চমকের সূচি প্রকাশ করে কী জানাল বিসিসিআই?

BCCI has announced the India men’s home cricket schedule for the 2025-26 season, starting in October 2025. The series includes Tests, ODIs, and T20Is against West Indies and South Africa. বিসিসিআই ২০২৫-২৬ ঘরোয়া ক্রিকেট মরশুমের সময় এবং সূচি ঘোষণা করেছে। এই সূচি এবছর অক্টোবর থেকে শুরু হবে।

BCCI has announced the India men’s home cricket schedule for the 2025-26 season, starting in October 2025. The series includes Tests, ODIs, and T20Is against West Indies and South Africa. বিসিসিআই ২০২৫-২৬ ঘরোয়া ক্রিকেট মরশুমের সময় এবং সূচি ঘোষণা করেছে। এই সূচি এবছর অক্টোবর থেকে শুরু হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Stadium: ২০২৫ সালের নভেম্বরে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। সেটাই হবে গুয়াহাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচের আয়োজন

Stadium: ২০২৫ সালের নভেম্বরে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। সেটাই হবে গুয়াহাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচের আয়োজন। (ছবি- বিসিসিআই)

India’s 2025-26 Home Season Schedule Announced: West Indies & South Africa Series Fixtures: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০২৫-২৬ ঘরোয়া ক্রিকেট মরশুমের সময় এবং সূচি ঘোষণা করেছে। এই সূচি এবছর (২০২৫ সাল) অক্টোবর থেকে শুরু হবে। এই সূচি অনুযায়ী, ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের (ওডিআই) এবং টি-২০ (টি-টোয়েন্টি) সিরিজে খেলবে। 

Advertisment

স্পষ্টভাবে বললে, টিম ইন্ডিয়ার ঘরোয়া মরসুম শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আইডিএফসি ফার্স্ট ব্যাংক টেস্ট সিরিজের মাধ্যমে। এই সিরিজ ২০২৫ সালের ২রা অক্টোবর আহমেদাবাদে শুরু হবে। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি ১০ অক্টোবর কলকাতায় হবে। 

২০২৫-২৬ হোম সিজনের জন্য ভারতের হোম সূচি:

ওয়েস্ট ইন্ডিজ ভারত সফর
নম্বরতারিখ (থেকে)তারিখ (পর্যন্ত)সময়ম্যাচস্থান
বৃহস্পতি০২-অক্টোবর-২৫সোম০৬-অক্টোবর-২৫সকাল ৯:৩০১ম টেস্টআহমেদাবাদ
শুক্র১০-অক্টোবর-২৫মঙ্গল১৪-অক্টোবর-২৫সকাল ৯:৩০২য় টেস্টকলকাতা
দক্ষিণ আফ্রিকার ভারত সফর
নম্বরতারিখ (থেকে)তারিখ (পর্যন্ত)সময়ম্যাচস্থান
শুক্র১৪ নভেম্বর, ২৫মঙ্গল১৮ নভেম্বর, ২৫সকাল ৯:৩০১ম টেস্টনতুন দিল্লি
শনি২২ নভেম্বর, ২৫বুধ২৬ নভেম্বর, ২৫সকাল ৯:৩০২য় টেস্টগুয়াহাটি
সূর্য৩০ নভেম্বর, ২৫দুপুর ১:৩০১ম ওয়ানডেরাঁচি
বুধ০৩-ডিসেম্বর-২৫দুপুর ১:৩০দ্বিতীয় ওয়ানডেরায়পুর
শনি০৬-ডিসেম্বর-২৫দুপুর ১:৩০তৃতীয় ওয়ানডেভাইজাগ
মঙ্গল৯-ডিসেম্বর-২৫সন্ধ্যা ৭:০০ টা১ম টি২০আইকটক
বৃহস্পতি১১-ডিসেম্বর-২৫সন্ধ্যা ৭:০০ টাদ্বিতীয় টি২০আই
নতুন চণ্ডীগড়
সূর্য১৪-ডিসেম্বর-২৫সন্ধ্যা ৭:০০ টা৩য় টি২০আইধর্মশালা
বুধ১৭-ডিসেম্বর-২৫সন্ধ্যা ৭:০০ টাচতুর্থ টি-টোয়েন্টিলখনউ
১০শুক্র১৯-ডিসেম্বর-২৫সন্ধ্যা ৭:০০ টা৫ম টি-টোয়েন্টিআহমেদাবাদ

একনজরে সূচি

ওয়েস্ট ইন্ডিজ সফর – ২০২৫

Advertisment
  • ১ম টেস্ট: ২ অক্টোবর – ৬ অক্টোবর, আহমেদাবাদ

  • ২য় টেস্ট: ১০ অক্টোবর – ১৪ অক্টোবর, কলকাতা

দক্ষিণ আফ্রিকা সফর – ২০২৫-২৬

  • ১ম টেস্ট: ১৪ নভেম্বর – ১৮ নভেম্বর, নয়াদিল্লি

  • ২য় টেস্ট: ২২ নভেম্বর – ২৬ নভেম্বর, গুয়াহাটি (গুয়াহাটির প্রথম আন্তর্জাতিক টেস্ট)

  • ১ম ওডিআই: ৩০ নভেম্বর, রাঁচি

  • ২য় ওডিআই: ৩ ডিসেম্বর, রায়পুর

  • ৩য় ওডিআই: ৬ ডিসেম্বর, বিশাখাপত্তনম

  • ১ম টি-টোয়েন্টি: ৯ ডিসেম্বর, কটক

  • ২য় টি-টোয়েন্টি: ১১ ডিসেম্বর, নিউ চণ্ডীগড়

  • ৩য় টি-টোয়েন্টি: ১৪ ডিসেম্বর, ধরমশালা

  • ৪র্থ টি-টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, লখনউ

  • ৫ম টি-টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, আহমেদাবাদ

দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে। আসাম তাদের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজন করবে। সব মিলিয়ে আসন্ন ঘরোয়া মরশুমে ভারত মোট চারটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ খেলবে। 

Indian Cricket Team Schedule BCCI cricket Cricket News